এ প্লাস প্রত্যাশীদের জন্য রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ( হ্যান্ডনোট হতে সংকলিত )

রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

এ পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। আজকে পৃথিবীকে যেমন দেখছ, অনেক অনেক বছর আগে পৃথিবীর রূপ কিন্তু এমন ছিল না। আজ থেকে 500 বা 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল ঘন বনজঙ্গল, নিচু জলাভূমি আর সাগর-মহাসাগরে পরিপূর্ণ। প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত মৃত প্রাণী, উদ্ভিদ, শৈবাল-ছত্রাক নিচু এলাকাগুলোতে জমা হয়েছিল। তার উপর পড়তে থাকল পলির আস্তরণ। এভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এ সকল উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষের উপর হাজার হাজার ফুট মাটি, বিভিন্ন শিলার আস্তরণ হয়ে গেল।

 উচ্চচাপ, উচ্চ তাপমাত্রা, মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত আর রাসায়নিক পরিবর্তন ঘটে কয়লা, পেট্রোলিয়াম আর প্রকৃতিক গ্যাস সৃষ্টি হলো। এদেরকে বলে জীবাশ্ম জ্বালানি। কয়লার মূল উপাদান কার্বন। আর পেট্রোলিয়ামের মূল উপাদান শুধু কার্বন ও হাইড্রোজেনের দ্বারা সৃষ্ট যৌগ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো জৈব যৌগ। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক এসিডসহ আরও যে সকল জৈব যৌগ আছে তারা মূলত হাইড্রোকার্বন থেকেই সৃষ্ট। এগুলো নিয়েই রসায়ন ১১ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
খনিজ সম্পদ : জীবাশ্ম
বিভিন্ন সালের এসএসসি বোর্ড প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে নবম দশম শ্রেণীর রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো চর্চা করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায় হতে কমন থাকবে ইনশাআল্লাহ।

এছাড়াও যেহেতু এই অধ্যায়টি কিছুটা কঠিন তাই রসায়ন নবম দশম ১১ অধ্যায় নোট প্রদান করা হয়েছে। যার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যৌগকে বিভিন্ন যৌগে পরিণত করার প্রক্রিয়া দেখানো হয়েছে।

জ্ঞান মূলক প্রশ্ন

১. অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? 

২. অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন কাকে বলে?

৩. সমগোত্রীয় শ্রেণি কাকে বলে?

৪.  সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী? 

৫. জৈব ও অজৈব যৌগ কী? 

৬. জীবাশ্ম জ্বালানি কী? 

৭. গ্যাসোলিন কাকে বলে?

৮. হাইড্রোকার্বন কী?

৯. ফরমালিন কী?

১০. সঞ্চারনশীল ইলেকট্রন কী?

১১. ডেরালিন কী?

১২. কোক কী?

১৩. LDPE কী?

১৪. প্যারাফিন কী?

১৫. নাইলন কী?

১৬. মনোমার কী?

১৭.  PVC কী? 

১৮. পলিমার ও পলিমারকরন বিক্রিয়া কী ?

১৯. পলিমার কী? 

২০. রিসাইকেল প্রক্রিয়া কী?

আরো পড়তে পারেন

অনুধাবন মূলক প্রশ্ন

১. ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কী? ব্যাখ্যা কর। 

২. অ্যালকেন কে প্যারাফিন বলাহয় কেন? ব্যাখ্যা কর।

৩. অ্যালকিন অপেক্ষা অ্যালকেন উত্তম জ্বালানি ব্যাখ্যা কর।

৪. জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ। 

৫. নাইলন 6:6 কী বা নাইলন একটি ঘনীভবন পলিমার ব্যাখ্যা কর।

৬. অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা কর।

৭. এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? IPVC কে যুক্ত পলিমার বলা হয় কেন?

১০. পেট্রোলিয়াম শিল্পে বিয়োজন একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ব্যাখ্যা কর।

১১. ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?

১৩. ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে? 

১৪. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?

১৫. লুব্রিকেটিং তেল বলতে কী বোঝ?

১৬. সকল হাইড্রোকার্বন জৈব যৌগ কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না ব্যাখ্যা কর

১৭. বেনজিন (C6H6), ফেনল (C6H5-OH), টলুইন (C6H5-CH4), ন্যাপথলিন (C10H8) "এগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যৌগ প্রমান কর।

১৮. LDPE ও HDPE এর মধ্যে পার্থক্য লিখ।

১৯. সাইক্লোপ্রোপিনকে কেন বন্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়? ব্যাখ্যা কর। 

২০. "কেরোসিন ও ডিজেলের মিশ্রন থেকে উপাদান দুটিকে পৃথক করা সম্ভব" ব্যাখ্যা কর

প্রয়োগ উচ্চতর দক্ষতা

১. CH4 থেকে CCl4 এ রূপান্তর কর।

২. C2H4, C3H6, C3H4 একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমান কর।

৩. আলু থেকে মিথেন প্রস্তুত কর।

৪.  C3H4 থেকে C3H8O রূপান্তর কর।

৫. C4H6 থেকে C4H8O2 রূপান্তর কর।

৬. C4H10O থেকে C4H10 রূপান্তর কর।

৭. C3H4 থেকে C3H6O2 রূপান্তর কর। 

৮. C3H6O2 থেকে C3H4 রূপান্তর কর।

৯. C2H2 থেকে PVC প্রস্তুত কর।

১০. C3H6 থেকে পলিপ্রোপিন প্রস্তুত কর। 

১১. C2H4 থেকে পলিথিন প্রস্তুত কর।

১২. C3H8 থেকে C2H4O2 প্রস্তুত কর। 

১৩. বিউটিন থেকে প্রোপানয়িক এসিড উৎপন্ন কর।

১৪. প্রোপানয়িক এসিড থেকে ইথেন প্রস্তুত কর।

১৫. মিথেন থেকে ইথাইন তৈরি কর। 

১৬. ইথানল থেকে প্রোপানল উৎপন্ন কর

রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্নের নমুনা

চট্টগ্রাম- ১৫, ১৬, ময়মনসিংহ - ২০, রাজশাহী- ২০,১৭,১৫, ঢাকা- ২০,১৭,১৬,১৫ কুমিল্লা- ২০,১৭, যশোর - ২০, ১৬,১৫, বরিশাল ২০,১৭,১৬, দিনাজপুর ২০, ১৭, সকল বোর্ড - ১৮

রসায়ন নবম দশম ১১ অধ্যায় নোট

১. C3H4 কে C3H6O2 রূপান্তর কর।

সমাধান:

C3H4 থেকে C3H6O2 রূপান্তর

i) CH3-C= CH     ii) CH3-CH2-COOH

ক. প্রোপাইনকে 180°C-200°C তাপমাত্রায় Ni এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে প্রোপিন উৎপন্ন হয়।

CH3-C=CH +H2 ------ Ni 9 (180°C200°C) -------- CH3-CH=CH2

খ. প্রোপাইনকে 180°C-200°C তাপমাত্রায় Ni এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে প্রোপেন উৎপন্ন হয়।

CH3-CH=CH2 + H2 ---- Ni3 (180°C - 200°C) ------ CH3-CH2-CH3

গ. প্রোপেন Cl2 সাথে UV রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হয়।

CH3-CH2-CH3 + Cl2 ----- UV ------ CH3-CH2-CH2C1 +HCI

ঘ. প্রোপাইল ক্লোরাইডকে H2O2 উপস্থিতিতে NaOH সাথে বিক্রিয়া করলে প্রোপানল উৎপন্ন হয়।

CH3-CH2-CH2Cl + NaOH ------ H202 ------- CH3-CH2-CH2-OH + NaCl

ঙ. প্রোপানলকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন হয়।

CH3-CH2-CH2-OH+[O] ---- K2R2O7+H2SO4 ----- CH3-CH2-CHO+H2O

চ. প্রোপান্যালকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপানোয়িক এসিড উৎপন্ন হয়।

CH3-CH2-CHO+[O] ----- K2R2O7+H2SO4 ---- CH3-CH2-COOH + H2O

২. C3H6O2 থেকে C3H4 রূপান্তর কর

সমাধান:

i) CH3-CH2-COOH           ii) CH3-C=CH 

ক. প্রোপানয়িক এসিডকে LiAlH4 এর উপস্থিতিতে বিজারিত করলে প্রোপানল উৎপন্ন হয়

CH3--CH2-COOH +4 [H] ----- LIAIHA ------ CH3-CH2--CH2-OH + H2O

খ. প্রোপানলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয় । H2SO4

CH3-CH2-CH2-OH------ H2SO4 CH3-CH=CH2 + H2O

গ. প্রোপিনকে 180°C-200°C তাপমাত্রায় Ni এর  উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে প্রোপেন উৎপন্ন হয়।

CH3-CH=CH2 + H2 ------- Ni 3 (180°C 200°C) ----- CH3-CH2-CH3

ঘ. প্রোপেনকে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে প্রোপাইন উৎপন্ন হয়।

CH3-CH2-CH3 +O2CH3-C=CH+ 2H2O

৩. C4H6 কে C4H8O2 এ রূপান্তর কর।

সমাধান:

C4H6 থেকে C4H8O2 রূপান্তর

i) CH3-CH2-HC=CH2     ii) CH3-CH2-CH2-COOH

ক. 180°C-200°C তাপমাত্রায় বিউটিনকে Ni এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে বিউটেন উৎপন্ন হয়।

CH3-CH2-CH=CH2+H2 ----- Ni 3 (180°C200°C) ------ CH3-CH2-CH2-CH3

খ. বিউটাইনকে Cl2 সাথে UV রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে বিউটাইল উৎপন্ন হয়

CH3-CH2-CH2-CH3 + Cl2 ---- UV CH3-CH2-CH2-CHCI + HCI

গ. বিউটাইল ক্লোরাইডকে H2O2 উপস্থিতিতে NaOH সাথে বিক্রিয়া করলে বিউটানল উৎপন্ন হয়।

CH3-CH2-CH2-CH2Cl+NaOH ----- H2O2 ------ CH3 + CH2-CH2-CH2-OH+NaCl

ঘ. বিউটানলকে পটাসিয়াম ড্রাইক্রোমেট ও সালফিউরিক এসিডের উপস্থিতিতে জারিত করলে বিউটান্যাল উৎপন্ন হয়।

CH3-CH2-CH2-CH2-OH+[O] ----- K2R2O7+H2SO4 ----- CH3-CH2-CH2-CHO+ H2O

ঙ. বিউটান্যালকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে বিউটানোয়িক এসিড উৎপন্ন হয়। 

CH3-CH2- CH,-CHO+[O] ------ K2R2O7+H2SO4 CH3-CH2-CH2-COOH + H2O

৪. C4H8O2 থেকে C4H10 রূপান্তর কর।

সমাধান;

C4H8O2 থেকে C4H10 রূপান্তর

i) CH3-CH2-CH2-COOH            ii) CH3-CH2-H2C-CH3

ক. বিউটানোয়িক এসিডকে LiAIH4 উপস্থিতিতে বিজারিত করলে বিউটানল উৎপন্ন হয় ।

CH3-CH2-CH2-COOH +4[H] ------ LiAlHA ---- CH3-CH2-CH2-CH2-OH + H2O

খ. বিউটানলকে সালফিউরিক এসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে বিউটিন উৎপন্ন হয়। 

CH3-CH2-CH2-CH2-OH----- H2SO4 ----- CH3-CH2-CH=CH2 + H2O 

গ. বিউটিনকে (180°C-200°C) তাপমাত্রায় Ni এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে বিউটেন উৎপন্ন হয়।

CH3-CH2-CH=CH2 + H2 ----- Ni3 (180°C - 200°C) ------ CH3-CH2-H2C-CH3

৫. C2H4 থেকে PVC প্রস্তুত কর।

সমাধান:

ক. ইথাইনকে HCl সাথে বিক্রিয়া করে ইথিন উৎপন্ন হয়।

CH=CH+HCI   CH2-CHCI

খ. ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ ও উচ্চতাপে উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। উচ্চ চাপ ও উচ্চতাপে 

nCH2 = CHC1 ------ উচ্চ চাপ ও তাপে [---CH2-CH2C1----]n

৬. C3H8 থেকে C2H4O2 প্রস্তুত কর।

সমাধান:

CH3-CH2-CH3 থেকে CH3-COOH প্রস্তুতি

ক. প্রোপেন Cl2 এর সাথে UV রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হয়

CH3-CH2-CH3 + Cl2 ----- UV ----- CH3-CH2-CH2Cl +HCI

খ. প্রোপাইল ক্লোরাইডকে H2O2 এর উপস্থিতিতে NaOH এর সাথে বিক্রিয়া করলে প্রোপানল উৎপন্ন হয়।

CH3-CH2-CH2Cl + NaOH ----- H2O2 ---- CH3-CH2-CH2-OH + NaCl

গ. প্রোপানলকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন হয়

CH3-CH2-CH2-OH+[O] ---- K2R2O7+H2SO4 ----- CH3-CH2-CHO+ H2O

ঘ. প্রোপান্যালকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপানোয়িক এসিড উৎপন্ন হয়।

CH3-CH2-CHO+[O] ----  K2R2O7+H2SO4 ----- CH3-CH2-COOH + H2O

ঙ. প্রোপানোয়িক এসিড NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়।

CH3-CH2-COOH +NaOHCH3-CH2-COONa + H2O

চ. সোডিয়াম প্রোপানয়েটকে সোডালাইম এর সাথে বিক্রিয়া করে ইথেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

CH3-CH2-COONa +NaOH(CaO) CH3-CH3 + NaCO3

ইথেনকে উচ্চ চাপে ও উচ্চতাপে জারিত করলে ইথানোয়িক এসিড উৎপন্ন হয়।

CH3-CH3+3[O] ----- উচ্চ চাপ ও উচ্চতাপে CH3-COOH + H2O

৭. C3H4 কে C4HgO2 রূপান্তর কর।

সমাধান: 

প্রোপাইন থেকে বিউটানোয়িক এসিড প্রস্তুত

i) CH3-C=CH        ii) CH3-CH2-CH2-COOH

ক. প্রোপাইনকে (180°C-200°C) তাপমাত্রায় Ni এর উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে প্রোপিন উৎপন্ন হয়।

CH3-C=CH + H2-----  Ni ও (180°C200°C) CH3-CH=CH2

খ. প্রোপিনকে (180°C-200°C) তাপমাত্রায় Ni এর  উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে প্রোপেন উৎপন্ন হয়।

CH3-CH=CH2 + H2 ------ Ni 3 (180°C200°C) ------ CH3-CH2-CH3

গ. প্রোপেন Cl2 সাথে UV রশ্নির উপস্থিতিতে বিক্রিয়া করলে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হয়।

CH3-CH2-CH3 + Cl2 ---- UV ------  CH3-CH2-CH2Cl +HC1

ঘ. প্রোপাইল ক্লোরাইডকে H2O2 উপস্থিতিতে NaOH সাথে বিক্রিয়া করলে প্রোপানল উৎপন্ন হয়

CH3-CH2-CH2Cl+ NaOH ----- H2O2 ----- CH3-CH2-CH2-OH + NaCl

চ. প্রোপানলকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন হয়

CH3-CH2-CH2-OH+[O] ------ K2R2O7+H2SO4 ------ CH3-CH2-CHO+H2O

ছ. প্রোপান্যালকে পটাসিয়াম ড্রাইক্রোমেট এর উপস্থিতিতে জারিত করলে প্রোপানোয়িক এসিড উৎপন্ন হয়।

CH3-CH2-CHO+[O] -----  K2R2O7+H2SO4 ------- CH3-CH2-COOH+ H2O

জ. প্রোপানোয়িক এসিড NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েট উৎপন্ন হয়

CH3-CH2-COOH + NaOH CH3-CH2-COONa + H2O

ঝ. সোডিয়াম প্রোপানয়েট সোডালাইম এর সাথে বিক্রিয়া করে ইথেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

CH3-CH2-COONa +NaOH(CaO) CH3-CH3 + Na2CO3

ঞ. ইথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া বিউটেন উৎপন্ন হয়।

2CH3-CH3 +1/2O2 CH3-CH2-CH2-CH3+ H2O

ট. বিউটেনকে উচ্চ চাপে ও উচ্চতাপে জারিত করলে বিউটানোয়িক এসিড উৎপন্ন হয়।

 CH3-CH2-CH2-CH3 + 3[O] ------ উচ্চ চাপ ও উচ্চতাপে ----- CH3-CH2-CH2-COOH+ H2O

৮. বিউটানোয়িক এসিড থেকে প্রোপাইন তৈরি কর

সমাধান:

বিউটানোয়িক এসিড থেকে প্রোপাইন প্রস্তুতঃ

ক. বিউটানোয়িক এসিড NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম বিউটানয়েট উৎপন্ন হয়। 

CH3-CH2-CH2-COOH +NaOH ------- CH3- CH2-CH2-COONa+H2O

খ. সোডিয়াম বিউটানয়েটকে সোডালাইম এর সাথে বিক্রিয়া করে প্রোপেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

CH3- CH2-CH2-COONa+NaOH(CaO) CH3-CH2-CH3+Na2CO3 

গ. প্রোপেনকে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে প্রোপাইন উৎপন্ন হয়।

CH3-CH2-CH3 +O2 CH3-C=CH+ 2H2O

আমাদের শেষ কথা

আশা করি রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন তোমার সফলতায় কিছুটা হলেও অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন