অধ্যায় ভিত্তিক এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি

একটি বাক্য বা বাক্যাংশকে অর্থ অপরিবর্তিত রেখে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিকে এক কথায় প্রকাশ বলে। যেমন: অন্বেষণ করবার ইচ্ছা - অন্বেষা। নিচের আর্টিকেলে ৫ম শ্রেণির বোর্ড বই এবং ৫ম শ্রেণির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের আলোকে ৫ম শ্রেণির সকল এক কথায় প্রকাশগুলো দেওয়া হয়েছে।

এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি - এর মধ্যে ৫ম শ্রেণির বইসহ বিভিন্ন পরীক্ষায় আসা সকল এক কথায় প্রকাশগুলো রয়েছে। এগুলো অনুশীলন করলে পরীক্ষায় এককথায় প্রকাশ ১০০% কমন আসবে ইনশাআল্লাহ।

এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি
এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি

এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি

এই দেশ এই মানুষ

সমুদ্রের তীরের বালুময় স্থান = বেলাভূমি

জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি = প্রান্তর

নিজের লোক = স্বজন

রাখাইনদের নববর্ষের উৎসব = সাংগ্রাই

চাকমাদের নববর্ষের উৎসব = বিজু

বাংলায় কথা বলে যারা = বাঙালি

ভালো ভাগ্য যার = সৌভাগ্য

একের সঙ্গে অন্যের = পরস্পর

অহংকার নেই যার = নিরহংকার

যে মাটির পাত্র তৈরি করে = কুমার

কৃষি কাজ করেন যিনি = কৃষক

সংকল্প

অন্য দেশ = দেশান্তর

সাদরে গ্রহণ = বরণ

দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ = সংকল্প

এক যুগ হতে অন্য যুগ = যুগান্তর

জানার আগ্রহ = কৌতূহল

অত্যধিক সাহস আছে যার = দুঃসাহসী

চাঁদের দেশ = চন্দ্রালোক

জয় করার ইচ্ছা = জিগীষা

সুন্দরবনের প্রাণী

বিভিন্ন উপাদান = সম্ভার

যার মূল্য নির্ধারণ করা যায় না = অমূল্য

যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে = বিলুপ্তপ্রায়

যা লোপ পেয়েছে = বিলুপ্ত

যার প্রয়োজন নেই = অপ্রয়োজনীয়

সুন্দরী গাছ আছে যে বনে = সুন্দরবন

রাজার মতো চলাচল যার = রাজকীয়

চার পা আছে যার = চতুষ্পদ

যা দেখে সবাই ভয় পায় = ভয়ঙ্কর

হাতি আর শিয়ালের গল্প

প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মিশে গেছে মনে হয় = দিগন্ত

নিজেকে অনেক বড় মনে করা = অহংকারী

প্রবল প্রতাপের  সঙ্গে = দাপটে

সবাই মিলে একসাথে বলা = সমস্বরে

প্রাণ আছে যার = প্রাণী

বাধা পেয়ে ফিরে আসা = প্রতিধ্বনি

হাতির ডাক = বৃংহিত

শক্তি আছে যার = শক্তিধর

অহংকার নেই যার = নিরহংকারী

যা বিন্দুর মতো ছোট = বিন্দুসম

প্রতিমুহূর্তে অপেক্ষা করা = উদগ্রীব

ফুটবল খেলোয়ার

শরীরে কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান = ক্ষত

কাপড়ের লম্বা টুকরা = পটি

খ্যাতি আছে যার = খ্যাতিমান

অনেক মানুষের শোরগোল = কোলাহল

যা কষ্টে ভেদ করা যায় = দুর্ভেদ্য

ঘুম নেই এমন = নির্ঘুম

যে ওষধ চেপে ধরে শরীরে লাগাতে হয় = মালিশ

খেলাধুলা করেন যিনি = খেলোয়ার

দিন ও রাতের মিলন = সন্ধ্যা

সশব্দে বিদ্যুৎ প্রকাশ = বজ্র

বীরের রক্তে স্বাধীন এই দেশ

যা হবেই = আবধারিত

শুয়ে আছে এমন = শায়িত

মুক্তির জন্য যে যুদ্ধ = মুক্তিযুদ্ধ

সীমা নেই যার = অসীম

রক্ত দিয়ে লাল করা হয়েছে যা = রক্তরঞ্জিত

বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ = বীরশ্রেষ্ঠ

কারো স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভ = স্মৃতিস্তম্ভ

ন্যায় যুদ্ধে মারা যান যিনি = শহিদ

যার মমতা নেই = নির্মম

ফেব্রুয়ারির গান

নদী বা সাগরের ঢেউ = ঊর্মি

সোনালি রঙের বুনো লতা = স্বর্ণলতা

রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা = রাষ্ট্রভাষা

স্মরণ করার যোগ্য = স্মরণীয়

স্রোত আছে যার = স্রোতঃস্বিনী

যে ধ্বনি প্রতিফলিত হয়ে ফিরে আসে = প্রতিধ্বনি

আরো পড়তে পারেন

শখের মৃৎশিল্প

মনের ইচ্ছা = শখ

রেখা দিয়ে আঁকা ছবি = নকশা

মাটির তৈরি শিল্পকর্ম = মৃৎশিল্প

হরেক রকম = বিচিত্র

যারা মাটির হাড়ি পাতিল তৈরি করেন = কুমার

মাসের প্রথম তারিখ = পহেলা

পোড়ামাটির ফলক = টেরাকোটা

পূর্বে ছিল না বা ঘটেনি এমন = অভূতপূর্ব

আঠাযুক্ত আছে যাতে = আঠালো

শব্দদূষণ

গভীর রাত্রি = নিশিরাত

অত্যন্ত কোলাহল = শব্দদূষণ

ক্ষুদ্র যে গ্রাম = পল্লি

যার কোনো উপায় নেই = নিরুপায়

শহরে বাস করে যে = শহুরে

পাখির ডাকাডাকি আওয়াজ = কিচিরমিচির

যা করা কষ্টকর = মুশকিল

সারাদিন ধরে = দিনভর

বাড়িতে বাড়িতে ঘুরে জিনিসপত্র বিক্রি করে যারা = ফেরিঅলা

কবুতরের ডাক = বাক-বাকুম

স্মরণীয় যাঁরা চিরদিন

শত্রু বেষ্টিত = অবরদ্ধ

নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি = আত্মদানকারী

কোনো রকম বিচার বিবেচনা ছাড়া = নির্বিচারে

মেধা আছে এমন জন = মেধাবী

কোনো ভাবেই পূরণ করা যায় না = অপূরণীয়

অন্যের অধীন = পরাধীন

বরণ করার যোগ্য = বরেণ্য

যশ আছে যার = যশস্বী

সংবাদ সংগ্রহ ও পরিবেশন করা যার পেশা = সাংবাদিক

দেশের বিরোধীতা করে যে = দেশদ্রোহী

উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ

দর্শন শাস্ত্রে অভিজ্ঞ যিনি = দার্শনিক

স্বদেশ

নদী মাতা যার = নদীমাতৃক

যিনি কোনো শিল্পকলা চর্চা করেন = শিল্পী

স্বাদ নেই এমন = বিস্বাদ

নিজের দেশ = স্বদেশ

দিনের শেষ ভাগ = সায়াহ্ন

বিহঙ্গের ধ্বনি = কাকলি

যেখানে কেবল একজন = একলা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

খেতে ভালো লাগে এমন = স্বাদ

হুংকার দিয়ে উঠা = গর্জে ওঠা

গুনে শেষ করা যায় না এমন = অগুনিত

রাজার ধন ভাণ্ডার = রাজকোষ

রাজার প্রসাদ = রাজপ্রসাদ

চেনা নয় এমন = অচেনা

মাঠে গরু চরায় যে = রাখাল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করে যে = জল্লাদ

রাজার পুত্র = রাজপুত্র

আবর্জনা ফেলার জায়গা = আঁস্তাকুড়

যেখানে হাতি রাখা হয় = আস্তাবল

অবাক জলপান

সংসারী লোক = গৃহস্ত/গেরস্ত

কাঠের তৈরি খাট = খাটিয়া

বেশি কথা বলে যে = বাচাল

যার তুলনা হয় না = অতুলনীয়

বন্দুকদারী সেপাই বা রক্ষী = বরকন্দাজ

পথে হাঁটেন যিনি = পথিক

কল্পনা করা যায় না এমন = অকল্পনীয়

জানার ইচ্ছা = জিজ্ঞাসা

বাজে গন্ধযুক্ত = দুর্গন্ধ

যা বিশ্বাস করা যায় না = অবিশ্বাস্য

দিনের মধ্যভাগ = মধ্যাহ্ন

স্বাস্থ্যের জন্য ভালো = স্বাস্থ্যকর

ঘাসফুল

সকলে মিলে = একত্রে

বিশেষ খ্যাতি সম্পন্ন = বিখ্যাত

আকাশে চরে যে = খেচর

অবাস্তব কল্পকাহিনি = রূপকথা

দেশের প্রতি প্রেম = দেশপ্রেম

যার তুলনা নেই = অতুলনীয়

ঘাসের ফুল = ঘাসফুল

নীল যে আকাশ = নীলাকাশ

পা দিয়ে পিষে ফেলা = দলা

মাটির নিচে যে শহর

যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে = জনপদ

যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন = ঐতিহাসিক

‌অধ্যাপনা করেন যিনি = অধ্যাপক

মাটির নিচে চাপা = মাটিচাপা

বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন যিনি = বিজ্ঞানী

যা বহুকাল পূর্বের = প্রাচীন

শিক্ষকতা করেন যিনি = শিক্ষক

প্রত্ন সম্পর্কিত যে তত্ত্ব = প্রত্নতত্ত্ব

দুই পাহাড় বা পর্বতের মাঝখানে সমতল বা নিচু ভূমি = উপত্যকা

ছাপ দ্বারা অঙ্কিত হয়েছে এমন = ছাপাঙ্কিত

প্রাচীন নিদর্শন সংগ্রহ করে রাখা হয় যে স্থানে = জাদুঘর

শিক্ষাগুরুর মর্যাদা

বাদশাহর পুত্র = শাহজাদা

পানি দিয়ে পরিষ্কার করা = প্রক্ষালন

মাথা নত করে অভিবাদন করা = কুর্ণিশ

ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি = মৌলবি

অনেকের মধ্যে উত্তম = শ্রেষ্ঠ

জলে চরে যে = জলচর

আদব নেই যার = বেয়াদব

কবিতা লেখেন যিনি = কবি

ভাবুক ছেলেটি

কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা = পর্যবেক্ষণ

কোনো কিছু জয় করার পর  যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয় = বিজয়স্তম্ভ

যে কাহিনি কল্পনা করে লেখা হয় = কল্পকাহিনি

অনেকের মধ্যে একজন = অন্যতম

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ

বলা হয়নি এমন = অব্যক্ত

নামের শেষে ব্যবহৃত উপনাম = উপাধি

অধিক ভাবে যে = ভাবুক

দুই তীরে

অন্যদেশ থেকে এসেছে যে = বিদেশি

বহু লোকের বিশৃঙ্খল সমাবেশ = ভিড়

জনশূন্য স্থান = নির্জন

জাল দিয়ে মাছ ধরা পেশা যার = জেলে

সোজা নয় যা = বাঁকা

গলায় গলায় যে ভাব = গলাগলি

বালু নির্মিত চর = বালুচর

নদীর তীর = তট

বিদায় হজ

যার তুলনা হয় না = অতুলনীয়

যার শত্রু জন্মায়নি = অজাতশত্রু

আকাশে উড়ে যে = খেচর

বিদেশে থাকে যে = প্রবাসী

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ

যা জলে চরে = জলচর

দায় আছে যার = দায়ী

যা প্রেরণ করা হয়েছে = প্রেরিত

উপদেশমূলক উক্তি = বাণী

যার দয়া মায়া নেই = নিষ্ঠুর

মহান যে নবি = মহানবি

যার মূল্য নির্ধারণ করা যায় না - অমূল্য

যা ন্যায় সংগত নয় = অন্যায়

মহান যে মানব = মহামানব

সদা সত্য কথা বলেন যিনি = সত্যবাদী

দেখে এলাম নায়াগ্রা

পড়ে যাওয়া = পতন

যে জমি উঁচু নিচু নয় = সমতলভূমি

তীব্র স্রোত বিশিষ্ট জলধারা = খরস্রোতা

নানারূপ চিত্রিত = বিচিত্র

সম্ভব নয় এমন = অসম্ভব

উঁচু স্থান থেকে প্রবাহিত ঝলধারা = প্রপাত

পতনশীল জলধারা = ঝর্ণা

ভালো ভাগ্য = সৌভাগ্য

উপস্থিত বিষয়ে বিবেচনা জ্ঞান = কাণ্ডজ্ঞান

বিস্ময় উদ্রেক করে যা = বিস্ময়কর

রৌদ্র লেখে জয়

পূর্ব পুরুষ থেকে প্রাপ্ত = পৈতৃক

হানা দেয় যে = হানাদার

অক্ষির অগোচরে = পরোক্ষ

অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ

মুক্তির জন্য লড়াই করে যে সেনা = মুক্তিসেনা

জয় লাভ করেন যিনি = জয়ী

সরকার বা ভূমির মালিককে দেওয়া হয় যে কর = খাজনা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

অন্যায়ের শিকার = নির্যাতিত

নিপীড়ন বা অত্যাচার করা হয়েছে এমন = নিপীড়িত

হিংসাপূর্ণ দৃষ্টি = বিষ-নজর

জেলখানা বা কারাগারে আটক রাখা = কারারুদ্ধ

যেকোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায় = প্রতিবাদী

একত্রে অবস্থান = সমাবেশ

ভিন্ন দেশে যে বাস করে = প্রবাসী

সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা = আত্মসমর্পণ

শহিদ তিতুমীর

কোনো কাজ করতে নাছোড়বান্দা = জেদি

পরের অধীন = পরাধীন

প্রবল প্রতাপের সঙ্গে = দাপট

তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা = অসিচালনা

যা কষ্টে ভেদ করা যায় = দুর্ভেদ্য

প্রাচীর বা দেয়াল দিয়ে ঘেরা সেনানিবাস = দুর্গ

বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ = বাঁশেরকেল্লা

যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়

মুক্তি কামনা করে যে = মুক্তিকামী

অপেক্ষা

প্রতি মুহূর্ত অপেক্ষা করা = উদগ্রীব

অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা = গণহত্যা

সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি = ক্যাম্প

যে বিষয়ে কোনো বিতর্ক নেই = অবিসংবাদিত

মহৎ যে জন = মহান

কোথাও উন্নত কোথাও অবনত = বন্ধুর

নির্বিচারে হত্যা = গণহত্যা

নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি = আত্মদানকারী

যে নারীর অনেক বুদ্ধি আছে = বুদ্ধিমতী

আমাদের শেষ কথা

আশা করি এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন