সপ্তম শ্রেণির গণিত : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সৃজনশীল প্রশ্ন

সপ্তম শ্রেণির গণিত বইয়ের চতুর্থ অধ্যায় : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পঞ্চম অধ্যায় : বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ, ষষ্ঠ অধ্যায় : বীজগণিতীয় ভগ্নাংশ এবং সপ্তম অধ্যায় ; সরল সমীকরণ এগুলো হলো সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ । এর মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ অধ্যায় : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
সপ্তম শ্রেণির গণিত  বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
সপ্তম শ্রেণির গণিত : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ

সপ্তম শ্রেণির গণিত : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নিচের  সৃজনশীল প্রশ্নগুলো প্রণয়ন করা হয়েছে । যাতে উক্ত সৃজনশীল গুলো চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্য়ায় থেকে যে কোন সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম হয় । আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন বাজারের নিম্ন মানের গাইড , নোট নির্ভর না হয়ে পড়ে । সঠিক ভাবে সৃজনশীল চর্চার মাধ্যমে তারা তাদের সৃজনশীল মেধা বিকাশে সক্ষম হয় ।

আরো পড়তে পারেন
গণিতের চারটি মৌলিক প্রক্রিয়ার দুটি হলো গুণ ও ভাগ । পাটিগণিতের গুণ ও ভাগে শুধু মাত্র ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয় । কিন্তু বীজগণিতের গুণ ও ভাগে ধনাত্মক ও ঋনাত্মক উভয় চিহ্ন ব্যবহার করা হয় । বিভিন্ন বীজগণিতের সমস্যা সমাধান করতে হলে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ প্রয়োজন হয় ।
এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা
>> বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ করতে পারবে ।
>> বন্ধনী ব্যবহার করে বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনিন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে ।

বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সৃজনশীল প্রশ্ন

1. `A=x^2-xy+y^2` , `B=x^2+xy+y^2` এবং `C=x^4+x^2y^2+y^4‌`
ক. A-B এর মান নির্ণয় কর ।
খ. দেখাও যে, AB=C
গ. প্রমাণ কর যে , (C÷A)/B = 1

2. `A=16x^4+36x^2+81` , `B=4x^2-6x+9` এবং `C=4x^2+6x+9`
ক. `x^2+1` থেকে `-x^2‌‌‌‌‌` বিয়োগ কর
খ. দেখাও যে BC = A
গ. প্রমাণ কর যে, `\frac A{B}` = C

3. `A=2x^4+110-48x` , `B=2x^2-8x+10` এবং `C=4x+11+x^2`
ক. সরল কর : x-{a+(y-b)}
খ. দেখাও যে B ও C এর গুণফল B এর সমান
গ. প্রমাণ কর যে, A ÷ B = C

4. `A=x^2-xy+y^2` , `B=x^2+xy+y^2` এবং `C=x^4+x^2y^2+y^4`
ক. A+B নির্ণয় কর ।
খ. A ও B এর গুণফল নির্ণয় কর ।
গ. `BC\div B^2-C` নির্ণয় কর ।

আরো পড়তে পারো
5. `X=16p^4-81q^4` , Y=2p+3q এবং `Z=9p^2+2pq-q^2`
ক. সরল কর : 6-2{5-(8-3)+(5+2)}
খ. X ও Y এর ভাগফল নির্ণয় কর
গ. Y ও Z এর গুণফল থেকে খ হতে প্রাপ্ত ভাগফল বিয়োগ কর ।
6. `A=81p^4+q^4-22p^2q^2` , `B=9p^2+2pq-q^2`
ক. `-40x^{10}y^5z^9` কে `-8x^6y^2z^5` দ্বারা ভাগ কর।
খ. A/B নির্ণয় কর ।
গ. সরল কর : 4x+[-5y-{9z+(3x-7y+x)}]

7. `p=64-a^3` , `q=a-4` এবং `r=-a^2-4a-16`
ক. r-q নির্ণয় কর ।
খ. দেখাও যে qr = p
গ. প্রমাণ কর যে, p÷q = r

আরো পড়তে পারেন
8. `A=6y^2+3x^2-11xy` , B=3x-2y এবং C=x-3y
ক. বন্ধনীর পূর্বে (-) চিহ্ন দিয়ে a-b+c-d এর ২য় , ৩য় , ৪র্থ পদ প্রথম বন্ধনী ভুক্ত কর ।
খ. `\frac A{B}` নির্ণয় কর ।
গ. প্রমাণ কর যে BC-A = 0

9. `1-x^6` , `1-x+x^2` , `1+x-x^3-x^4`
ক. সরল কর : 3x-[5y-{10z-(5x-10y+3z)}]
খ. ২য় ও ৩য় রাশির গুণফল নির্ণয় কর ।
গ. ১ম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর ।

10. `a^5+11a-12` `a^2-2a+3` এবং `a^3+2a^2+a-4`
ক. `(x^2-1)-(x^2+1)` নির্ণয় কর ।
খ. ২য় ও ৩য় রাশির গুণফল নির্ণয় কর ।
গ. ১ম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর ।
 বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সৃজনশীল প্রশ্ন গুলো অফলাইনে অনুশীলন করার জন্য নিচ থেকে ছবি গুলো ডাউনলোড করে নিতে পারো ।

সপ্তম শ্রেণির গণিত
সপ্তম শ্রেণির গণিত
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ
বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ

আশা করি সপ্তম শ্রেণির গণিত : বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সৃজনশীল প্রশ্ন তোমাদের উপকারে আসবে । বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ সৃজনশীল প্রশ্নের উত্তর প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে জানালে আমরা উত্তর প্রদানের চেষ্টা করবো । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও । এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো । আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে ।

আরো জানতে পারো

অসাধারণ কাজের ৫টি  অ্যান্ড্রয়েড অ্যাপ ( android app ) ।

ই পাসপোর্ট করার নিয়ম ২০২২ 

সহজে ত্রিকোণমিতির মান মনে রাখার কৌশল

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন