অষ্টম শ্রেণির সেট এর অংক সৃজনশীল প্রশ্ন : অধ্যায় ৭

জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্ব প্রথম সেট সম্পর্কে ধারণা প্রদান করেন । সেট সংক্রান্ত তাঁর ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেটতত্ত্ব ( Set Theory ) হিসেবে পরিচিত । অষ্টম শ্রেণির গণিত - এ সেট বীজগণিতের অন্তর্ভূক্ত । অষ্টম শ্রেণির গণিত বইয়ের ৭ম অধ্যায়ে শুধু মাত্র সেট সম্পর্কে শিক্ষার্থীদের কিছু ধারণা প্রদান করার চেষ্টা করা হয়েছে । তবে নবম - দশম শ্রেণির গণিত বইয়ের ২য় অধ্যায়ে সেট ও ফাংশন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ।

অষ্টম শ্রেণির সেট এর অংক সৃজনশীল
সেট তত্ত্ব ছবি : commons.wikimedia.org

আমার অষ্টম শ্রেণির গণিত ৭ম অধ্যায়ের সকল নিয়মগুলো বিচার বিশ্লেষণ করে সেট এর অংক সৃজনশীল প্রশ্ন গুলো প্রণয়ন করেছি যাতে উক্ত অধ্যায়ের সকল নিয়মগুলো এর মধ্যে অন্তর্ভূক্ত থাকে । যাতে করে পরীক্ষার্থীরা এ অধ্যায় থেকে আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম হয় । এছাড়াও এ আর্টিকেলে সেট কাকে বলে? , সেট এর প্রকারভেদ, সেট প্রক্রিয়া, সেট গঠন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে । যা জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ ।

সেট ( Set ) কাকে বলে

বাস্তব বা চিন্ত জগতের সু - সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট ( Set ) বলে । সেটকে সাধারণত ইংরেজী বর্ণমালার বড় হাতের অক্ষর A, B, C,.... দ্বারা প্রকাশ করা হয় । যেমন : 2, 3, 4 সংখ্যার সেট A = {2, 3, 4}

সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান (Element) বলে । যেমন : A = {2, 3, 4} হলে , A সেটের উপাদান 2, 3 এবং 4 । উপাদান প্রকাশের চিহ্ন ∈ ( belongs to ) । যেমন : 2∈A একে পড়া হয় 2 belongs to A

আরো পড়তে পারেন

সেটের প্রকারভেদ

ফাঁকা সেট ( Empty set ) কাকে বলে ?

যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট ( Empty set ) বলে । ফাঁকা সেট কে ∅ দ্বারা প্রকাশ করা হয় ।

উপসেট ( Subset ) কাকে বলে ?

কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় , এদের প্রত্যেককে ঐ সেটের উপসেট ( Subset ) বলে । উপসেটকে ⊆ দ্বারা প্রকাশ করা হয় ।

প্রকৃত উপসেট ( Proper Subset ) কাকে বলে ?

কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট ( Proper Subset )  বলে । যেমন : X = {1, 2, 3, 4,} এবং Y = {2, 3} দুইটি সেট । এখানে Y এর সকল উপাদান X সেটে বিদ্যমান এবং Y সেটের উপাদান X সেটের উপাদান সংখ্যা থেকে কম । সুতরাং Y সেট  X সেটের প্রকৃত উপসেট । প্রকৃত উপসেটকে ⊂ দ্বারা প্রকাশ করা হয় ।

সার্বিক সেট ( Universal ) কাকে বলে ?

সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ঐ নির্দিষ্ট সেটকে তার উপসেট সাপেক্ষে সার্বিক সেট  ( Universal )বলে । সার্বিক সেটকে U দ্বারা প্রকাশ করা হয় । 

পূরক সেট ( Complement of a Set ) কাকে বলে ?

যদি U সেটটি সার্বিক সেট এবং A সেটটি U সেটের উপসেট হয় তাহলে A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে A সেটের পূরক সেট ( Complement of a Set ) বলে । A এর পূরক সেটকে A′  বা `A^c` দ্বারা প্রকাশ করা হয় । 

সেট প্রক্রিয়া

সংযোগ সেট ( Union of sets ) কাকে বলে ?

একের অধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট  ( Union of sets ) বলে । সংযোগ সেট ∪ দ্বারা প্রকাশ করা হয় । 

ছেদ সেট ( Intersection of Sets ) কাকে বলে ?

একাধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট ( Intersection of Sets ) বলে। ছেদ সেট ∩ দ্বারা প্রকাশ করা হয় ।

নিশ্ছেদ সেট কাকে বলে

যদি দুইটি সেটের উপাদান গুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুইটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে ।

শক্তি সেট (Power Sets ) কাকে বলে ?

কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ঐ সেটের শক্তি সেট (Power Sets ) বলে । যেমন : A সেটের শক্তি সেটকে P(A) দ্বারা প্রকাশ করা হয় ।

ভেনচিত্র কাকে বলে

জন ভেন ( ১৮৩৪ - ১৮৮৩ ) চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার পদ্ধতি  প্রবর্তন করেন । এই চিত্রগুলো তার নামানুসারে ভেন চিত্র নামে পরিচিত । ভেনচিত্রে সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় ।

সেট প্রকাশের পদ্ধতি কয়টি

প্রধানত সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় । যথা : 

১. তালিকা পদ্ধতি ( Tabular Method )

২. সেট গঠন পদ্ধতি ( Set Builder  Method )

তালিকা পদ্ধতি ( Tabular Method ) : যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী { } এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে 'কমা' ( , ) ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় তাকে তালিকা পদ্ধতি ( Tabular Method ) বলে । যেমন : A = { 1, 2,3 }

সেট গঠন পদ্ধতি ( Set Builder  Method ) : যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণে জন্য শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি ( Set Builder  Method ) বলে । যেমন : { x : x স্বাভাবিক সংখ্যা, x<10 }

শর্ত হিসেবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, গুণিতক সংখ্যা, মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ইত্যাদি দেওয়া থাকে ।

অষ্টম শ্রেণির সেট এর অংক সৃজনশীল প্রশ্ন

১. কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো । উভয় বিষয়ে পাস করলো 60%

ক. তথ্যাবলি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ কর ।

খ. উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করেছে ?

গ. উভয় বিষযে 15% ফেল করলে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে ?


২. 

সেট এর অংক
ক. U সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ. প্রমাণ কর যে, (PUQ)∩(PUR) = PU(Q∩R)

গ. দেখাও যে, (P∩R)' = P'∩R'

আরো পড়তে পারেন

৩. `U=\{4<x\leq10\}`

P = { x : x বিজোড় সংখ্যা এবং 4<x<10 }

`Q=\{x:7<2x\leq18\}`

ক. U তালিকা পদ্ধতি নির্ণয় কর ।

খ. PUQ ও P∩Q নির্ণয় কর এবং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর ।

গ. R = Q' এবং S = P' হলে R - S নির্ণয় কর ।

৪. A = { 3, 6, 9, 12, 15, 18 }

B = { x : x, 24 এর গুণনীয়ক }

ক. A সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর ।

খ. A ও B এর পূরক সেট নির্ণয় আরে ভেনচিত্র আঁক । A ও B এর সার্বিক সেট থেকে উপসেট নির্ণয় কর ।

গ. প্রমাণ কর যে, (AUB)' = A'UB'


৫. কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে । 

ক. সংক্ষিপ্ত পদ্ধতিতে বিবরণসহ তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ কর ।

খ. উভয় খাদ্য শতকরা কত জন ছাত্র পছন্দ করে তা নির্ণয় কর ।

গ. যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করা ?


৬. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে । তাদের সেট যথাক্রমে A ও B

ক. A সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ. A∩B নির্ণয় কর ।

গ.  A∩B ভেনচিত্র দেখাও এবং  A∩B এর উপসেটগুলো নির্ণয় কর ।

৭. সার্বিক সেট U = { 1, 2, 3, 4, 5, 6, 7 }

A = { x ∈ N : x< 7 এবং x বিজোড় সংখ্যা }

B = { x ∈ N : x< 7 এবং x জোড় সংখ্যা }

C = { x ∈ N : x< 4 এবং x মৌলিক সংখ্যা }

ক. A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর ।

খ. (AUB)∩(AUC) নির্ণয় কর ।

গ. (BUC)' এর উপসেট নির্ণয় কর ।


অফলাইনে অনুশীলনের জন্য নিচ থেকে অষ্টম শ্রেণির সেট এর অংক সৃজনশীল প্রশ্ন গুলোর ছবি ডাউনলোড করে নিতে পারো ।


সেট এর অংক
সেট এর অংক
সেট এর অংক
সেট এর অংক
সেট এর অংক
সেট এর অংক

সেট এর অংক

আশা করি সেট এর অংক সৃজনশীল তোমাদের উপকারে আসবে  ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও । এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো । আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন