ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় PDF

আমরা অনেকেই ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় না জানার কারণে ইংরেজি শব্দের ভুল উচ্চারণ করে থাকি। আমরা প্রায় তিনশত বছর ধরে এধরনের উচ্চারণে অভ্যস্থ হয়েছি। যা সব সময় বিধি সম্মত না হলেও বহুল ব্যবহারের ফলে প্রতিষ্ঠা অর্জন করেছে। সঠিক ইংরেজি উচ্চারণের জন্য International Phonetic Association সমর্থিত দানিয়েল জোনস ও এ.এস. হর্নবাই রচিত অভিধান অনুসারে নিচে ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় দেওয়া হলো। আশা করি এর মাধ্যমে আপনি নতুন কিছু শিখবেন। এছাড়াও অফলাইনে অনুশীলনের জন্য ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় PDF দেওয়া আছে। চাইলে সেটি ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারবেন।

ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায়
ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় 

জেনে নিন ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায়

  • Rule:1⇨ U + Consonant + Vowel হলে U এর উচ্চারণ সবসময় ইউ হয় । যেমন:

Moliecule - মলিকিউল ( অণু )

Mute - মিউট ( নির্বাক )

Tube - টিউব ( নল )

Mute - মিউট ( নির্বাক )

nude - নিউড ( অনাবৃত )

Humid - হিউমড ( সেঁতসেঁতে )

Mule -  মিউল ( খচ্চর )

  • Rule:2⇨ Consonant + R/L + U হলে U এর উচ্চারণ সচরাচর ঊ ( দীর্ঘ ) হয় । যেমন :

Fluent - ফ্লুঅ্যান্ট ( অনর্গল )

Flute - ফ্লুট ( বাঁশি )

Flu - ফ্লু ( ইনফ্লুয়েঞ্জা )

Fluid - ফ্লুইড ( তরল )

Brute - ব্রুট ( নির্দয় ) 

Clue - ক্লু  ( সূত্র )

Glue - গ্লু ( আঠা )

  • Rule:3⇨ U + e + এর পর Consonant না থাকলে U এর উচ্চারণ ইউ ( U ) হয় । যেমন:

Hue - হিউ ( রং )

Sue - স্যিউ ( আদালতে অভিযুক্ত করা )

Cue - কিউ ( অভিনেতার সংলাপের শেষ বাক্য যেখান থেকে অন্য অভিনেতা সংলাপ শুরু করে, সূত্র )

  • Rule:4⇨ কিন্তু U - এর আগে R বা L এককভাবে থাকলে তার পরে E বা Consonant + E/L থাকা সত্ত্বে ও তার উচ্চারণ হয় ''ঊ'' (ূ)। যেমন:

Rue - রূ (দুঃখ, অনুতাপ)

Rule - রূল (নিয়ম,শাসন) 

Lucid - লূসিড্ (উজ্জ্বল, স্বচ্ছ )

Rude - রূড ( ( অসভ্য )

Luminous - লূমিনিস  ( উজ্জ্বল )

  • Rule:5⇨ U - এরপর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় ( ফলে প্রথমটি একটি Syllable শেষে হয় এবং পরেরটিতে আরেকটি Syllable শুরু হয় ) তাহলে ওই দুটি Consonant - এর পর E/I/A থাকা সত্ত্বেও U - এর উচ্চারণ বাংলা "আ" - এর মতো হয় । যেমন :

Incumbent - ইনকামবেন্ট ( বাধ্যতামূলক )

Number - নাম্বার ( সংখ্যা )

Convulsion -কানভালশন ( সহিংস আলোড়ন )

  • Rule:6⇨ .....O + Consonant + U + Consonant + A/E/I এভাবে word গঠিত হলে , U এর উচ্চারণ হয় "ইউ" হয় । যেমন :

Innocuous - ইনঅকিউআস ( নির্দোষ )

Consume - কনসিউম ( ব্যবহার করা )

Monument - মনিউম্যান্ট ( স্মৃতিসৌধ )

Document - ডকিউম্যান্ট ( দলিল )

Procurement - প্রকিউম্যান্ট ( আহরণ )

  • Rule:7⇨ Consonant + U + Consonant - এভাবে word গঠিত হলে এক্ষেত্রে U এর উচ্চারন সাধারণত সংক্ষিপ্ত বাংলা ''আ'' এর মতো হয় । যেমন :

Null - নাল্ (অকার্যকর)

Husk - হাস্ক্ (ভুষি)

But - বাট্ (কিন্তু)   

Shut - শাট্ (বন্ধ করা)

Hut - হাট্ (কুঁড়েঘর)

  • Rule:8⇨ UI + consonant-এর পর অন্য কোন স্বরধ্বনি/স্বরবর্ন (vowel)না থাকলে,UI -এর উচ্চারন হয় ''ই'' (e)। যেমন:

Guilty - গিল্টি (অপরাধী)

Circuit - স্যারকীট্ (বর্তনী) 

G(u)ild - গিল্ড (স্বর্ণ দ্বারা মোড়ানো)

Guilt - গিল্ট (অপরাধ)

  • Rule:9⇨ UI + consonant + I/Y -এভাবে word গঠিত হলে,UI-এর উচ্চরণ হয় ‌‌‌‍‌‌‌‌‌‌''ইউই'' বা ''উই''। যেমন:

Perpetuity - প্যার্পিচিউইটি (অনন্তকাল)

Ingenuity - ইন্জিনিউইটি (অকপটতা)  

Inquisitive - ইন্ক্যুইজিটিভ্ (কৌতুহলী)

Fluid - ফ্লুইড্ (তরল পদার্থ)

Intuition - ইন্টিউইশ্ন্ (স্বতঃস্ফূর্ত জ্ঞান বা অনুভূতি)

  • Rule:10⇨ UI + consonant + A/E/O এভাবে Word গঠিত হলে সচরাচর UI-এর উচ্চারণ হয় ইংরেজি ''আই'' -এর মত। যেমন:

Guide - গাইড (পথ-প্রদর্শক)

Guile - গাইল্ (প্রতারনা)

Guise - গাইজ্ (ছদ্মবেশ)

  • Rule:11⇨ তিন বর্ণাবিশিষ্ট Word-এ Consonant + I +E-এভাবে I ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় ''আই'' । যেমন:

Mice - মাইস্ (ইদুর)

Vice - ভাইস্ (পাপ)

Rice - রাইস্ (চাল)

Nice - নাইস্ (সুন্দর)

Vile - ভাইল্ (অধম)

  • Rule:12⇨ Word -এর প্রথমে I -এর পর যদি Consonant + O/U/I/E থাকে ,তাহলে তার উচ্চারন সচরাচর ''আই'' হয় । যেমন:

Isometric - আইসোমেট্রিক (সমপরিমান বিশিষ্ট)

Ibis - আইবিস্ (সারস জাতীয় পাখি)

Iceberg - আইস্বার্গ্ (হিমশৈল)

Ice - আইস্ (বরফ)

Idea - আইডিয়া (ধারনা)

Icon - আইকন্ (প্রতিমূর্তি)

Identify - আইডেন্টিফাই (সনাক্ত করা) 

Idolater -আইডল্যাট্যার্ (আদর্শ)

Idol - আইড্ল (প্রতিমা)

Isolate - আইস্যালেইট (পৃথক স্থানে রাখা)

Ibex - আইবেক্স্ (বন্য ছাগল)

Idle - আইড্ল্ (অলস)

Identity - আইডেন্টিটি (পরিচিত)

  • Rule:13⇨ Consonant + IA + Consonant এভাবে ব্যবহৃত হলে, IA - এর উচ্চারণ হয় "আইঅ্যা"। যেমন -

Diamond - ডাইঅ্যাম্যান্ড ( হীরক )

Dialogue - ডাইঅ্যালগ ( সংলাপ )

Diameter - ডাইঅ্যামিটার ( ব্যাস )

Dialect - ডাইঅ্যালক্ট ( স্থানীয় ভাষা )

Liable - লাইঅ্যাবল ( দায়ী )

Fiat - ফাইঅ্যাট ( আদেশ )

Viand - ভাইঅ্যান্ড ( খাদ্য সামগ্রী )

Viable - ভাইঅ্যাবল ( টিকে থাকতে সক্ষম )

Vial - ভাইঅ্যাল ( শিশি )

Via - ভাইঅ্যা ( পথ ঘুরে )

আরো পড়তে পারেন

  • Rule:14⇨ IO - এর উচ্চারণ সচরাচর "আইয়" হয়

Violet - ভাইয়লেইট ( বেগুনী রং )

Biology - বাইয়লজি ( জীববিদ্যা )

Ionic - আইয়নিক ( আইওনিয়া - সংক্রান্ত )

Ion - আইয়ন ( বিদ্যাুতায়িত হওয়া )

  • Rule:15⇨ Consonant এর পর AI - এর উচ্চারণ সর্বদা হয় "এই" বা "এয়্যা" । যেমন :

Gait - গেট ( হাটার ধরন )

Fairy - ফেয়্যারি ( পরী )

Jail - জেইল ( জেলখানা )

Rail - রেইল ( রেলের লাইন )

Dairy -  ডেয়্যারি ( দুগ্ধ খামার )

Daily - ডেইলি ( দৈনিক )

Fail - ফেইল ( অকৃতকার্য হওয়া )

Bait - বেইট ( লোভ দেখানো )

Tail - টেইল ( ল্যাজ )

Trait - ট্রেইট ( বিশেষ লক্ষণ )

  • Rule:16⇨ Consonant + I + Consonant + E/ER/RE/U - এভাবে ব্যবহৃত হলে I - এর উচ্চারণ সচরাচর আই হয় যেমন :

Dilute - ডাইলিউট ( পাতলা করা )

Diluvium - ডিলূভিঅ্যাম ( প্লাবন )

Dilate - ডাইলেইট ( প্রতারণা করা )

  • Rule:17⇨ I - এরপর দুটি Consonant থাকলে I - এর উচ্চারণ হ্রাস্ব "ই" হয় । যেমন :

Immature - ইম্যাচিউর ( অপরিণত )

Illegal - ইলিগল ( অবৈধ )

Immutable - ইমিউট্যাবল ( অপরিবর্তনীয় )

Illusion - ইলূশন ( বিভ্রম )

Immolate - ইমোলেইট ( উৎসর্গ করা )

Illude - ইলিউড ( প্রতারণা করা )

  • Rule:18⇨ ...... I + R + E এর ক্ষেত্রে যদি এই বর্ণ তিনটি শব্দ এর শেষে থাকে তাহলে I - এর উচ্চারণ অ্যায়্যা হয় ।যেমন :

Dire - ড্যায়্যার ( ভয়ংকর )

Mire - মায়্যার  ( কাদা )

Desire - ডিজ্যায়্যার ( কামনা করা )

Satire - স্যাটায়্যার ( ব্যঙ্গ )

Aspire - অ্যাসপায়্যার ( প্রবল ইচ্ছা )

  • Rule:19⇨ AI + R থাকলে এবং R শব্দ এর শেষ বর্ণ হলে AI - এর উচ্চারণ হয় এয়্যা । যেমন :

Repair - রিপেয়্যার ( মেররামত করা )

Debonair - ডেব্যানেয়্যার ( সুদর্শন ও ভদ্র )

Hair - হেয়্যার ( চুল )

Chair - চেয়্যার ( কেদারা )

Fair -ফেয়্যার ( সুন্দর , মেলা )

  • Rule:20⇨ IGH এর উচ্চারণেও G অনুচ্চারিত থাকে । তখন এই অংশটুকু উচ্চারণ হয় "আই" । যেমন :

Nigh - নাই ( নিকটে )

Sigh - সাই ( দীর্ঘশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করা )

Night - নাইট ( রাত্র )

Bright - ব্রাইট ( উজ্জ্বল )

Right - রাইট ( সঠিক , ডান )

Fright - ফ্রাইট ( ভয় )

Tight - টাইট ( টানটান )

Slight - স্লাইট ( হালকা - পাতলা )

Sight - সাইট ( দৃষ্টি )

  • Rule:21⇨ IGH এর আগে E থাকলে EIGH এর উচ্চারণ "ঈ" হয় । যেমন :

Height - হাঈট ( উচ্চতা )

Freight  - ফ্রেইট ( মালের বাড়া )

Sleight - স্লেইট ( দক্ষতা )

  • Rule:22⇨ IGN যদি শব্দ এর শেষে হয় তাহলে তার উচ্চারণ হয় "আইন" । এক্ষেত্রে G এর উচ্চারণ হয় না । যেমন :

Design - ডিজাইন ( আঁকা )

Reign - রিজাইন ( পদত্যাগ করা )

Benign - বিনাইন ( প্রসন্ন )

Sign - সাইন ( সই করা )

Align - অ্যালাইন ( জোটবদ্ধ করা )

Assign - অ্যাসাইন ( দায়িত্ব আরোপ করা )

  • Rule:23⇨ Word এর শেষে EIGN থাকলে তার উচ্চারণ "এইন "হয় । যেমন :

Reign - রেইন ( রাজত্ব করা )

Deign - ডেইন ( প্রসন্ন হওয়া )

Feign - ফেইন ( জাল করা )

  • Rule:24⇨ I + R + Consonant এভাবে হয় তাহলে I এর উচ্চারণ "আ" হয় । যেমন :

First - ফাস্ট ( প্রথম )

Bird - বাড ( পাখি )

Firm - ফাম ( দৃঢ় )

Flirt -ফ্ল্যাট ( প্রেমের ভান করা )

  • Rule:25⇨ EA + R - এভাবে থাকলে এবং R শব্দের শেষ বর্ণ হলে EA এর উচ্চারণ হয় "ঈঅ্যা" । যেমন :

Gear - গীয়ার ( যন্ত্রপাতি )

Smear - স্মীয়্যার ( কলঙ্ক )

Fear - ফীয়্যার ( ভয় )

Hear - হীয়্যার ( শুনা )

Near - নীয়্যার ( নিকটে )

Tear - টীয়্যার ( ছেঁড়া )

Ear - ইয়্যার ( কান )

  • Rule:26⇨ EI/IE + Consonant এভাবে ব্যবহৃত হলে EI/IE - এর উচ্চারণ হয় "ঈ" কিন্তু শব্দ এর শেষে IE ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় "আই" । যেমন :

Tie - টাই ( বেঁধে দেওয়া )

Conceive - কনসীভ ( গর্ভবতী হওয়া )

Lie - লাই ( শয়ন করা )

Conceit - কনসীট ( অহংকার )

Vie - ভাই ( প্রতিদ্বন্দ্বতা করা )

Deceit - ডিসীট ( প্রতারণা করা )

Forfeit - ফরফিট ( বাজেয়াপ্ত করা )

Deceive - ডিসীভ ( প্রতারণা করা )

Lien - লিঅ্যান ( অধিকার )

Veil - ভেইল (ঘোমটা)

Believe - বিলীভ ( বিশ্বাস করা )

Magpie  - ম্যাগপাই ( দোয়েল )

  • Rule:27⇨ শব্দে অবস্থিত OE - এর উচ্চারণ "ঈ" হয় । যেমন :

Phoenix - ফীনিক্স ( রূকথার পাখি )

Amoeba - অ্যামিবা ( ক্ষুদ্র এককোষী প্রাণি )

Diarrhea - ডাইঅ্যারিয়া  ( পাতলা পায়খানা )

  • Rule:28⇨ শব্দে অবস্থিত EE + R - এভাবে ব্যবহৃত হলে এবং R শব্দের শেষ অক্ষর হলে EE এর উচ্চারণ "ইয়্যা" হয় । যেমন :

Peer - পিয়্যার ( সমকক্ষ )

Steer - স্টিয়্যার ( হাল ধরা )

  • Rule:29⇨ Consonant - এরপর OI - এর উচ্চারণ "অই" হয় । যেমন :

Coincide -কনসাইড ( পরস্পর মিলে যাওয়া )

Coin - কইন ( মুদ্রা )

Foist -  ফিইস্ট ( খালি বলে চালানো )

Foible - ফইবল ( ক্ষুদ্র ভুল )

Foil - ফইঅল ( পরাজয় )

Join - জইন্ ( যোগদান করা )

Joist -  জইস্ট ( কড়ি কাঠ ) 

Moist -মইস্ট ( ভিজা )

Moil -মইঅল ( কঠিন পরিশ্রম করা )

Hoist - হইস্ট ( উত্তোলন করা )

  • Rule:30⇨ EA + R + Consonant - এভাবে হলে EA - এর উচ্চারণ "অ্যা" হয় । যেমন :

Heard - =হার্ড ( শুনেছিলাম )

Heart - হার্ট ( হৃদয় )

Beard - বিয়্যার্ড ( দাঁড়ি )

Bear - বিয়্যার ( বহন করা )

  • Rule:31⇨ Consonant + R + EA + R ভিন্ন অন্য Consonant হলে EA এর উচ্চারণ "এ" হয় । যেমন :

Bread - ব্রেড ( রুটি )

Spread - স্প্রেড ( বিস্তার লাভ করা )

Thread - থ্রেট ( ভয় দেখানো )

Dread - ড্রেড ( ভয় করা )

  • Rule:32⇨ Consonant + EA + Consonant ( R ছাড়া ) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ "ঈ" হয় । যেমন :

Treat - ট্রিট ( আচরণ করা )

Real - রীয়্যাল ( বাস্তব )

Read - রীড ( পড়া )

Zeal - জীল ( উৎসাহ )

  • Rule:33⇨ কিন্তু EE + R - ভিন্ন Consonant এভাবে ব্যবহৃত হলে EE এর উচ্চারণ হয় "ঈ"। যেমন :

Meek - মীক ( বিনীত )

Steel - স্টীল ( ইস্পাত )

Leech - লীচ ( জোঁক )

Leek - লীক ( পিয়াজের মতো সবজি )

Peel - পীল ( খোসা )

  • Rule:34⇨ E + R - এভাবে ব্যবহৃত হলে এবং R - এর পর কোনো vowel না থাকলে E এর উচ্চারণ সচরাচর "অ্যা" হয় । কিন্তু E + R + E এভাবে ব্যবহৃত হলে এবং তারপর আর কোনো বর্ণ না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় "ইয়্যা" বা "এয়্যা" এবং পরবর্তী E উচ্চারিত হয় না । আবার E + Consonant + E + Consonant এভাবে হলে সচরাচর দুটি E এরই উচ্চারণ হয় "ই" বা "এ" । যেমন :

Ferret - ফেরিট ( নকুল )

Ferric - ফেরিক ( লোহা )

Amber - অ্যামবার ( অম্বর )

Cater - কেইট্যার ( খাদ্য সরবরাহ করা )

Heretic - হেরেটিক ( প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে )

Here - হীয়ার ( এখানে )

Heredity - হিরেডিটি ( বংশগতি )

There - দেয়্যার ( সেখানে )

Mere - মিয়্যার ( কেবল, মাত্র )

  • Rule:35⇨ শব্দে অবস্থিত OA + Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ "ঔ" হয় । যেমন :

Toad - টৌড ( ব্যাঙ )

Loaf - লৌফ ( গোটা )

Load - লৌড ( বোঝাই করা )

Loan - লৌন ( ঋণ )

Loathe - লৌদ ( ঘৃণা করা )

Coal - কৌল ( কয়লা )

Coat - কৌট ( আবরণ )

  • Rule:36⇨ শব্দে অবস্থিত OA + R থাকলে OA এর উচ্চারণ "অ্য" হয়। যেমন:

Roar - র্যর ( গর্জন করা )

Hoard - হ্যরড ( মজুদ করা )

Hoar - হ্যর ( শুভ্র )

Boar - বোর ( শূকর )

Board - বোর্ড ( তক্তা )

  • Rule:37⇨ E + Consonant ( R বাদে ) + E - এভাবে হলে এবং তারপর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় "ঈ" এবং দ্বিতীয় E উচ্চারণ হয় না । যেমন :

Complete - কমপ্লীট ( সম্পূর্ণ )

Compete - কমপীট ( প্রতিযোগিতা করা )

Concrete - কনক্রীট ( মূর্ত )

Obsolete - অবসোলীট ( অপ্রচলিত )

Mete - মীট ( অংশ ভাগ করে দেওয়া )

Deplete - ডিপ্লীট ( খালি করা )

  • Rule:38⇨ শব্দের মাঝে E এরপর R ছাড়া অন্য Consonant থাকলে E এর উচ্চারণ সচরাচর "এ/ই" হয় । যেমন :

Rent - রেনট ( ভাড়া )

Collect - কালেকট ( সংগ্রহ করা )

Comet - কমিট ( ধূমকেতু )

Get - গেট ( পাওয়া )

Interpret - ইনট্যারপ্রিট ( ব্যাখ্যা করা, অনুবাদ করা  )

Sentinel - সেনটিনল ( চৌকিদার )

Service - সারভিস ( অফিসের কাজ )

Set - সেট ( স্থাপন করা )

Session - সেশন ( সভা )

  • Rule :39⇨ শব্দের মধ্যে অবস্থিত STL এর উচ্চারণ সবসময় "সল" হয় । যেমন :

Bustle - বাসল ( অতিশয় কর্মব্যস্ততা )

Trestle - ট্রেসল ( অস্থায়ী টেবিল বা মঞ্চ নির্মাণের জন্য কাঠের পায়া )

Rustle - রাসল ( খসখস শব্দ )

Wrestle - রেসল ( কুস্তি লড়া )

Hustle - হাসল ( ধাক্কা দিয়ে সামনে নেওয়া )

  • Rule:40⇨ শব্দের অবস্থিত WR এর উচ্চারণ "র" হয় । যেমন :

Wry - রাই ( তেরছা )

Wrest - রেস্ট ( মোচড় দেওয়া )

Write - রাইট ( লেখা )

Wring - রিং ( মোচড়ানো )

Wrist - রিস্ট ( হাতের কব্জি )

Wrong - রং ( ভুল )

  • Rule:41⇨ M+B পরপর থাকলে এবং B এর পর কোনো Vowel না থাকলে B উচ্চারিত হয় না। যেমন :

Benumb - বিনাম ( অবশ করা )

Bomb - বম ( বোমা )

Comb - কোম ( চিরুনি )

Dumb - ডাম ( বোবা )

Thumb - থাম ( হাতের বুড়ো আঙ্গুল )

Tomb - টুম ( সমাধি )

Numb - নাম ( অবশ )

  • Rule:42⇨ L+M পাশাপাশি থাকলে এবং এরপর কোনো Vowel না থাকলে L এর উচ্চারণ হয় না । যেমন :

Alms - আমজ ( ভিক্ষা )

Balm - বাম ( সুগন্ধ মলম )

Calm - কাম ( শান্ত )

Palm - পাম ( ভালগাছ )

Psalm - সাম ( প্রার্থনা সঙ্গিত )

Qualm - ক্যোঅম ( সাময়িক দুর্বলতা )

Embalm - ইমবাম ( সুবাসিত করা )

  • Rule:43⇨ LM এর আগে Vowel হলে L উচ্চারণ হয় । যেমন :

Elm - এলম ( দেবদারু জাতীয় বৃক্ষ )

Film - ফিলম ( ফটো তোলার ফিল্ম, চলচ্চিত্র )

Realm - রেলম ( এলাকা )

  • Rule:44⇨ P+S পাশাপাশি থাকলে এবং P এর আগে কোনো Vowel না থাকলে P উচ্চারিত হয় না । যেমন:

Psyche - সাইকি ( আত্মা, মন )

Psychology - সাইকোলজি ( মনোবিদ্যা )

Pseudonym - সিউড্যানিম ( ছদ্মনাম )

Psephology - সীফঅল্যাজি ( নির্বাচন ভোটদান প্রভৃতির ধারা নির্ণয়ক বিদ্যা )

  • Rule:45⇨ R+Vowel+N+CH এভাবে ব্যবহৃত হলে "CH" এর উচ্চারণ "চ" হয় । যেমন :

Crunch - ক্রানচ ( চিবানো )

Trenchant - ট্রেনচনট ( মর্মভেদী )

Trench - ট্রেনচ ( পরিখা )

Branch - ব্রানচ ( শাখা )

Wrench - রেনচ ( মোচড়ানো )

  • Rule:46⇨ ইংরেজী কোনো word এর শেষে gh থাকলে, তার উচ্চারণ হয় "ফ" কিংবা কখনো কখনো gh এর উচ্চারণ হয় না । কিন্তু gh এর পরে t বা n বা m থাকলে gh উচ্চারিত হয় না । যেমন :

tough - টাফ ( কঠিন )

rough - রাফ ( বন্ধুর )

laugh - লাফ ( হাসা )

cough - কফ ( কাশা )

Clough - ক্লাফ ( উপাত্যকা )

Bough - বাউ ( গাছের ডাল )

Bright - ব্রাইট ( উজ্জ্বল )

Caught - কট ( ধরা )

Thought - থট ( চিন্তা করা )

Might - মাইট ( শক্তিশালী )

Sight - সাইট ( দৃষ্টিশক্তি )

Fight - ফাইট ( যুদ্ধ করা )

Naughty - নটি ( দুষ্টু )

Nigh - নাই ( নিকটে )

High - হাই ( উঁচু )

Height - হাইট ( উচ্চতা )

  • Rule:47⇨ শব্দের শেষে MN এর পর কোনো Vowel না থাকলে N উচ্চারিত হয় না । যেমন :

Solemn - সল্যাম ( গুরু গম্ভীর )

Hymn - হিম ( গুণকীর্তন )

Condemn - কনডেম ( দোষারোপ করা )

Column - কলাম ( স্তম্ভ )

Contemn - কনটেম ( ঘৃনা করা )

Damn - ড্যাম ( অভিশাপ দেয়া )

  • Rule:48⇨ ইংরেজী শব্দের শেষে "TCH" এর উচ্চারণ "চ" হয়। যেমন:

Batch - ব্যাচ ( ক্ষুদ্র দল )

Bitch - বিচ ( কুকুরী )

Clutch - ক্লাচ ( দৃঢ় রূপে ধরা )

Catch - ক্যাচ ( ধরা )

Stretch - স্ট্রেচ ( প্রসারিত করা )

Stitch - স্টিচ ( সেলাই করা )

Hatch - হ্যাচ ( তা দেয়া )

Match - ম্যাচ ( সমকক্ষ, ক্রীড়া প্রতিযোগীতা )

  • Rule:49⇨ শব্দের মধ্যে অবস্থিত igh এর উচ্চারণ "আই" । augh এর উচ্চারণ "অ" ough এর উচ্চারণ "আ" এবং eigh এর উচ্চারণ "এই" হয় । তবে Height এর উচ্চারণটি ব্যাতিক্রম । যেমন :

Dight - ডাইট ( সাজানো ) 

Deign - ডেইন ( প্রসন্ন হওয়া )

Reign - রেইন ( রাজত্ব )

Benign - বিনাইন ( সদর )

Feign - ফেইন ( উদ্ভাবন করা )

  • Rule:50⇨ শব্দের শেষে gn থাকলে g উচ্চারিত হয় না তবে gn এর পর vowel থাকলে g উচ্চারিত হয়। যেমন :

Resign - রিজাইন ( পদত্যাগ করা )

Resignation - রেজিগনেশন ( পদত্যাগ )

Design - ডিজাইন ( অঙ্কন করা )

Designation - ডেজিগনেশন ( উপাধি )

Benignant - বিনীগন্যনট ( সদয় )

  • Rule:51⇨ vowel এরপর BT থাকলে B এর উচ্চারণ হয় না । যেমন :

Doubt - ডাউট ( সন্দেহ করা )

Debt - ডেট ( ঋণ )

Indebted - ইনডেট্যাড ( ঋণী )

  • Rule:52⇨ যদি PT শব্দের শুরুতে থাকে তাহলে P এর উচ্চারণ হয় না । যেমন :

Pterodactyl - টেরোড্যাকটিল ( প্রাচীন সরীসৃপ যা উড়তে পারতো )

Ptomaine - টৌমেন ( ক্ষারধর্মী পদার্থ )

Ptosis - টৌসিস ( চোখের পাতা ঝুলে পড়া )

Ptyalin - টাইঅ্যালিন ( এক প্রকারের এনজাইম )

তবে  PT শব্দের মধ্যে থাকলে P এর উচ্চারণ হয় । যেমন :

Opt - অপট ( বেছে নেওয়া )

Optical - অপটিকেল ( দৃষ্টি সংক্রান্ত )

  • Rule:53⇨ vowel এরপর DJ বা DG হলে এর উচ্চারণ হয় "জ" হয় এখানে D এর উচ্চারণ হয় না। যেমন :

Adjust - অ্যাজাস্ট ( ঠিক করা )

Adjudge - অ্যাজাজ ( মীমাংসা করা )

Adjoin - অ্যাজয়ন ( সংযুক্ত করা )

Adjourn - অ্যাজার্ন ( স্থগিত রাখা )

Adjective - অ্যাজেকটিভ ( বিশেষণ পদ )

Badge -ব্যাজ ( প্রতীক )

  • Rule:54⇨ শব্দের শেষে GUE থাকলে তার উচ্চারণ "গ" হয় । যেমন :

Rogue - রৌগ ( বদমাশ )

Vogue - ভৌগ ( প্রচলন )

Vague - ভেগ ( অস্পষ্ট )

fatigue - ফেটিগ ( ক্লান্ত করা )

Intrigue - ইনট্রিগ ( ষড়যন্ত্র )

  • Rule:55⇨ শব্দের শেষে QUE থাকলে তার উচ্চারণ "ক" হয় । যেমন :

Boutique - বুটিক (অত্যাধুনিক ফ্যাশন সামগ্রী বিক্রির দোকান )

Critique - ক্রিটিক ( সমালোচক )

Baroque - ব্যারক ( চটকদার )

Cheque - চেক ( চেক )

  • Rule:56⇨ LK এর আগে E বা U না থাকলে L এর উচ্চারণ হয় না । তখন তার উচ্চারণ হয় "ক" । যেমন :

Chalk - চক ( লেখার চক )

Folk - ফোক ( জনসাধারণ )

Talk - টা ( কথা বলা )

Walk - ওয়াক ( হাঁটা )

  • Rule:57⇨ কিন্তু LK এর আগে E বা U থাকলে L এর উচ্চারণ হবে। যেমন:

Bulky - বালকি ( বিশাল )

Bulk - বালক ( ভারী বোঝা )

Elk - এলক ( এক প্রকারের হরিণ )

Hulk - হালক ( বেসামাল জাহাজ )

Skulk - স্কালক ( কাজ এড়ানো )

  • Rule:58⇨ SC এর পর IO/U/IE/OU থাকলে SC এর উচ্চারণ "শ" হয় । যেমন :

Conscionable - কনশিন্যাবল ( বিবেক চালিত )

Conscious - কনশাস ( সচেতন )

Conscience - কনশেনস ( বিবেক)

Science - সায়েন্স ( বিজ্ঞান )

Scissors - সিজাজ ( কাঁচি )

  • Rule:59⇨ KN বা GN এর আগে Vowel থাকলে K/G উচ্চারিত হয় । যেমন :

Acknowledge - অ্যাকনলেজ ( সত্যতা স্বীকার করা )

Prognostic - প্রগনস্টিক ( পূর্বাভাস সূচক )

  • Rule:60⇨ শব্দের শুরুতে KN বা GN থাকলে K/G উচ্চারিত হয় না । যেমন :

Knap - ন্যাপ ( হাতুড়ি দিয়ে ইট ভাঙ্গা )

Knack - ন্যাক ( দক্ষতার সাথে কাজ করার শক্তি )

Kneel - নীল ( হাঁটু গেড়ে বসা )

Knife - নাইফ ( ছুরি )

Gnaw -ন ( অনবরত কামড়ানো )

Gnarl - নার্ল ( বৃক্ষের গ্রন্থি )

Gnome - নোম ( প্রবাদ , প্রবচন )

  • Rule:61⇨ TUTE - টিউট, TUDE - টিউড/চিউড, TION - শন, TIO - শিঔ, TIOUS - ট্যাস, UOUS - ইউঅ্যাস, TUS - টাস, TURE - চ্যার যেমন:

Aptitude - এপ্টিচিউড (স্বাভাবিক ক্ষমতা)

Culmination - কালমিনেশন (সর্বোচ্চ সীমা)

Multitude - মালটিচউড ( সাধারণ লোক)

Institute - ইন্সটিটিউট ( প্রতিষ্ঠা করা )

Latitude - ল্যাটিটিউড ( অর্থের বিস্তার )

Momentous - মোমেনটাস ( আবশ্যক )

Nature - নেচার ( প্রকৃতি )

Lecture - লেকচার ( বক্তৃতা )

  • Rule:62⇨ word এর শুরুতে "TH" থাকলে অধিকাংশ সময় তার উচ্চারণ "থ" হয়। যেমন:

Thank - থ্যাঙ্ক ( ধন্যবাদ )

Theatre -থিয়েটার ( নাট্যশালা )

Theory - থিউরি ( মতবাদ )

  • Rule:63⇨ তবে কিছু কিছু word এর শুরুতে "TH" থাকলে তার উচ্চারণ "দ" হয়। যেমন:

Than - দ্যান ( অপেক্ষা, চেয়ে )

There - দেয়ার ( সেখানে )

Though - দো ( যদিও )

  • Rule:64⇨ শব্দের শেষের TH - এর উচ্চারণ হবে "থ" এরমত কিন্তু TH - এরপর E বা ER থাকলে TH এর উচ্চারণ হবে "দ" এর মত হবে। যেমন:

Bath - বাথ ( গোসল করা )

Soothe - সূদ ( শান্ত করা )

Teeth -টীথ ( দাতগুলো )

With - উইথ ( সাথে )

Withe - উইদ ( নমনীয় শাখা )

Wither - উইদ্যার ( শুষ্ক হওয়া )

  • Rule:65⇨ কোনো শব্দে CC+O/U/consonent থাকলে CC এর উচ্চারণ "ক" হয়। যেমন:

Accommodate - অ্যাকম্যাডেইট ( উপযোগী করা )

Accurate - অ্যাকিউরেট ( সঠিক )

Acclaim - অ্যাকলেইম ( প্রশংসা করা )

Occur - অকার ( ঘটা )

  • Rule:66⇨ vowel+CC+vowel (O/OU/U বাদে) এভাবে ব্যবহৃত হলে অধিকাংশ ক্ষেত্রে প্রথম C এর উচ্চারণ হবে "ক" এবং দ্বিতীয় C এর উচ্চারণ হবে "স" হবে। যেমন:

Accelerate - একসিলারেট ( অধিকতর দ্রুত চলা )

Accede - আকসীড ( সম্মত হওয়া ) 

Accept - অ্যাকসেপ্ট ( গ্রহণ করা )

Success - সাকসেস ( সাফল্য )

Occident - অকসিডেন্ট ( পশ্চিম দিক )

  • Rule:67⇨ সাধারণত X - দিয়ে কোনো word শুরু হলে, সেক্ষেত্রে X এর উচ্চারণ বাংলা "জ" এর মতো হবে। যেমন:

Xerox -জেরক্স ( ফটোকপি )

Xenon - জেনন ( জেনন গ্যাস )

Xylem - জাইলেম ( উদ্ভিদের এক প্রকার টিস্যু

Xylophone - জাইলোফোন ( বাদ্যযন্ত্র )

অফলাইনে অনুশীলনের জন্য নিচ থেকে ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় PDF ডাউনলোড করে নিতে পারেন।

আশা করি বিস্তারিত ভাবে ইংরেজি উচ্চারণ শেখার সহজ উপায় জেনে আপনি উপকৃত হয়েছেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জনার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল । ভালো থাকবেন । সুস্থ ও সুন্দর থাকবেন ।

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন