দশমিক ভগ্নাংশ কাকে বলে ? ৫ম শ্রেণি গণিত ৭ম অধ্যায় সৃজনশীল

৫ম শ্রেণির গণিত বইয়ের ৭ম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে । ৭ম অধ্যায়টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আধুনিক জীবনে ব্যাপক ভাবে দশমিক ভগ্নাংশের ব্যবহার রয়েছে । এ আর্টিকেলে বিভিন্ন স্কুলের প্রশ্ন ও বিগত সালে পি.ই.সি পরীক্ষায় আসা প্রশ্ন পত্র বিশ্লেষণ করে ৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হয়েছে । যাতে ৭ম অধ্যায়ের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত রয়েছে । এর ফলে শিক্ষার্থীরা ৭ম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে উত্তর করতে সক্ষম হবে ।

দশমিক ভগ্নাংশ কাকে বলে ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে ৫ম শ্রেণি

দশমিক ভগ্নাংশ কাকে বলে ৫ম শ্রেণি

যে ভগ্নাংশকে দশমিক (.) দ্বারা প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে । দশমিক ভগ্নাংশ দুই প্রকার । যথা: ক. সসীম দশমিক ভগ্নাংশ খ. অসীম দশমিক ভগ্নাংশ ।

৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা

  • দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারবে ।
  • দশমিক ভগ্নাংশের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে ।

৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় সৃজনশীল

১. একটি পাত্রে ০.৭২৫ লিটার দুধ আছে । পাত্রের দুধ ৫টি কাপে সমান ভাবে ঢালা হলো ।

ক. প্রত্যেক কাপে কত লিটার দুধ আছে ?

খ. এরূপ ৩টি কাপে কত লিটার দুধ আছে ?

গ. যদি প্রতিটি কাপে ০.০৯৫ লিটার দুধ ঢালা হয়, তাহলে কত লিটার দুধ পাত্রে অবশিষ্ট থাকবে ?

২. একটি ঝুড়িতে ১৮ প্যাকেট দুধ আছে । আবার প্রতিটি প্যাকেটে ০.৩৩৫ লিটার দুধ আছে।

ক. উক্ত ঝুড়িতে মোট কত লিটার দুধ আছে ।

খ. এরূপ ৫০ টি প্যাকেটে কত লিটার দুধ আছে ?

গ. ঐ ঝুড়ির সকল দুধ এক সাথে নিয়ে ২৫টি পাত্রে ঢালা হলো । তাহলে প্রতিটি পাত্রে কত লিটার দুধ থাকবে?

৩. ৫.৪ মিটার ফিতা ৬ জন ছাত্রীর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হলো ।

ক. একজন ছাত্রী কত মিটার ফিতা পেল ?

খ. ৩ জন ছাত্র মোট কত মিটার ফিতা পেল ?

গ. যদি ১ মিটার ফিতার দাম ৮.৭৭ টাকা হয় তাহলে ১০ জন ছাত্রীকে কত টাকার ফিতা দিতে হবে ?

আরো পড়তে পারেন

৪. শিহাব বাজার থেকে ৪০ টাকা দরে ৭.৫ কেজি চাল, ১১৫ টাকা দরে ০.৫ কেজি ডাল এবং ৩০ টাকা দরে ২.৫ কেজি সবজি কিনলেন ।

ক. সে মোট কত টাকার বাজার করল ।

খ. শিহাব ১০২০ টাকা দিয়ে কত কেজি চাল কিনতে পারবে ?

গ. শিহাবকে ২.৫ কেজি ডাল কিনতে কত টাকা খরচ করতে হবে ?

৫. দুটি সংখ্যার যোগফল ৭০.২ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি অপেক্ষায় ৪.৪ বেশি ।

ক. ছোট সংখ্যাটি কত ?

খ.বড় সংখ্যাটি কত ?

৬. ৮ প্যাকেটের খেজুরের ওজন ১৬.৪ কেজি ।

ক. ১ প্যাকেটের খেজুরের ওজন কত ?

খ. ২০.৫ কেজি খেজুর এরূপ কতটি প্যাকেটে রাখা যাবে?

গ. প্রতি কেজি ১৮০ টাকা দরে ৩ প্যাকেট খেজুরের দাম কত ?

৭. একটি পারবিবারিক ভ্রমণে দলনেতা প্রতিটি কলা ৪.৫০ টাকা দরে মোট ১৫ জন লোকের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলেন । তার মোট কলা বাবদ ১৩৫ টাকা খরচ হলো।

ক. প্রত্যেক সদস্য কয়টি করে কলা পেল ?

খ. প্রত্যেক সদস্যকে ২ হালি করে কলা দিলে মোট কত টাকা খরচ হবে ?

গ. যদি ৬৭.৫০ টাকা খরচ হতো তাহলে তারা কয়টি করে কলা পেত ?

৮. ৫.৪ মিটার দৈর্ঘ্যের একটি লোহার দন্ড যার ১ মিটারের ওজন ২.৩ কেজি ।

ক. দন্ডটির ওজন কত কেজি ?

খ. দন্ডটির দৈর্ঘ্য কত মিটার হলে ওজন ৩০.৫৯ কেজি হবে ?

৯. ফাহিমের ওজন ৩২.৫ কেজি । তার মায়ের ওজন তার ওজনের ১.৮ গুণ ।

ক. ফাহিমের মায়ের ওজন কত ?

খ. ফাহিমের ওজন তার মায়ের ওজন থেকে কত কেজি কম ?

গ. ফাহিম ও তার মায়ের ওজনের সমষ্টি কত ?

১০ একটি কলমের দাম ৫.৫০ টাকা এবং একটি পেন্সিলের দাম ১২.৫০ টাকা

ক. একটি পেন্সিলের দাম একটি কলমের দাম অপেক্ষা কত বেশি ?

খ. ১০ ডজন কলমের দাম কত ?

গ. ১২৫ টাকায় কতটি পেন্সিল ক্রয় করা যাবে ?

৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো অফলাইনে অনুশীলন করার জন্য নিচের থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারো ।

দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
 দশমিক ভগ্নাংশ কাকে বলে  ৫ম শ্রেণি
আশা করি আর্টিকেলটির মাধ্যমে ৫ম শ্রেণি গণিত ভগ্নাংশ কাকে বলে ৫ম শ্রেণি সৃজনশীল  তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে জিঙ্গাসা করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারেন

জুয়েল

দেওয়ার মতো কোনো পরিচয় নেই। অনার্স শেষ করে আপাতত বাংলাদেশ বেকার কোম্পানির ম্যানেজার হিসেবে মশা-মাছি তাড়াচ্ছি। তবে স্বপ্ন আছে অন্বেষা.নেট - কে শ্রেষ্ঠ শিক্ষা বিষয়ক বাংলা ব্লগে পরিণত করা এবং শিক্ষার্থীদের মেধাকে বাজারের নিম্নমানের নোট গাইড থেকে রক্ষা করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন