Easy Degree change rules in bengali

Degree change এটি  Transformation of sentence বা Changing sentences এর অন্তর্ভুক্ত।Degree change ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে এইচ.এস.সি পর্যন্ত ইংরেজী Grammar এর একটি অন্যতম Part. তাই প্রত্যেক শিক্ষার্থীর জন্য Degree change জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচের আর্টিকেলে সহজে Degree change rules in bengali - তে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Degree change
Degree change

এছাড়া Degree change exercise এর উদাহরণ এবং উক্ত উদাহরণের প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা নিজে নিজে Degree change সমন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। 

Degree change

Positive Degree কে Comparative Degree-তে রূপান্তর করার নিয়ম

1. No other যুক্ত Positive Degree-কে নিম্নোক্তভাবে Comparative Degree-তে রূপান্তর করতে হয় – বাক্যের শেষে অবস্থিত Subject + verb (Subject-এর number ও person এবং বাক্যের tense অনুযায়ী) + adjective- এর comparative form + than any other + No other - এরপর থেকে verb এর পূর্ব পর্যন্ত অংশ। উদাহরণ:

Pos : No other student in the class is as brilliant as Naomi.

Comp: Naomi is more brilliant than any other student in the class.

ব্যাখ্যা: প্রদত্ত Positive Degree-এর বাক্যের শেষে অবস্থিত subject হলো 'Naomi, Positive Degree-এর verb হলো 'is' এবং adjective হলো 'brilliant' এ বাক্যটিকে comparative করতে প্রথমে subject (Naomi) বসেছে, তারপর verb (is) বসেছে, এরপর adjective brilliant এর comparative form 'more brilliant বসেছে। তারপর than any other এবং এরপর No other-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ (student in the class) বসেছে।

2. Very few যুক্ত Positive Degree-কে নিম্নোক্তভাবে Comparative Degree-তে রূপান্তর করতে হয়। বাক্যের শেষে অবস্থিত Subject + verb (Subject-এর number ও person এবং বাক্যের tense অনুযায়ী) + adjective-এর comparative form + than most other + very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ। উদাহরণ:

Pos: Very few writers in Bangladesh are as famous as Humayun Ahmed.

Comp: Humayun Ahmed is more famous than most other writers in Bangladesh.

ব্যাখ্যা: প্রদত্ত Positive Degree-এর বাক্যের শেষে অবস্থিত subject হলো 'Humayan Ahmed, Positive Degree এর verb হলো 'are' এবং adjective হলো 'famous'। লক্ষ করি, positive-এর verb হলো 'are' কারণ very few এর পর verb plural হয়। কিন্তু comparative-এর subject অনুসারে verb singular হয়েছে।

3. As..... as যুক্ত Positive Degree-কে নিম্নোক্তভাবে Comparative Degree-তে রূপান্তর করা হয় - বাক্যের শেষে অবস্থিত Subject + (verb) + not + adjective- এর comparative form + than + প্রথম subject. Than এরপর Pronoun থাকলে সেই Pronoun-এর subjective form ব্যবহার করতে হয়। উদাহরণ:

Pos: Rupa is as good as Luna.

Comp: Luna is not better than Rupa.

ব্যাখ্যা: Positive Degree-এর প্রথম subject হলো 'Rupa' এবং শেষের subject না "Luna"। তাই নিয়মানুসারে comparative-এ শেষের subject (Luna) প্রথমে বসেছে, তারপর verb এর পর not, এরপর adjective 'good-এর comparative form better' বসেছে, এরপর than এবং এর পরে প্রথম subject (Rupa) বসেছে। উল্লেখ্য, যদি Positive Degree-টি Negative হতো অর্থাৎ is-এর পর যদি not থাকত, তবে Comparative Degree not বসত না, অর্থাৎ এটি Affirmative হতো।

আরো পড়তে পারেন

Degree change exercise

Transform the following sentences from positive degree to comparative degree.

1. Very few poets in Bangladesh are as popular as Kazi Nazrul Islam.

2. He is as clever as a fox.

3. Her handwriting is not as clumsy as yours. 

4. A bird can not fly so fast as a plane.

5. Your hair is not as long as hers.

6. No other student is as attentive as he

7. Very few persons are as honest as he.

8. No other man in the village is as intelligent as he.

9. Ruma is as good as Jhuma

10. I do not speak English so fluently as he

11. Cotton is not as heavy as iron.

12. Very few metals are so precious as diamond. 

13. Very few boys are as polite as Fahad.

14. Rani is not as brilliant as Shuma.

15. Very few restaurants are so expensive as Sheraton.

Positive Degree কে Superlative Degree-তে রূপান্তর করার নিয়ম

1. No other যুক্ত Positive Degree-কে নিম্নোক্তভাবে Superlative Degree করতে হবে -

বাক্যের শেষে অবস্থিত Subject + verb + the + adjective এর superlative form + No other এরপর থেকে verb -এর পূর্ব পর্যন্ত অংশ। উদাহরণ:

Pos: No other man in the village was as wise as he

Sup: He was the wisest man in the village.

ব্যাখ্যা: Positive Degree-টিতে বাক্যের শেষে অবস্থিত subject হলো 'he, Positive Degree - টির verb হলো was এবং adjective হলো wise । Wise এর superlative form হলো wisest, আর No other এরপর থেকে verb-এর পূর্ব পর্যন্ত রয়েছে "man in the village" 

Points to Remember: Superlative degree-এর আগে সাধারণত 'the' বসে।

2. Very few যুক্ত Positive Degree কে নিম্নোক্তভাবে Superlative Degree-তে রূপান্তর করতে হয় - বাক্যের শেষে অবস্থিত Subject + verb + one of the + adjective এর superlative form + very few পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ। উদাহরণ:

Pos: Very few countries in the world are as varied as India. 

Sup: India is one of the most varied countries in the world.

ব্যাখ্যা: Positive Degree- টির বাক্যের শেষে অবস্থিত subject হলো 'India', Positive Degree- টির verb হলো are এবং adjective হচ্ছে 'varied' যার superlative form হচ্ছে 'most varied, এবং very few এর পর থেকে verb এর পূর্ব পর্যন্ত রয়েছে countries in the world. লক্ষ করি, Positive Degree-তে very few-রয়েছে যার পর verb plural হয়। কিন্তু superlative-এ verb- singular (is) হয়েছে, কারণ India  হলো 3rd person singular number.

Degree change exercise

Transform the following sentences from Positive to Superlative. 

1. No other bird is as beautiful as it.

2. Very few metals are as hard as diamond.

3. Very few roads are as clumsy as this.

4. Very few girls in the class are as talkative as Proma.

5. No other animal is so useful as cow. 

6. No other food is so nutritious as milk.

7. Very few paintings in the world is so popular as Monalisa. 

8. Very few persons are as pious as he.

9. No other boy in the class is as tall as he. 

10. No other girl in the class in so pretty as Kumu.

11. No other place is as charming as Bandarban. 

12. No other animal is so ferocious as tiger.

13. No other dramatist was so great as Shakespeare.

14. No other city in Bangladesh is so big as Dhaka. 

15. Very few people are as clever as you in our village.

Comparative Degree-কে Positive Degree -তে রূপান্তর করার নিয়ম.

1. Than any other/ all other যুক্ত Comparative Degree কে নিম্নোক্তভাবে Positive Degree- তে রূপান্তর করা যায়।

No other + than any other/all other এরপরের অংশ + verb + as + adjective- এর positive form + as + প্রদত্ত sentence -  এর subject. উদাহরণ:

Comp: Russia is larger than any other country in the world. 

Pos : No other country in the world is as large as Russia.

ব্যাখ্যা: Comparative Degree-এর subject হলো 'Russia'. verb হলো is এবং adjective হলো larger. larger এর positive form হচ্ছে large. তাই নিয়মানুসারে Positive Degree-তে প্রথমে No other এর পর than any other- এরপরের অংশ (country in the world), এরপর verb (is) বসেছে, এরপর as + adjective-এর positive form (large) + as এবং শেষে subject (Russia) বসেছে।

Note: No other এরপরে সাধারণত singular subject & singular verb হয়।

আরো পড়তে পারেন

2. Than most other যুক্ত Comparative Degree- কে নিম্নোক্তভাবে Positive Degree-তে রূপান্তর করা যায় -

Very few + than most other এর পরের অংশ + verb + as + adjective-এর positive form + as + প্রদত্ত sentence- এর subject । উদাহরণ:

Comp: He is better than most other boys in the class. 

Pos : Very few boys in the class are as good as he.

ব্যাখ্যা : প্রদত্ত Comparative Degree- তে than most other আছে, তাই Positive Degree- টি very few দ্বারা শুরু হয়েছে। লক্ষ করি,  Comparative Degree- তে verb হচ্ছে is, কিন্তু positive- এ verb- টি 'are' হয়েছে। কারণ আমরা জানি, very few-এর পর verb-টি plural হয়। Comparative Degree-টির adjective হলো 'better', যার positive form হচ্ছে 'good"।

 3. শুধু 'than' যুক্ত Comparative Degree কে নিম্নোক্তভাবে Positive Degree-তে রূপান্তর করা যায় – than এর পরের অংশ + verb + not (প্রদত্ত বাক্যটি যদি affirmative বা হ্যাঁ-বোধক হয়, তবেই not বসবে; কিন্তু প্রদত্ত বাক্যটি না-বোধক হলে not বসবে না) + as + adjective-টির positive form + as + প্রদত্ত sentence এর প্রথম subject. উদাহরণ:

Comp: He is more intelligent than you.

Pos: You are not as intelligent as he 

Comp: I am not taller than he.

Pos :He is as tall as I / I am as tall as he

ব্যাখ্যা:  i) comparative বাক্যটি হ্যাঁ বোধক তাই- positive বাক্যটিতে not বসেছে। কিন্তু ii) নং এর - comparative বাক্যটি 'না-বোধক' হওয়ার ফলে positive বাক্যটিতে not বসেনি।

4. No less/not less..... than যুক্ত Comparative degree- কে Positive degree- তে রূপান্তরের নিয়ম: No less বা not less-এর পরিবর্তে উক্ত জায়গায় as বসে এবং than-এর পরিবর্তে উক্ত জায়গায় as বসে। এছাড়া প্রদত্তর sentences-এর আর কোনো পরিবর্তন হয় না। তবে শুধু less. ... than থাকলে not so .... as হয় ।

উদাহরণ:

Com: Noor is no less foolish than you. 

Pos : Noor is as foolish as you.

Com: Noor is less foolish than you 

Pos: Noor is not so foolish as you.

Degree change exercise

Transform the following sentences from Comparative to Positive Degree.

1. Muna is taller than you.

2. Tomatoes are cheaper than apples.

3. The Ramadan is holier than any other month.

4. Sumaiya knows English more than you. 3. The pen is mightier than the sword.

6. Bandarban is greener than any other places. 7. Gold is more precious than any other metal.

8. He is better than most other boys in the class. 9. Rabindranath was greater than any other poet.

10. An acroplane flies faster than a bird. 11. He is more active than Raju.

12. Ritu laughs louder than Rupa.

13. Your handwriting is clearer than that of Luna.

14. This road is wider than that.

15. Shakib Al Hasan is more famous than many other cricketers.

Comparative Degree কে Superlative Degree-তে রূপান্তর করার নিয়ম

1. "Than any other' যুক্ত Comparative Degree-কে নিম্নোক্তভাবে Superlative Degree-তে রূপান্তর করা হয়: Subject + verb + the + adjective- এর superlative form + than any other- এর পরের অংশ। other এর পরে plural noun থাকলে superlative-এর পরে of all বসে। উদাহরণ:

Comp: Dhaka is larger than any other city in Bangladesh.

Sup: Dhaka is the largest city in Bangladesh.

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে subject হলো Dhaka, verb হলো is এবং adject হলো larger. যার super from হচ্ছে largest যেহেতু Comparative বাক্যটিতে than any other রয়েছে, তাই নিয়মানুসারে প্রথম Subject (Dhaka) verb (is) বসেছে + the বসেছে + adjective larger এর superlative form (largest) বসেছে + than any other-এর পরের অংশ (city in Bangladesh) বসেছে ।

2. "Than most other" যুক্ত Comparative Degree কে নিম্নোক্তভাবে Superlative Degree- তে রূপান্তর করা যায়। 

Subject + verb + one of the + adjective- এর superlative form + than most other এর পরের অংশ। উদাহরণ:

Comp: Rumu is more beautiful than most other girls in the room. 

Sup : Rumu is one of the most beautiful girls in the room.

ব্যখ্যা: যেহেতু Comparative বাক্যটিতে than most other রয়েছে, তাই নিয়মানুসারে প্রদত্ত Comparative Degree এর subject (Rumu) ও verb (is) বসেছে + one of the বসেছে + প্রদত্ত Comparative Degree এর adjective 'more beautiful' এর superlative form 'most beautiful বসেছে + than most other এরপরের অংশটি বসেছে।

Degree change exercise

Transform the following sentences from Comparative to Superlative.

1. Mr. Ashik is more pious than all other men. 

2. Pinky is better than any other girls in the class.

3. 'Arabian Nights' is better than most other story books.

4. He is nobler than any other person. 

5. Chicken was cheaper than any other dish on the menu.

6. "Romeo and Juliet' is more popular than most other dramas. 

7. He is wiser than any other person in the company. 

8. Port of Chattogram is larger than any other city in Bangladesh. 

9. Dhaka is bigger than most other cities in Bangladesh.

10. Akbar was greater than all other kings in India.

11. Iron is more useful than any other metal. 

12. She is worse than any other girl.

13. Raju is taller than any other boy in the class. 

14. "Harry Potter' is better than most other movies.

15. Elephant is bigger than all other animals.

Superlative Degree- কে Positive Degree-তে রূপান্তর করার নিয়ম

1. 'The' + adjective যুক্ত Superlative Degree- কে নিম্নোক্তভাবে Positive করা যায়: No other + adjective- এর পরের অংশ + verb + as + adjective এর positive form + as +  subject বসে।উদাহরণ:

Sup: Rahman is the tallest boy in the village. 

Pos: No other boy in the village is as tall as Rahman.

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটির subject হলো Rahman, verb হলো 'is' এবং adjective হলো 'tallest'। যেহেতু প্রদত্ত বাকাটির adjective 'tallest'-এর আগে 'the' রয়েছে, তাই নিয়মানুসারে, Positive Degree-তে প্রথমে No other বসেছে + adjective- এর পরের অংশ 'boy in the village' বসেছে + verb 'is' বসেছে + as বসেছে + adjective tallest এর positive form 'tall' বসেছে + as +  subject 'Rahman' বসেছে।

2. 'One of the' + adjective যুক্ত  Superlative Degree-কে  নিম্নোক্তভাবে Positive করা যায়। Very few + adjective-এর পরের অংশ + verb (এখানে verb-টি অবশ্যই plural হবে অর্থাৎ are/ were হবে) +as+ adjective- এর  positive form + as + subject বসে। উদাহরণ:

Sup : Keats was one of the greatest romantic poets in the world.

Pos : Very few romantic poets in the world were as great as Keats.

ব্যাখ্যা: Superlative Degree এর verb হলো 'was, কিন্তু Positive Degree- তে verb- টি were হয়েছে কারণ very few-এর পর verbটি plural হয়।

Degree change exercise

Transform the following sentences from Superlative

1. Dhaka is the largest city in Bangladesh.

2. English is the richest of all languages in the world.

3. Lion is the most ferocious animal.

4. Gold is the most precious metal.

5. India is the most populous country in South Asia. 

6. Bhutan is one of the smallest countries in the world.

7. Shakespeare is the greatest of all dramatists.

8. Keats was one of the greatest romantic poets in the world.

9. Sumaiya is the prettiest girl in the class. 

10. Sunny is the tallest boy the class.

II. Mr. Hasan is the wisest man in the village.

12. January is the coldest month of the year. 

13. The Padma is the largest river in Bangladesh.

14. The Sundarbans is the largest mangrove forest in the world. 

15. China is one of the largest countries in the world.

Superlative Degree কে Comparative Degree-তে রূপান্তর করার নিয়ম। 

1. 'The' + adjective  যুক্ত Superlative Degree-কে নিম্নোক্তভাবে Comparative Degree-তে রূপান্তর করা যায়।

Subject+ verb + adjective- এর comparative form + 'than any other + adjective এর পরের অংশ। উদাহরণ:

Sup: January is the coldest month of the year. 

Comp: January is colder than any other month of the year

ব্যাখ্যা:

এখানে প্রদত্ত superlative বাক্যটির subject January, verb 'is' এবং adjective coldest যার comparative form হচ্ছে colder"। যেহেতু superlative বাক্যটিতে শুধু 'the' রয়েছে, তাই নিয়মানুসারে comparative করতে subject (January) ও verb (is) বসেছে + adjective- টির comparative form (colder) বসেছে + than + adjective-এর পরের অংশ (month of the year) বসেছে।

2. One of the যুক্ত Superlative Degree কে নিম্নোক্তভাবে Comparative-এ রূপান্তর করা যায় - প্রদত্ত subject ও verb + adjective- এর comparative form + than most other + adjective পরের অংশ। উদাহরণ:

Sup : Proma is one of the most talkative girls in the class. 

Comp: Proma is more talkative than most other girls in the class.

ব্যাখ্যা: যেহেতু superlative বাক্যটিতে 'one of the' রয়েছে, তাই একে comparative করতে প্রথমে প্রদত্ত বাক্যের subjective (Proma) ও verb (is) বসানো হয়েছে + adjective 'most talkative- এর comparative form 'more talkative' বসানো হয়েছে + than most other বসানো হয়েছে + adjective 'most talkative-এর পরের অংশ 'girls in the class বসানো হয়েছে।

Degree change exercise

the following sentences from Superlative to Comparative.

1. Mount Everest is the highest mountain in the world. 

2. Grapes are the sweetest of all fruits.

3. He is the wisest person I have ever seen.

4. Autumn is the warmest season in our country.

5. Jabin is the best girl in the class.

6. January is the coldest month. 

7. This is the latest edition.

8. Walking is the best exercise.

9. Akbar was the greatest emperor.

10. The Meghna is the deepest river in our country.

11. Cox's Bazar is the longest sea-beach in the world.

 12. He is one of the worst men in the village.

13. Iron is the most useful of all metals.

14. Lions are the most ferocious of all animals.

আমাদের শেষ কথা

আশা করি আর্টিকেলটির মাধ্যমে Degree change সমন্ধে বিস্তারিত জেনে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে।

আরো পড়তে পারেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন