তৈরি করুণ ব্লগের Contact Us প্রফেশনাল ফরম । পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ।

 তৈরি করুণ ব্লগের  Contact Us প্রফেশনাল  ফরম

Contact Us
তৈরি করুণ Contact Us   ফরম



একটি ব্লগকে গুগল এডসেন্স পাওয়ার জন্য যে তিনটি পেজ অবশ্য থাকা লাগে তার মধ্যে Contact Us অন্যতম । এর মাধ্যমে পাঠক বা কোন স্পন্সর প্রতিষ্ঠান সহজে ব্লগ এডমিনের সাথে যোগাযোগ করতে পারে । কিভাবে ব্লগের একটি প্রফেশনাল Contact Us পেজ তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো । প্রফেশনাল একটি Contact Us ফরম তৈরি করতে ভালো কোডিং দক্ষতার প্রয়োজন হয় । এছাড়াও আপনি যদি গুগল ফরম এর মাধ্যমে Contact Us পেজ তৈরি করে থাকেন তাহলে সেটির অনেক সীমাবদ্ধতা সম্পর্কে নিশ্চই ইতোমধ্যে আপনি বুঝে গিয়েছেন । যাই হোক আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্লগের জন্য একটি Contact Us ফরম তৈরি করে দেখাবো । তো চলুন শুরু করা যাক 

আরো পড়তে পারেন

ওয়েব সাইট মালিকদের জন্য সকল গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলো ।

মেটাভার্স কি এবং কেন

১. ব্লগের হোম পেজ থেকে Layout এ প্রবেশ করুণ ।

Layout এ প্রবেশ করুণ

২. Layout - এর SIDBAR -  on All Pages থেকে Add a Gadget এ প্রবেশ করুণ ।
 Add a Gadget এ প্রবেশ করুণ


৩. Add a Gadget হতে  Contact Us ক্লিক করুণ
Contact Us ক্লিক করুণ

৪.  এখন এ  Contact Us ফরমটি আপনরা ব্লগের হোমপেজে Show করবে । যেটিকে Hide করার জন্য একটি কোড থিমসের CSS অপশনে যোগ করতে হবে । 

৫.এর জন্য ব্লগের ড্যাশবোর্ড হতে Theme অপশনে প্রবেশ করুণ 
Theme অপশনে প্রবেশ করুণ

৬. সেখান থেকে CUSTOMISE এ প্রবেশ করুণ 
CUSTOMISE এ প্রবেশ করুণ

৭. সেখান বাম পাশে দেখুন Advanced নামে একটি অপশন আছে । সেখানে প্রবেশ করে সেখান থেকে 
Advanced নামে একটি অপশন প্রবেশ করুণ

৮. Advanced এ ক্লিক করার পর দেখবেন Theme Options নামে একটি  Options আসবে । 
Theme Option

৯. এখন Theme Options এর একবারে নিচে দেখুন Add CSS নামের একটি Options আছে ।  সেটি ওপেন করুণ । এখন দেখুন এটির নিচে Add custom CSS নামের একটি ঘর ওপেন হবে  । 
Add custom CSS

১০. এবার Add custom CSS এর মধ্যে নিচের কোডটি লিখে  দিন

                                          #ContactForm2 { Display:none; }  


Add custom CSS এর মধ্যে নিচের কোডটি লিখে  দিন



১১. এখন দেখুন Contact Us ফরমটি আপনার ব্লগের হোমপেজে Show করছে না । 

১২. এবার ব্লগের Pages থেকে Contact Us নামে একটি New Page তৈরি করুণ । 
Contact Us Form
 Pages থেকে Contact Us নামে একটি New Page তৈরি করুণ


১৩. সেই পেজটির পেন্সিল আইকনে ক্লিক করে HTML view তে ওপেন করে নিচের কোডটি কপি করে পেস্ট করে দিন । 
পেন্সিল আইকনে ক্লিক করে HTML view তে ওপেন করুণ

<form name="contact-form"><span><i class="fa fa-pencil-square-o"></i> Name </span><br /> <input id="ContactForm1_contact-form-name" name="name" size="30" type="text" value="" /> <br /> <br /> <span><i class="fa fa-envelope-o"></i> Email Address <span style="color: #f56954; font-size: x-small; font-weight: bold;">important</span></span> <br /> <input id="ContactForm1_contact-form-email" name="email" size="30" type="text" value="" /> <br /> <br /> <span><i class="fa fa-keyboard-o"></i> Message <span style="color: #f56954; font-size: x-small; font-weight: bold;">important</span></span><br /> <textarea cols="25" id="ContactForm1_contact-form-email-message" name="email-message" rows="5"></textarea> <br /> <input id="ContactForm1_contact-form-submit" type="button" value="Send" /> <br /> <div style="max-width: 222px; text-align: center; width: 100%;"><div id="ContactForm1_contact-form-error-message"></div><div id="ContactForm1_contact-form-success-message"></div></div></form><br /><style scoped="" type="text/css"> #comments,.post_meta,#blog-pager {display:none;} #ContactForm1_contact-form-name, #ContactForm1_contact-form-email{ height:auto;margin:5px auto;padding:10px;background:#fafafa;color:#444;border:1px solid #ccc;border-radius:3px;box-sizing:border-box;-webkit-box-sizing:border-box;-moz-box-sizing:border-box;transition:all 0.5s ease-out;} #ContactForm1_contact-form-email-message{width:95%;height:175px;margin:5px 0;padding:10px;background:#fafafa;color:#444;font-family:'Open Sans',sans-serif;border:1px solid #ccc;border-radius:3px;transition:all 0.5s ease-out;} #ContactForm1_contact-form-name:focus, #ContactForm1_contact-form-email:focus, #ContactForm1_contact-form-email-message:focus{outline:none;background:#fff;color:#444;border-color:rgba(81,203,238,1);box-shadow:0 0 5px rgba(81,203,238,0.7);} #ContactForm1_contact-form-submit{font-family:'Open Sans';float:left;background:#cf4d35;color:#fff;margin:10px auto;vertical-align:middle;cursor:pointer;padding:10px 18px!important;font-weight:700;font-size:14px;text-align:center;text-transform:uppercase;letter-spacing:.5px;border-radius:4px;border:0;transition:all .8s ease} #ContactForm1_contact-form-submit:hover {background:#e45a40;color:#fff;} #ContactForm1_contact-form-error-message, #ContactForm1_contact-form-success-message{width:100%;margin-top:35px;} .contact-form-error-message-with-border {background:#f6f6f6;border:none;box-shadow:none;color:#444;padding:5px 0;} .contact-form-success-message {background:#4fc3f7;border:none;box-shadow:none;color:#fff;} img.contact-form-cross {line-height:40px;margin-left:5px;} @media only screen and (max-width:640px){ #ContactForm1_contact-form-name, #ContactForm1_contact-form-email,#ContactForm1_contact-form-submit{width:100%;}} </style>

sorry কপি করার অপশন বন্ধ থাকায় এখান থেকে কোডটি ডাউনলোড বা কপি করে নিন ।

১৪. এবার Compose view তে এসে ডান দিকের উপরে থাকা Publish অপশন থেকে Publish করে দিন । তবে তার পূর্বে  comments অপশন বন্ধ করে দিন ।
 comments অপশন বন্ধ করে দিন

১৫. এখন আপনার তৈরি করা Contact Us পেজটির লিংক কপি করে আপনার থিমসের হেডারে এবং ফুটারে যোগ করুণ । নমুনা হিসেবে আমার টি দেখে আসতে পারেন । 
আপনার Contact Us ফরম তৈরি হয়ে গেছে এখন কেউ সেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করলে সেটি আপনার ইমেলে চলে যাবে । আপনি যে ইমেল দিয়ে ব্লগ তৈরি করেছিলেন সেটির মধ্যে ।

আশা করি কোন সমস্যা হয়নি । তারপরেও না বুঝলে কমেন্ট করুণ । 

আরো পড়তে পারেন
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

1 মন্তব্যসমূহ

  1. খুব হেল্পফুল আর্টিকেল। খুব সুন্দর আর সহজ করে বুঝিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন