৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল : পরিমাপ

কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া = কিলোমিটার, হাকাইয়া = হেক্টোমিটার, ডাকাত = ডেকামিটার, মারিলে = মিটার, দেশে = ডেসিমিটার, শান্তি = সেন্টিমিটার, মিলিবে = মিটার। উপরের বর্ণিত বাক্যটির মাধ্যমে ধারাবাহিক ভাবে পরিমাপের এককগুলো মনে রাখতে পরবে। ধারবাহিক ভাবে পরিমাপের  এককগুলো মনে রাখলে সহজে ৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল অংক করা যাবে। মনে রাখবে মিলিমিটার থকে সেন্টিমিটার ১০গুণ বড়। একই ভাবে সেন্টিমিটার থেকে ডেসিমিটার ১০গুণ বড়। ডেসিমিটার থেকে মিটার ১০গুণ বড়।এভাবে যত উপরের দিকে যাবে প্রতিটি একক আগেরটি থেকে ১০গুণ বড়।

৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল
৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল

এ অধ্যায় শিক্ষার মাধ্যেম শিক্ষার্থীরা দৈঘ্য পরিমাপ, ওজন পরিমাপ, আয়তন পরিমাপ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। নিচের ৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন, বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। পরিমাপ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে উক্ত অধ্যায়ের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত থাকে। যার কারণে উক্ত প্রশ্নগুলো অনুশীলন করলে শিক্ষার্থীরা উক্ত অধ্যায় থেকে আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে।

৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল

১. একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার।

ক. পুকুরটির ক্ষেত্রফল কত?

খ. যদি পুকুরটির প্রস্থ ১০ মিটার কমে তাহলে পুকুরটির পরিসীমা নির্ণয় কর।

গ. যদি পুকুরটি বর্গাকার হয় এবং এক পাড়ের দৈর্ঘ্য প্রস্থের সমান হয় তাহলে পুকুরের ক্ষেত্রফল কত?

২. জনাব আব্দুর রহিম বাজার থেকে ৪.৮ কেজি চাল ৮ হেক্টোগ্রাম ডাল এবং ২৪০০ গ্রাম সবজি কিনলেন।

ক. তিনি মোট কত কেজি বাজার করলেন?

খ. প্রতি কেজি চালের দাম ৭০ টাকা, প্রতি গ্রাম ডালের দাম ০.১০ টাকা এবং প্রতি কেজি সবজির দাম ৩০ টাকা হলে তিনি মোট কত টাকার বাজর করলেন।

গ. তিনি মোট কত গ্রাম বাজার করলেন?

৩. একটি পরিবারে ৮ দিনে ৯ কেজি ৬০০ গ্রাম চাল লাগে

ক. ৯ কেজি ৬০০ গ্রামকে গ্রামে প্রকাশ কর।

খ. ঐ পরিবারে দৈনিক কত কেজি চাল লাগে?

গ. যদি এক কেজি চালের দাম ৬৫.৫ টাকা হয় তাহলে এক মাসে ঐ পরিবারে কত টাকার চাল লাগে?

৪. একটি আয়তকার জমির দৈর্ঘ্য ৯০ মিটার এবং ক্ষেত্রফল ৩৬০০ বর্গ মিটার।

ক. জমিটির প্রস্থ নির্ণয় কর।

খ. দৈর্ঘ্য ২৫০ সেন্টিমিটার বাড়ালে জমিটির ক্ষেত্রফল কত হবে?

গ. যদি জমিটির দৈর্ঘ্য একটি ত্রিভুজের ভূমি এবং প্রস্থ ত্রিভুজটির উচ্চতা হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

আরো পড়তে পারেন

৫. একটি ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা ২৪ মিটার এবং ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার।

ক. ত্রিভুজটির ভুমি কত মিলিমিটার?

খ. ত্রিভুজটির উচ্চতা ৬০ ডেসিমিটার বেশি হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

গ. ভূমি ৩০ মিটার এবং উচ্চতা অপরিবর্তিত থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ হেক্টোমিটার হবে?

৬. একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৩৩৬ বর্গ মিটার এবং দৈর্ঘ্য ২১০০ সে.মি.

ক. জমিটির প্রস্থ কত মিটার?

খ. জমিটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহু হলে বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

গ. জমিটির পরিসীমা কত কিলো মিটার?

৭. একটি আয়তকার বাগানের প্রস্থ ২২০ মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৫ মিটার বেশি।

ক. বাগানটির দৈর্ঘ্য নির্ণয় কর।

খ. বাগানটির ক্ষেত্রফল কত?

গ. বাগানটির পরিসীমা কত?

৮. ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি এবং ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.

ক. ২ ইঞ্চি = কত সে.মি.

খ. ২ মিটার ও ৫ ইঞ্চিতে কত সেন্টি মিটার হয়?

গ. একটি বাঁশের দৈর্ঘ্য ১৫ মিটার হলে এর দৈর্ঘ্য কত ইঞ্চি?

৯. একটি গাড়ি ৪.৫ ঘন্টায় ২২৬.৮ কি.মি. যায়

ক. গাড়িটি ১ ঘন্টায় কত কি.মি. যায়?

খ. ৮ ঘন্টায় গাড়িটি কত কি.মি পথ অতিক্রম করে?

গ. গাড়িটি প্রতিদিন ৯ ঘন্টা করে চললে ১ মাসে মোট কত কি.মি. পথ অতিক্রম করবে?

১০. রনি মিনিটে ২০ মিটার বেগে হেঁটে ২৫ মিনিটে বাড়ি হতে স্কুলে পৌঁছায়।

ক. রনির বাড়ি হতে স্কুলের দূরত্ব কত ?

খ. রনি যদি ২৫ মিটার বেগে হাটতো তবে স্কুলে যেতে তার কত সময় লাগতো?

গ. বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্ব কত কি.মি.

১১. একটি আয়তকার পুকুরের দৈর্ঘ্য ৯৬ মিটার এবং প্রস্থ ৬০ মিটার ৪০ সেন্টি মিটার

ক. পুকুরের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

খ. যদি পুকুরটিকে বর্গাকার করতে হয় তাহলে দৈর্ঘ্য কত মিটার কমাতে হবে?

গ. পুকুরটির দৈর্ঘ্য ০.৬ হেক্টোমিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

১২. একটি বোতলে ১০০০সেন্টিলিটার পানি ধরে।

ক. অনুরুপ ১৫টি বোতলে মোট কত লিটার পানি ধরবে?

খ. একটি খালি বালতিকে পানি ভর্তি করলে ৫০০ মিলিলিটারের ৩০ বোতল পানি লাগে। বালতিতে মোট কত লিটার পানি ধরবে?

গ. ঐ পানি ভর্তি বালতি থেকে ২ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে বালতিতে আর কি পরিমান পানি থাকবে?

আমাদের শেষ কথা

আশা করি ৫ম শ্রেণির গণিত অধ্যায় ১১ সৃজনশীল নামক আজকের আর্টকেলটি  তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও । এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো । আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন