Conjunction কাকে বলে ? কত প্রকার ও কি কি জেনে নিন বিস্তারিত

ইংরেজি ভাষায় কোনো sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে। English Grammar সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই  parts of speech সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ৮ প্রকার parts of speech এর ৭ম প্রকার Conjunction । আজকের আলোচ্য বিষয় Conjunction কাকে বলে? Conjunction কত প্রকার ও কি কি? Conjunction চেনার উপায় এবং বাক্যে Conjunction এর অবস্থান। তো চলুন জানা যাক Conjunction কাকে বলে

Conjunction কাকে বলে
যে Word দুটি Word/ Phrase / Clauseকে যুক্ত করে, তাকে Conjunction বলে ।

Conjunction কাকে বলে

যে Word দুটি Word/ Phrase / Clauseকে যুক্ত করে, তাকে Conjunction বলে । Conjunction কে বাংলা ব্যাকরণে সংযোজক অব্যয় বলে।

Conjunction is a word which joins words or sentences.

যেমন:  that, though, because, if, unless, as, since, until, but, or, and, as soon as, so that, as well as etc.

নিচের Sentence গুলো লক্ষ কর

(1) Sheela and Neela are two sisters.

(2) Harun is reading but Rana is playing.

(3) She cannot see because she is blind.

উপরের প্রথম Sentence-এ and (এবং) word টি 'Sheela' 'Neela' এই দুটি word যুক্ত করেছে। সুতরাং, And একটি Conjunction.

দ্বিতীয় Sentence-টিতে, but word-টি "Harun is reading" এ sentence-টিকে "Rana is playing" এ sentence-এর সাথে যুক্ত করেছে। সুতরাং But (কিন্তু) wordটি Conjunction.

তৃতীয় Sentence-এ because (কারণ) এ word-টি 'She cannot see' এবং 'She is blind' এ দুটি sentence-কে যুক্ত করেছে। অতএব, becuase word-টি Conjunction.

Conjunction কত প্রকার ও কি কি

Conjunction প্রধানত তিন প্রকার

1. Co-ordinating Conjunction

2. Sub-ordinating conjunction

3. Correlative Conjunction

1. Co-ordinating Conjunction কাকে বলে

যেসব Conjunction Sentence- কে যুক্ত করে সেগুলোকে Co-ordinating Conjunction বলে। যেমন—And, but, nor, or, for, also, either or, there fore

2. Sub-ordinating conjunction কাকে বলে

যেসব Conjunction sentence-এ একটি নির্ভরশীল অংশকে প্রধান অংশের সাথে যুক্ত করে সেগুলোকে Sub-ordinating Conjunction বলে।

যেমন: After, because, if, that, thought, although, till, before, unless, as, when where, while.

আরো পড়তে পারেন

3. Correlative Conjunction কাকে বলে

দুটি conjunction মিলে যদি একটি সংযুক্ত conjunction-a পরিণত হয়, তবে তাকে Correlative Conjunction বলে।

যেমন: Either........ or, nither......nor, As.........as, So......as, Such.......as, As much......as, As many........as, not only.........but also, bath...... and

নোট: Conjunction শুধু Sentence-এর মধ্যেই বসে না, অনেক সময় Sentence-এর প্রথমেও বসে। যেমন— If you come, I shall go -যদি তুমি আস, তবে আমি যাব ।

Sentence এ Conjunction এর অবস্থান

(i) ‘And’ সাধারণত সমশ্রেণীর দুই বা ততোধিক Word বা Clauseকে যুক্ত করে। যেমন :

He is reading and writing.

(ii) দুটি বাক্যের ভাব একে অপরের বিরোধার্থক হলে ‘but' ব্যবহার করা হয়। যেমন: He is rich but unhappy.

আমাদের শেষ কথা

আশা করি Conjunction কাকে বলে? জানা তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন