পঞ্চম শ্রেণীর গণিত সমাধান : সৃজনশীল

পঞ্চম শ্রেণীর গণিত সমাধান

আমাদের দেশে সৃজনশীল দক্ষ শিক্ষকের অভাবে শিক্ষার্থীরা অতিমাত্রায় গাইড বই নির্ভর হয়ে পড়েছে । এ সকল নিম্ন মানের গাইড অনুসরণ করার কারনে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ হচ্ছে না । এছাড়াও সঠিক দিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা গণিতের মতো একটি মজার বিষয়কে ভয় করে । শিক্ষার্থীদের এই গণিত ভীতি দূর করার প্রয়াসে অন্বেষা.নেট ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন প্রকাশ করে থাকে । এ সকল প্রশ্ন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করার পাশাপাশি তাদের সৃজনশীল মেধা বিকাশে সাহায্য করবে । এছাড়াও এ সকল প্রশ্ন যে কোন পরীক্ষায় ১০০% কমন পড়বে । ইনশাআল্লাহ

পঞ্চম শ্রেণীর গণিত বই সম্পূর্ণ  বিশ্লেষণ করে সৃজনশীল পদ্ধতিতে পঞ্চম শ্রেণীর গণিত সমাধান নিচে দেওয়া হলো । পঞ্চম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন গুলো ভালোভাবে অনুশীলন করলে সমাপনী সহ যে কোন পরীক্ষা ১০০ কমন আসবে ।(ইনশাআল্লাহ) পঞ্চম শ্রেণীর গণিত সমাধান সৃজনশীল প্রশ্নগুলো আমাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতার ফসল । পঞ্চম শ্রেণীর গণিত সমাধান : সৃজনশীল গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সবগুলো নিয়ম অন্তর্ভূক্ত হয় । 

পঞ্চম শ্রেণীর গণিত সমাধান
পঞ্চম শ্রেণীর গণিত সমাধান

তাই পরীক্ষায় ভালো করার জন্য প্রতিটি প্রশ্ন ভালোভাবে শিখে নিবে । তবে অবশ্যই মুখস্ত নয় । [ব্লগের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য কিছু অংক একটু ব্যতিক্রম ভাবে করা হয়েছে ] যেহেতু আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র প্রশ্ন গুলো তাই প্রশ্নগুলোর প্রতি মনোযোগী হবে । এছাড়াও অফলাইনে অনুশীল করার জন্য ২য় পর্বে  পঞ্চম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন গুলো PDF আকারে দেওয়া হয়েছে । 

আর বলে রাখা ভালো আমরা পঞ্চম শ্রেণীর গণিত সমাধান আর্টিকেলে শুধু মাত্র পঞ্চম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন গুলো দিয়েছে । আর্টিকেলের নিচে সৃজনশীল প্রশ্নগুলো উত্তরসহ PDF দেওয়া আছে । উত্তর জানার প্রয়োজন হলে PDF টি দেখতে পারো । এবং চাইলে PDF টি ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারো ।

চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৯০ বছর । মাতার বয়স কন্যার বযসের ৪ গুণ ।

ক. মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কতগুণ ?

খ. কন্যার বয়স কত ?

গ. মাতার বয়স কত ?

ঘ. ১০ বছর পর মা ও কন্যার মোট বয়স কত হবে ?

২. হাসিবের বয়স জিয়ানের বয়সের তিন গুণ । জিয়ানের বয়স ১৭ বছর ।

ক. ভাজক ১৫ ও ভাগফল ২৭ হলে ভাজ্য কত ?

খ. হাসিবের বয়স ও জিয়ানের বয়সের পার্থক্য কত ?

গ. ১৩ বছর পর দুজনের মোট বয়স কত হবে ?


৩. নাসিরের রান কায়েসের রানের ৫গুণ । দুজনের রানের সমষ্টি ১২০ ।

ক. কায়েসের রান কত ?

খ. নাসিরের রান কত ?

গ. দুই জনের রানের পার্থক্য কত ?


৪. ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য ৩৯২০ টাকা । একটি কাপের মূল্য ১৪৫ টাকা ।

ক. ২০ টি কাপের মূল্য কত ?

খ. ১টি প্লেটের মূল্য কত ?

গ. ৫ টি প্লেট এবং ৭ টি কাপের মোট মূল্য কত ?


৫. ২ টি গরু এবং ৩ টি ছাগলের মোট মূল্য ৪৫০৮০ টাকা । একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা

ক. ৩ টি ছাগলের মূল্য কত ?

খ. ১ টি গরুর মূল্য কত ?

গ. প্রতটি গরুর মূল্য ১৩০০ টাকা বেশি হলে ৮,৫০,০০০ টাকায় কতটি গরু পাওয়া যাবে ?


৬. প্রতি কেজি গরুর গোস্তের দাম ৪৮০ টাকা এবং প্রতি কেজি খাসির গোস্তের দাম ৫৬০ টাকা । জিয়ান ৩ কেজি গরুর গোস্ত ও ২ কেজি খাসির গোস্ত ক্রয় করে বিক্রেতাকে ৩০০০ টাকা দিলেন ।

ক. ৩ কেজি গরুর গোস্তের দাম কত ?

খ. ২ কেজি খাসির গোস্তের দাম কত ?

গ.ফাহিদ মোট কত টাকার গোস্ত ক্রয় করে ?

ঘ. বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে ?

৭. মাহবুব বাজার থেকে ৪০ কেজি চাল , ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন । ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা ।

ক. তিনি মোট কত টাকার চাল কিনলেন ?

খ. তিনি মোট কত টাকার বাজার করলেন ?

গ. তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে ?

ঘ. ৬৪৬ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে ?


৮. ফাহিদ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা । প্রতি মাস তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন । অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন ।

ক. তিনি মোট কত টাকা খরচ করেন ?

খ. ১ মাসে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ?

গ. ১ বছরে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ?


৯. একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয় । পানির ট্যাংকটিতে ৬০০ লিটার পানি ধরে ।

ক. ( ৬+ক )×৩=৩০ হলে "ক" এর মান কত ?

খ. ১০ মিনিটে পানির ট্যাংকটিতে কত লিটার পানি থাকবে ?

গ. পানির ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে ?


১০. মিনা এবং রিনার ৭৫৩২ টাকা আছে । রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে ।

ক. মিনার কত টাকা আছে ?

খ. রিনার মা রিনাকে আরো ২৫০ টাকা দিলেন, এখন রিনার কত টাকা হলো ?

গ. দুজনের টাকা ১৬ জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতক টাকা করে পাবে?


১১. ভাজক ৭৮, ভাগফল ২৫, এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ।

ক. ভাগশেষ কত ?

খ. ভাজ্য কত ?

গ. ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ । ভাগফল কত?


১২. ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা ।

ক. ১ কেজি পোলাওয়ের চালের মূল্য কত ?

খ. ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে ?

গ. ১২ কেজি চাল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে ?

আরো পড়তে পারেন

ল.সা.গু ও গ.সা.গু সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. একজন শিক্ষক ৬০ টি পেন্সিল ৩৬ টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাবে ভাগ করে দিতে চান ।

ক. ৩৬ এর গুণনীয়ক নির্ণয় কর ।

খ. সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে ?

গ. প্রত্যেক শিক্ষার্থী কতটি খাতা ও পেন্সিল পাবে ?

২. কোনো স্থানে ১০ জনের বেশি মানুষ আছে । একজন ব্যাক্তি ৪২ টি কলা, ৮৪ টি বিস্কুট এবং ১০৫ টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে মানুষের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে চান ।

ক. ল.সা.গু এবং গ.সা.গু এর পূর্ণরূপ লিখ ।

খ. সর্বোচ্চ কতজন মানুষের মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে ?

গ. প্রত্যেকে কতটি কলা, বিস্কুট ও চকলেট পাবে ?


৩. তিনটি ভিন্ন রংয়ের ঘন্টা আছে । লাল রং এর ঘন্টা ১৮ মিনিট পর, হলুদ রংয়ের ঘন্টা ১৫ মিনিট পর এবং সবুজ রং এর ঘন্টা ১২ মিনিট পর বাজে ।

ক. ২৪ এর মৌলিক গুণনীয়ক নির্ণয় কর ।

খ. কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে ?

গ. ঘন্টাগুলো সন্ধ্যা ৬ টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে ?


৪. একটি বাগানে ৩ সারিতে নারিকেল, সুপারি ও তাল গাছের চারা যথাক্রমে ৮, ১২ ও ১৬ মিটার পরপর লাগানো হয়েছে ।

ক. বাগানের শুরুতে গাছের চারাগুলো একই বরাবরে থাকলে নূন্যতম কত মিটার পর গাছের চারাগুলো পুনরায় একই বরাবর থাকবে ?

খ. নারিকেলের চারা ২০ মিটার পরপর থাকলে কত মিটার পর গাছের চারাগুলো পুনরায় একই বরাবর থাকবে ?


৫. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩৬ মিটার

ক. মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে?

খ. সম্পূর্ণ মেঝে বিছানো জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে ?


সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. একটি লাঠির `\frac১{৬}` অংশ মাটিতে, `\frac১{২}` অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে । পানির উপরের দৈর্ঘ্য ২ মিটার ।

ক. মাটিতে ও পানিতে মোট কত অংশ রয়েছে ?

খ. পানির উপরে কত অংশ রয়েছে ?

গ. সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত ?

ঘ. লাঠির কত মিটার পানিতে রয়েছে ?


২. হাবিব সাহেব তার সম্পত্তির `\frac১{৪}` অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলেন । 

ক. নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ অবশিষ্ট থাকে ?

খ. প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল ?

গ. হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য ২০০০০০ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা পেল?


৩. জিয়ানের নিকট ২৪০০০ টাকা ছিল । তিনি ঐ টাকার  `\frac{৫}{১২}` অংশ এতিমখানায়,  `\frac{৩}{৮}` শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন ।

ক. জিয়ান মোট কত টাকা দান করেন ?

খ. জিয়ানের নিকট আর কত টাকা আছে ?

গ. জিয়ান কোথায় বেশি দান করেন ? কত বেশি দান করেন ?


৪. ফাহিদের কাছে ১`\frac{৫}{৬}` লিটার ও জিয়ানের কাছে `\frac{১৩}{৮}` লিটার জুস আছে।

ক. ফাহিদের জুসের পরিমানকে অপ্রকৃত ও জিয়ানের জুসের পরিমানকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর ।

খ. দুই জনের একত্রে কত লিটার জুস আছে ?

গ. কার জুসের পরিমান বেশি ? কত বেশি ?


৫. এক বাটি পায়েস তৈরি করতে `\frac{২}{৭}` কিলোগ্রাম চিনি লাগে ?

ক. এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে ?

খ. ৬ কিলোগ্রাম চিনি দ্বারা কত বাটি পায়েস তৈরি করা যাবে ?

গ. ১ কিলোগ্রাম চিনির দাম ১২০ টাকা হলে ৩০ বাটি পায়েস তৈরি করতে কত টাকার চিনি লাগবে ?


৬. জিয়ানের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৫ কি.মি. । সে `\frac{৭}{৪}` কি.মি. হেঁটে ২`\frac{২}{৫}` কি.মি. রিক্সায় এবং বাকি রাস্তা বাসে করে স্কুলে  যায় ।

ক. জিয়ান হেঁটে ও রিক্সায় মোট কত কি.মি. যায়

খ. সে বাসে কত কি.মি. যায় ?

গ. জিয়ান সবচেয়ে বেশি পথ যায় কীভাবে ?


৭. নিশাদের কাছে ৪৮০ টি আম আছে । আমগুলোর `\frac{১}{৩}` অংশ পাকা । সে তার ভাইকে পাকা আমের `\frac{১}{৪}` অংশ দেয় ।

ক. নিশাদের কাছে কতটি কাঁচা আম ছিল ?

খ. তা ভাইকে দেওয়ার পর তার কাছে কতটি পাকা আম রইল ?

গ. সে যদি তার ভাইকে কাচা আমের `\frac{১}{৪}` অংশ দেয় তাহলে তার কাছে কতটি কাচা আম থাকবে ?

গড় সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. সাতটি সংখ্যার যোগফল ৪০১ । এদের প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষ তিনটি সংখ্যার গড় ৫৮ ।

ক. প্রথম তিনটি সংখ্যার সমষ্টি কত ?

খ. শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত ?

গ. ছয়টি সংখ্যার সমষ্টি কত ?

ঘ. চতুর্থ সংখ্যাটি কত ?


২. একটি বাক্সে ২০ টি কমলার মধ্যে ৩ টির ওজন যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম, ৩৭১ গ্রাম 

ক. গড় কাকে বলে ?

খ. কমলা তিনটির গড় ওজন নির্ণয় কর ।

গ. গড় ওজনের ভিত্তিতে ২০ টি কমলার মোট ওজন নির্ণয় কর ।


৩. 


বাংলা ইংরেজী গণিত বিজ্ঞান বা.বি.প
মুন্না ৬৮ ৯৫ ৫৬৯০ ৬৫
শাওন ৭২৭৮ ৮৪ ৮০ ৮৬

 ক. তিনজন ব্যাক্তির গড় বয়স ১৩.৭ বছর হলে মোট বয়স কত ?

খ.মুন্না প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে ?

গ. শাওন প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে ?

ঘ. কে পরীক্ষায় ভালো করেছে ?


৪. পিতা ও তিন কন্যার বয়সের গড় ৪৫ বছর । মাতা ও ওই তিন কন্যার বয়সের গড় ৪২ বছর। পিতার বয়স ৫৫ বছর ।

ক. পিতা ও তিন কন্যার মোট বয়স কত ?

খ. তিন কন্যার বয়স কত ?

গ. মাতার বয়স কত ?

আরো পড়তে পারেন

দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. একটি বাঁশের ০.২৫ অংশ কাদায় ০.৫৬ অংশ পানিতে আছে । বাঁশটির পানির উপরের অংশের দৈর্ঘ্য ৭ মিটার ।

ক. বাঁশটির কত অংশ পানির উপরে আছে ?

খ. সম্পর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত মিটার ?

গ. বাঁশটির কত মিটার কাদায় আছে ?


২. রেজার ওজন ৩৬.৫ কেজি । তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের ০.৮ গুণ এবং ১.৬গুণ ।

ক. ছোট ভাইয়ের ওজন কত ?

খ. বাবার ওজন কত ?

গ. ৩ জনের মোট ওজন কত ?


৩. একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন ।

ক. ০.২৪ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর ।

খ. তিনি মোট কত মিটার ফিতা দিলেন ?

গ. প্রতি মিটার ফিতার দাম ২.৭৫ টাকা হলে , তিনি মোট কত টাকার ফিতা দিলেন ।

৪. একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে ।

ক. ভাগ কর : ০.০০৩÷৬

খ. এরূপ ৮ টি পাত্রে কত লিটার তেল আছে ।

গ. ঐ তেল ৭ টি কাপে সমান ভাবে ঢালা হলে প্রতি কাপে কত লিটার তেল থাকবে ?


৫. একটি আয়াতাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার এবংদৈর্ঘ্য ১২.৮ মিটার ।

ক. আয়াতাকার জমির ক্ষেত্রফল কত ?

খ. আয়াতাকার জমির পরিসীমা কত ?

গ. প্রতি মিটারে বেড়া দিতে ৮.৫০ টাকা খরচ হয়, সম্পূর্ণ জমিতে বেড়া দিতে কত খরচ হয়।

ঘ. প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে ৭৫.৩ টাকা খরচ হলে, সম্পূর্ণ জমিতে ঘাস লাগাতে কত খরচ হবে ?


৬. একটি গাড়ি ২.৫ ঘন্টায় ১১৪.৫ কি.মি যায়

ক. গাড়িটি প্রতি ঘন্টায় কত কি.মি যায় ?

খ. ৩২০.৬ কি.মি যেতে গাড়িটির কত সময় লাগবে ?

গ. ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কি.মি যায় ?


শতকরা সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. সখিপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন । তার মধ্যে ৪০% লোক শিক্ষিত ।

ক. গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত ?

খ. গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা কত ?

গ. যদি ৭৫% লোক শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা কত?


২. ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছরে ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো।

ক. ৮ বছরের মুনাফা কত ?

খ. বার্ষিক মুনাফার হার কত ?

গ. কত বছরের মুনাফা ৩০,০০০ টাকা হবে ?


৩. একজন বিক্রেতা ৪০% লাভে ৬৩০০ টাকায় একটি ঘড়ি বিক্রয় করলেন ।

ক. ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য কত ?

খ. ঘড়িটির ক্রয়মূল্য কত?

গ. বিক্রেতা কত টাকা লাভ করলেন ?


৪. জিয়ান ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিলেন । বার্ষিক মুনাফার হার ৬%।

ক. জিয়ান এক বছরে কত টাকা মুনাফা দিবে ?

খ. জিয়ান ৩ বছর পর কত টাকা পরিশোধ করবে ?

গ. কত বছরের মুনাফা ৬০০ টাকা হবে ?

৫. রবিবার কোনো বিদ্যালয়ে ৮০০ জন শিক্ষার্থীর ৩০% জন অনুপস্থিত ছিলেন ।

ক. ঐ দিন কত জন শিক্ষার্থী উপস্থিত ছিল ?

খ. যদি ৭৫% শিক্ষার্থী উপস্থিত থাকে তাহলে অনুপস্থিত শিক্ষার্থী কত ছিল ।

গ. যদি শিক্ষার্থীদের ৫৬% মেয়ে হয় তাহলে ছেলের সংখ্যা কত ?


সময় সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. ফাহিদের বয়স ১২ বছর ৫ মাস

ক. ফাহিদের বয়স কত ঘন্টা ?

খ. ফাহিদের বয়স কত সেকেন্ড ?

গ. ৬০০০০০০ সেকেন্ডকে ঘন্টায় রূপান্তর কর ?


২. রাকিবের জন্ম তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১২ । তার ৭ দিন পরে তার চাচাতো বোনে তানহার জন্ম দিন ।

ক. ২০১২ সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় প্রকাশ কর ।

খ. তানহার জন্ম তারিখটি কত ?


উপাত্ত ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১২, ১৪, ২৪, ২৯, ১৬, ১২, ৯, ২৯, ২০, ১৬, ২৮, ১২, ৮, ২৯, ২৪, ২৯, ১২, ৬, ২২, ২৮

ক. উপাত্ত কত প্রকার ও কি কি ?

খ. শ্রেণি ব্যবধান ৫ ধরে উপাত্তগুলোর সারণি তৈরি কর ।

গ. প্রাপ্ত উপাত্ত থেকে আয়তলেখ আঁক ।


জ্যামিতি

এখান থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে । যার মধ্য থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।

১. নির্দেশনা অনুসারে চিত্র  আঁকতে হবে । 

২. অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে ।

নিচের জ্যামিতি চিত্র গুলো সংজ্ঞাসহ শিখে নিবে ।

১.আয়ত

২. বর্গ

৩. সামান্তরিক

৪. রম্বস

৫. বৃত্ত

পঞ্চম শ্রেণীর গণিত সমাধান দেখুন এখানে 

আশা করি পঞ্চম শ্রেণীর গণিত সমাধান তোমাদের উপকারে আসবে । এছাড়া আর কোনো প্রশ্ন জানার ইচ্ছে হলে আমাদের কে প্রশ্ন করতে পারো । আমরা যত সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো । যে কাজ করে তারই ভুল হয় । তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে । আর ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল ।

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন