Sentence কাকে বলে ? কত প্রকার ও কি কি জেনে নিন বিস্তারিত

আমরা জীবনের একেক সময় একেক অবস্থার সম্মুখীন হয়ে থাকি। যার কারণে আমাদের কখনো সাধারণভাবে, কখনো প্রশ্ন করে, কখনো আদেশ-উপদেশ, কখনো প্রার্থনা করে মনোভাব প্রকাশ করতে হয়। যার কারণে sentence এর প্রকারভেদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

English Grammar এর মধ্যে sentence একটি গুরুত্বপূর্ণ বিষয়। English Grammar শেখার জন্য ভালো করে জানতে হবে sentence কাকে বলে ? আজকের আলোচ্য বিষয় হচ্ছে sentence কাকে বলে ? এবং sentence কত প্রকার ও কি কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক sentence কাকে বলে ?

sentence কাকে বলে
A group of words which makes a clear and full sense is called a sentence.

sentence কাকে বলে

একের অধিক Word পাশাপাশি বসে যদি মনের একটি ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে, তখন তাকে Sentence বা বাক্য বলে।

A group of words which makes a clear and full sense is called a sentence.

একটি সার্থক sentence - এর তিনটি শর্ত পূরণ করতে হয়। যেমন:

(i) একাধিক অর্থবোধক শব্দসমষ্টি  থাকতে হবে

(ii) Grammar - এর নিয়ম অনুযায়ী শব্দসমূহ সুবিন্যস্ত করা

(iii) সম্পূর্ণ অর্থবোধক অনুভূতির প্রকাশ করতে হবে।

যেমন: go এটি sentence হতে পারে না। কারণ, এটিতে মাত্র একটি শব্দ আছে। আবার good boy is a Jian এটিও sentence হতে পারে না। কারণ, এটি Grammar অনুযায়ী সুবিন্যস্ত নয়। একই ভাবে Jian is a এটিও sentence হতে পারে না। কারণ, এটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না।

sentence এর অংশ

একটি Sentence-এর দুটি অংশ রয়েছে। যথা :

(i) Subject (উদ্দেশ্য) (ii) Predicate (বিধেয়)

i. Subject (উদ্দেশ্য) কাকে বলে

Sentence -এ যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে Subject বলে। যেমন: I eat rice. এখানে I (I) সম্বন্ধে বলা হয়েছে। সুতরাং, এখানে 'I' Subject.

2. Predicate (বিধেয়) কাকে বলে

Sentence-এ Subject সম্বন্ধে যা বলা হয় তা-ই Predicate. যেমন: I eat rice, এখানে I (আমি) সম্বন্ধে বলা হয়েছে যে,( eat rice ) ভাত খাই। সুতরাং, eat rice (ভাত খাই) Predicate.

নোট: Subject ও Predicate এ দুটি ছাড়া একটির দ্বারা Sentence গঠন হবে না। Sentence হলো কতগুলো word-এর সমষ্টি। Word-গুলো এলোমেলো করে বসালে sencentece গঠন হয় না।

sentence কত প্রকার ও কি কি

মনোভাব প্রকাশ অনুযায়ী sentence ৫ প্রকার। যথা:

1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য);

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য);

3. Imperative Sentence (আদেশ, উপদেশমূলক বাক্য);

4. Optative Sentence (ইচ্ছা বা আশির্বাদসূচক বাক্য);

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)।

1. assertive sentence কাকে বলে

Assertive Sentence অর্থ বিবৃতিমূলক বাক্য। যে Sentence দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয়, তাকে Assertive Sentence বলে। যেমন: I go to school.

assertive sentence এর ইংরেজি গঠন রূপ: Subject + Verb + Object

Assertive Sentence আবার দুই প্রকার। যথা:

(a) Affirmative Sentence (হ্যাঁ-বোধক বাক্য)

(b) Negative Sentence (না বোধক বাক্য)

(a) Affirmative Sentence কাকে বলে

যে Sentence দ্বারা কোনো কিছু স্বীকার বা হ্যাঁ-বোধক উক্তি করা হয়, তাকে Affirmative Sentence বলে।

A sentence that affirms something is called an Affirmative Sentence. 

যেমন: (i) I have a pen. (ii) Kamal is a good boy. (iii) This book is fine.

(b) Negative Sentence কাকে বলে

যে Assertive Sentence দ্বারা কোনো কিছু অস্বীকার বা না বোধক উক্তি করা হয় তাকে Negative Sentence বলে।

The sentence which denies something is called a Negative Sentence.

যেমন: (i) I do not eat rice. (ii) Jian has no pencil.

মনে রেখ: Assertive Sentence-এর শেষে Full stop (.) বসে। Negative শব্দে no বা not বসে।

2. Interrogative Sentence কাকে বলে

Interrogative Sentence অর্থ জিজ্ঞাসামূলক বাক্য। যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, তাকে Interrogative Sentence বলে। যেমন :

(i) What class do you read in?

(ii) When do you go ?

(iii) Are you student ?

Interrogative Sentence চেনার উপায় 

(i) Question word যেমন: What, Where, When, Why, Whom, How, ইত্যাদি দিয়ে শুরু হবে। যেমন:

What is your name? How are you? What class do you read in? 

(ii) অথবা Auxiliary Verb যেমন: am, is, are, was, were, has, have ইত্যাদি দ্বারা শুরু হবে।যেমন : Are you going to school.

(iii) অবশ্যই Interrogative Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) বসবে।

আরো পড়তে পারেন

3. imperative sentence কাকে বলে

Imperative Sentence অর্থ অনুজ্ঞা বা আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। যে Sentence দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলে।

The sentence which indicates a command, a request or an advice is called an Imperative sentence.

imperative sentence -এর গঠন রূপ

Subject (উহ্য) + verb-এর Present form + Object.

যেমন : (i) Do the sum. Do not go there.

(ii) Please give me a pen

মনে রেখ: Imperative Sentence-এর Subject উহ্য থাকে। অবশ্যই verb-এর Present form হয়। নিষেধ বোঝালে Do not এবং অনুরোধ বোঝালে Please বা Kindly হয়। Sentence-এর শেষে Full stop ( . ) বসে।

4. Optative Sentence  কাকে বলে

Optative Sentence অর্থ ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। যে Sentence দ্বারা ইচ্ছা বা প্রার্থনা ইত্যাদি বোঝায়, তাকে Optative sentence বলে।

The sentence which expresses a wish, a desire or a prayer is called an Optative sentence. 

যেমন : (i)I wish, I shall be a king. 

(ii) Long live my father and mother.

(iii) May you be happy.

মনে রাখবে : Optative Sentence সাধারণত May দ্বারা শুরু হয় ।

May + subject Would + Subject + verb + object.

5. exclamatory sentence কাকে বলে

Exclamatory Sentence অর্থ বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে Sentence দ্বারা মনের আকস্মিকভাব বা আবেগ প্রকাশ করা হয়, তাকে Exclamatory Sentence বলে।

The sentence which expresses the sudden feelings of the mind is called an Exclamatory sentences.

যেমন : (i) Hallo! How are you?

(ii) Hush! The baby is sleeping.

(iii) Hurrah! We have won the game.

exclamatory sentence চেনার উপায়

(i) সাধারণত sentence এর শুরুতে Oh, How, What, Hurrah, Was, Hush, Hallo ইত্যাদি থাকে।

(ii) sentence এর শেষে exclamatory (!) চিহ্ন থাকে।

মনে রেখ: Exclamatory Sentence এ অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন (!) হবে। আবেগ প্ৰকাশ না করে, আনন্দ বা বিস্ময় প্রকাশ করলে Sentence-টি Assertive হবে। যেমন: You are a great fool.

গঠন অনুসারে Sentence-এর প্রকারভেদ

গঠন অনুসারে Sentence তিন প্রকার। যথা :

1. Simple Sentence (সরল বাক্য)

2. Complex Sentence (জটিল বাক্য)

3. Compound Sentence (যৌগিক বাক্য)

1. Simple Sentence কাকে বলে

Simple Sentence অর্থ সরল বাক্য। যে Sentence-এ একটি মাত্র Subject ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে Simple Sentence বলে।

যেমন : (i) I eat rice.

(ii) You are a student.

2. Complex Sentence কাকে বলে

Complex Sentence অর্থ জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান ও একটি অপ্রধান বাক্য থাকে তাকে, Complex Sentence বলে। যেমন :

(i) I know that he will come. (আমি জানি যে সে আসবে।)

(ii) The boy who went there is my friend. (যে বালকটি সেখানে গিয়েছিল, সে আমার বন্ধু।)

3. Compound Sentence কাকে বলে

Compound Sentence অর্থ যৌগিক বাক্য। অনেকগুলো প্রধান বাক্য যদি And, but, or দ্বারা যুক্ত হয়ে থাকে, তাকে Compound Sentence বলে।

যেমন: (i) Work hard and you will success. (কাজ কর এবং সফলতা পাবে)

(ii) He is poor but honest (সে গরিব কিন্তু সৎ)

Sentence গঠনের নিয়ম

Verb to be, Verb to have, Modal Auxiliary এবং Tense ইত্যাদির সমন্বয়ে বাক্য তৈরি করা হয়। তাই এগুলো সম্পর্কে ধারণা লাভ করে Sentence গঠন শেখা খুবই গুরুত্বপূর্ণ। Sentence গঠন করার কিছু নিয়ম উদাহরণ ও Structure-সহ নিম্নে দেওয়া হলো:

■ Verb to be দ্বারা বাক্য তৈরি করার নিয়ম :

1. Verb to be দ্বারা Affirmative Sentence তৈরি করার নিয়ম

Subject + am/is/are (present)/was, were (past) + extension।

যেমন: I am a student

2. Verb to be দ্বারা Negative Sentence তৈরি করার নিয়ম

Sub + verb to be + not + extension 

যেমন: I am not a student

3. Verb to be দ্বারা Interrogative Sentence তৈরি করার নিয়ম

Verb to be + Sub + extension + ?

যেমন: Am I a student?

4. Verb to be দ্বারা Negative-Interrogative Sentence গঠন করার নিয়ম

Verb to be + sub + not + extension + ? 

যেমন: Am I not a student?

■ Verb to have (have, has, had দ্বারা Sentence তৈরি করার নিয়ম

5. Verb to have দ্বারা Affirmative Sentence তৈরি করার নিয়ম

Sub + Verb to have + extension.

যেমন: I have a car.

6. Verb to have দ্বারা Negative Sentence তৈরি করার নিয়ম

Sub + Verb to have + no + extension. 

যেমন: I have no car.

7. Verb to have দ্বারা Interrogative Sentence তৈরি করার নিয়ম

Verb to have + Sub + extension?

যেমন: Have I a pen?

8. Verb to have দ্বারা Negative - Interrogative Sentence তৈরি করার নিয়ম :

Verb to have + sub + no + extension?

যেমন: Have I no pen?

আমাদের শেষ কথা

আশা করি sentence কাকে বলে? জানা তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন