বাংলা সমার্থক শব্দ ভান্ডার

ভাষার সমৃদ্ধি, আলংকারিক সৌন্দর্য ও গঠন কাঠামোকে মার্জিত রূপে উপস্থাপনের ক্ষেত্রে সমার্থক শব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই শব্দ দিয়ে বাক্য গঠন করলে মনোভাব প্রকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। ভাবকে ভাষার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকাশের জন্য এবং বক্তব্যকে অধিকতর আকর্ষণীয় করার জন্য সমার্থক শব্দের প্রয়োজন হয়। সমার্থক শব্দ বক্তব্যে কাব্যিক ব্যঞ্জনা সৃষ্টি করে সাহিত্যকে সমৃদ্ধি দান করার পাশাপাশি বক্তা বা লেখকের মনের পরিতৃপ্তিরও নিবৃত্তি ঘটায়।

সমার্থক শব্দ
সমার্থক শব্দ ভান্ডার

সমার্থক শব্দ কি

সম+অর্থ+ক= সমার্থক। এর অর্থ হলো সমার্থবোধক, সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরূপ বিশিষ্ট। অর্থ্যাৎ যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা চলে, তাদের বলা হয় সমার্থক শব্দ বা প্রতিশব্দ। বাংলা বৈকরণিকদের পরিভাষায় সমার্থক শব্দ বা প্রতিশব্দের অর্থ হলো বহু অর্থদানকারী শব্দ, যা স্থান ও কালভেদে ব্যবহৃত হয়।

অ - দিয়ে সমার্থক শব্দ

অনঙ্গ : কন্দর্প, অতনু, স্মর, মন্মথ, মনোজ, পঞ্চশর, কামদেব, মদন, মকরধ্বজ, মনসিজ, মীনধ্বজ, রতিপতি।

অঙ্কুর  : সংরোহ, মুকি, গেঁজ, আব, পুকি, তেউড়, কোড়া, কোঁড়, বৃক্ষক, নবাঙ্কুর, প্ররোহ, কল, প্ররূঢ়।

অনুরাগ : প্রীতি, আশক, পেয়ার, প্রণয়, প্রেম, ব্যসঙ্গ, পিরিতি, ইশক, মহব্বত ।

অন্ন : দব্য, তণ্ডুল, ওদন, ভাত, আহার, ইরা, অশন, ভক্ষ, রসদ, ভক্ষ্য, আহার্য, পথ্য, খোরাক, আহারীয়, ভোজন, স্বধা।

অস্তিত্ব : অধ্যাস, ভব, বিদ্যমানতা, সমারোহণ, সমবর্তিতা, অধিষ্ঠান, সত্তা, স্থিতি, স্থৈর্য, ব্যবস্থান, স্থায়িত্ব, উদ্বর্তন।

অভিলাষ : তর্ষ, ইচ্ছা, ব্যগ্রতা, উমেদারি, মনোরথ, ঈপ্সা, স্পৃহা, আকাঙ্ক্ষা, ঈহিত, এষা, কাঙ্ক্ষা, মনস্কামনা।

অনুগ্রহ : অনুকম্পা, সৌরত্য, প্রসাদ, অনুবল, কৃপা, দাক্ষিণ্য, কারুণ্য, দয়া ।

অঙ্গীকার : সত্যার্পণ, সত্যঙ্কার, প্রতিজ্ঞা, প্রতিশ্রব, বাগদান, সংকল্প, প্রতিজ্ঞান, সত্যাকৃতি, জবান, কথা, আশ্রব, পণ, প্রতিশ্রুতি ।

অনন্ত : নিত্য, শাশ্বত, অশেষ, নিরবধি, চিরস্থায়ী, অগণ্য, সীমাহীন, অন্তহীন, চির, অনশ্বর, চিরন্তন, অনিঃশেষ, অনাদি, অক্ষয়, নিরজয় ।

অর্বাচীন : নব্য, হাল, টাটকা, সদ্য, সবে, নতুন, বর্তমান, অবিগত, অপ্রাচীন, অধুনা, অদ্য, কলিযুগ, ইদানীং ।

অন্ধকার : আঁধার, আঁধারি, তমস, তমিস্র, তমিস্রা, তিমির, ধ্বান্ত, শর্বর, নভাক, সন্তমস, তম, আলোকহীনতা, নষ্টেন্দুকলা, তিমিরপুঞ্জ।

অশ্রু : নেত্রবারি, নয়নজল, অশ্রুবারি, চোখের পানি, নেত্রনীর, চোখেরজল

অবকাশ : ছুটি, সময়, অবসর, বিরাম, বিলম্বন, ফুরসত, অবরতি, গুঞ্জাইস।

অভাব : দৈন্য, অনটন, দুরবস্থা, দীনতা, দারিদ্র্য, দুর্দশা, অপ্রাচুর্য, ন্যূনতা।

আ - দিয়ে সমার্থক শব্দ

আনন্দ : সন্তোষ, তৃপ্তি, আহ্লাদ, পুলক, হর্ষ, প্রসন্নতা, সম্মদ, হরিষ, মদ্র, সংহর্ষ, হরষ, হৃষ্টি, উল্লাস, স্ফূর্তি, ফুর্তি, পরিতোষ, উচ্ছ্বাস, উদ্ভাস।

আইন : বিধান, ধারা, অনুবিধি, কানুন, রুল, রেওয়াজ, উপবিধি, বিধি, অ্যাক্ট, বিহিতক, রাজবিধি, অধ্যাদেশ, রেগুলেশন, নিয়ম ।

আকাশ : খ, অন্তরীক্ষ, ব্যোম, দ্যুলোক, অম্বর, নভঃ, নীলিমা, ইথার, খগোল, খলোক, অনন্ত, অভ্র, পুষ্কর, ত্রিদিব, সুরপথ, ক্রন্দসী, দ্যো, আসমান, তারাপথ, নভ, পবনপথ, গগন।

আলো : জ্যোতি, আলোক, আলা, নুর, প্রভা, আভা, দীপ্তি, দীধিতি, ভাস, সুভাস, আভাস, উদ্ভাস, বিভা, দ্যুতি, প্রদীপ্তি, উদ্দীপিত, ভা, রোচিঃ, রুচি, ভাতি, বিদ্যোত, বিভাসা, প্রদ্যোত, নুরানি, রৌশন, রোশন, অগ্নিপ্রভা।

আগুন : অগ্নি, বীতিহোত্র, পাবক, সর্বভুক, বিভাবসু, শিখা, সর্বশুচি, বৈশ্বানর, হুতাশন, কৃষাণু, বায়ুসখা, চিতা, হোমাগ্নি, সপ্তাংশ, চিত্রভানু, কৃপাট, অর্চি, হব্যাশন, বহ্নি।

আশ্চর্য : চমক, অবাক, বিস্ময়, অদ্ভুত, বিস্মিত, হতবাক, বিস্ময়কর

আরম্ভ : সূচনা, প্রারম্ভ, শুরু, অনুবন্ধ, গৌরচন্দ্রিকা, মুখবন্ধ, প্রবর্তনা, সমারম্ভ।

আচমকা : হঠাৎ, চকিতে, সহসা, অকস্মাৎ, অতর্কিতে, আচম্বিতে।

ই - দিয়ে সমার্থক শব্দ

ইতি : খতম, পর্যবসান, অবসান, শেষ, সমাপ্তি, রফা, ছেদ, অন্ত, সাঙ্গ।

ইন্দ্র : বাসব, সুরেশ, অধিপতি, আখণ্ডল, দেবপতি, দেবরাজ, পাকনাশন।

ঈ - দিয়ে সমার্থক শব্দ

ঈর্ষা : রিষ, দ্বেষ, অসূয়া, হিংসা, নিহিংসন, বিদ্বেষ, বিরাগ, অপ্রীতি, বৈরিতা, পরশ্রীকাতরতা, মাৎসর্য, রেষারেষি, অন্তর্দাহ।

ঈক্ষা : দর্শন, ঈক্ষণ, দৃষ্টি, দেখা, অবলোকন, তাকানো, দৃষ্টিপাত, ইঙ্গিত, বীক্ষণ, বীক্ষা, প্রেক্ষণ, প্রেক্ষা, নেহারন।

ঈশ্বর : বিভু, ঈশ, পতিতপাবন, জগন্নাথ, জগবন্ধু, পৃথ্বীশ, অন্তর্যামী, পরেশ, পরমেশ, অমরেশ, আদিনাথ, জগন্ময়, দীনেশ, বিধায়ক, বিধাতৃ, ধাতা, ত্রিদশ, গোসাঁই, পৃথ্বীনাথ, অজর, স্বয়ম্ভূ, গীৰ্বাণ, ভূমা, দিব্যযোনি, নভৌকা, দেবতা।

ঈচ্ছা : কামনা, বাসনা, বাঞ্ছা, অভিপ্রায়, সাধ, প্রার্থনা, অভীপ্সা, এষণা, অভিরুচি।

উ - দিয়ে সমার্থক শব্দ

উজ্জ্বল : দীপ্ত, শোভামান, প্রজ্বলিত, ঝলমলে, দীপ্তিমান, প্রদীপ্ত, ভাস্বর।

উগ্র : কোপন, কর্কশ, ক্রুদ্ধ, প্রখর, রূঢ়, তীক্ষ্ণ, ভয়ানক, অত্যুগ্র, উল্বণ, অশেষ, ভীষণ, প্রাবল্য, উদগ্র।

উচ্ছেদ : উৎপাটন, মূলোৎপাটন, নোদন, স্খালন, উন্মূলন, বিনাশ, উৎমাদ, উৎখাত, সমুচ্ছেদ, সাদন, সমুচ্ছেদন।

উপহার : উপঢৌকন, ভেট, সওগাত, নজরানা, উপায়ন, ডারি, উপহরণ, ডালি ।

উত্তম : শ্রেষ্ঠ, অগ্রণী, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, অত্যুৎকৃষ্ট, অতুল, অতুলনীয়, সেরা।

উপচয় : নিচয়, উন্নতি, পুষ্টি, আধিক্য, সমূহ, সংগ্রহ, শ্রীবৃদ্ধি, উদ্বৃত্তি, প্রাচুর্য।

ঊ - দিয়ে সমার্থক শব্দ

ঊষা : প্রাতঃ, বিভাত, নিশান্ত, কাকভোর, অহনা, ব্রাহ্মমুহূর্ত, বিহান, প্রাহ্ণ, নিশাত্যয়, উষসী, প্রাতকাল, ভোরবেলা, প্রভাত, প্রতুষ্য।

ঊর্ধ্ব : শীর্ষ, চূড়া, উন্নত, শৃঙ্গ, উচ্চ, উপর, উপরিভাগ, উপরিতন, শিখর, শিখা, কূট, ভৃগু, শিয়র, টুঙি ।

ঋ - দিয়ে সমার্থক শব্দ

ঋষভ : বৃষভ, বৃষ, গোনাথ, শঙ্ক, ষাঁড়, সুরভি, শাক্কর, বইল, পুঙ্গব।

ঋষি : মুনি, ত্যাগবতী, নির্বিৎ, যতী, যোগী, সন্ত, সন্ন্যাসী, তাপস, তপস্বী, তপোরতি।

ঋত্বিক : যজি, হোত্রী, হোমক, যাজক, যজ্ঞকর্তা, যাজ্ঞিক, হোমী, অবিন, অগ্ন্যাহিত, সাগ্নিক, যজ্ঞকৃৎ।

এ - দিয়ে সমার্থক শব্দ

একতা : একত্ব, অভেদ, একীভাব, মৈত্রী, সমতা, ঐক্য, সমন্বয়, ঐকাত্ম্য, অবততি, সমভিব্যাহার, মেল, একাত্মতা, সংহতি।

এলোকেশী : এলোকেশ, মুক্তকেশিন, আলুলায়িত কেশী, মুক্তকেশী, এলোচুল, মুক্তবেণী, শিথিল কবরী, অবেণীবদ্ধ কেশ, এলকেশিন।

ঐ - দিয়ে সমার্থক শব্দ

ঐশ্বর্য : সম্পদ, বিত্ত, ধনদৌলত, তোষা, যথাসর্বস্ব, ধনরত্ন, মালিয়ত, মহিমা, বৈভব, প্রতিপত্তি, প্রভুত্ব, বিভব, সম্বল, পুঁজি, সংস্থান, ঋগ্ধি ।

ঐতিহ্য : পরম্পরাগত কথা, পুরুষানুক্রমিক ধারা, কিংবদন্তি, জনশ্রুতি, পরম্পরাগত চিন্তা, বিশ্রুতি, প্রসিদ্ধি, খ্যাতি ।

ঐকান্তিক : একান্ত, প্রগাঢ়, অত্যধিক, আত্যন্তিক, নিবিড়, একনিষ্ঠ, অনন্যচিত্ত, দৃঢ়তা, ঐকাগ্র্য, ঐকার্থ, একার্থিতা, তন্ময়তা, একান্তভাবে।

ও - দিয়ে সমার্থক শব্দ

ওঙ্কর : রোল, রোষ, নির্ঘোষ, হ্রাদ, ওম, ওউম, শব্দব্রহ্ম, প্রণব, ত্র্যক্ষর, নিনাদ, আরাব, রব, স্বর।

ওঁচলা : আর্বজনা, ছাই, ভস্ম, জঞ্জাল, নোংরা, গর্দা, পরিতোস্ম, হাবজা, মল, ইল্লত, অঙ্গার, অবস্কার, গদড়া, ডাবর।

ওজস্বী : তেজস্বী, ঔজসিক, ওজিষ্ঠ, ওজস্বল, পরাক্রান্ত, প্রতাপী উদ্দণ্ড, কূর, প্রতাপান্বিত, তেজীয়ান, তেজিষ্ঠ, মহৌজা।

ওজা : গারুড়িক, জাঙ্গলিক, বিষবৈদ্য, গুণিন, গারুড়ি, বিষচিকিৎসক।

ঔ - দিয়ে সমার্থক শব্দ লিস্ট

ঔচিত্য : সমীচীনতা, ঔচিতী, ন্যায্যতা, উপযুক্ততা, কতর্ব্য জ্ঞান, উপযুক্তি, সামঞ্জস্য, সংগতি, কর্তব্যতা, ন্যায়, ন্যায্যত্ব।

ঔদ্ধত্য : ধৃষ্টতা, বিরুদ্ধাচরণ, দম্ভ, দেমাক, বড়াই, অবিনয়, উগ্রতা, অবাধ্য, বিশ্বাসভঙ্গ, বিদ্রোহ, পরিহার, অশিষ্টতা।

ঔদার্য : দরাজমন, মহত্ত্ব, দাক্ষিণ্য, অনুগ্রহ, উদারতা, তসরিফ, বদান্যতা, মহানুভবতা, ঔন্নত্য, মুক্তমন, উদারচিত্ততা, চিত্তোন্নতি।

আরো পড়তে পারেন

ক - দিয়ে সমার্থক শব্দ

কন্যা : দুহিতা, মেয়ে, দুলালি, তনুজা, দারিকা, পুত্রিকা, তনয়া, বেটি, ঝিয়ারি, পুত্রী, ঝি, নন্দিনী।

কুল :  যুথ, বংশ, জাতি, বর্ণ, সমূহ, শ্রেণি, জাত, গোত্র, গোষ্ঠী, প্রজাতি, জাত্যংশ, গণ।

কলহ : দ্বন্দ্ব, বচসা, বিসংবাদ, ঝগড়াঝাঁটি, কাজিয়া, বাদ, বিবাদ, ঝগড়া।

কবুতর : রেবতক, নোটন, লোটন, পায়রা, প্রাসাদকুক্কুট, পারাবত, কপোত, গেরোবাজ, লক্কা, মুখখি, ফাকতা, নখরায়ুধ, জ্যাকবিন ।

কল্যাণ : হিত, সমৃদ্ধি, মঙ্গল, কুশন, সু, সুখ, শুভ।

কূল : তট, তটভূমি, তীর, কাঁধার, তীরভূমি, তীরভাগা, কূলভূমি, বেলা, বেলাভূমি, সৈকত, কাছাড়, ধার, কূলভূ, পাড়, আড়বি, পুলিন, কচ্ছ, অতট, ডাঙা, আড়া, প্রতীর, চর, তটপথ, তটী, তড়, কিনার, কিনারা, পাটক, মউজি, চড়া, বালুবেলা, বালুকাবেলা, সৈকতপুলিন।

কাক : বায়স, বলিভুক, পরভৃৎ, গৃহবলিভুক, বলিপুষ্ট, অন্যড়ৎ, কাণুক, দাঁড়কাক, বৃক, দ্রোণকাক, দণ্ডকাক, ক্রূররব, কাকাল, কৃষ্ণকাক, পাতিকাক ।

কপাল : ললাট, ভাল, ভাগ্য, অলিক, অদৃষ্ট, নিয়তি, গোধি, রাগ।

কর্ণ : কান, শ্রবণেন্দ্রিয়, শ্রবণ, পথ, শ্রোত্র, শ্রুতিপথ, শব্দগ্রহ, শ্রবণপথ, কর্ণপথ, কর্ণকুহর, শ্রবণবিবর, কর্ণরন্ধ্র, কর্ণকূপ, কর্ণছিদ্র, শ্রবণকুহর।

কোকিল : অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুসখা, মধুস্বর, অন্যভূত, কলঘোষ, বসন্তসখা, বসন্তী, বসন্তদূত, কুহুমন্দ্ৰ, কোয়েলিয়া।

কৌতূহল : উৎসুক্য, উৎকণ্ঠা, প্রবণতা, আগ্রহ, ঝোঁক, ঔৎসুক্য, ব্যাকুলতা।

কড়চা : দিনলিপি, দিনপঞ্জি, রোজনামচা, রোজনামা, জীবনী, ইতিবৃত্ত।

খ - দিয়ে সমার্থক শব্দ

খবর : সমাচার, উদন্ত, বার্তা, তথ্য, বিবরণ, সংবাদ, খোঁজখবর, বৃত্তান্ত, তত্ত্বতালাশ, সন্দেশ।

খ্যাতি : নামযশ, সুখ্যাতি, প্রচার, প্রতিষ্ঠা, প্রখ্যা, যশ, নামডাক, নিরুপাখ্য, সুযশ, সুনাম, খুশনাম, অভিখ্যা।

খাঁটি : আসল, পবিত্র, প্রকৃত, সাচ্চা, আদত, নির্ভেজাল, বিশুদ্ধ, অকৃত্রিম।

গ - দিয়ে সমার্থক শব্দ লিস্ট

গঙ্গা : মন্দাকিনী, হৈমবতী, ভাগীরথী, জাহ্নবী, গঙ্গিকা, পূতোদকা, পূণ্যতোয়া, দিব্যনদী, দেবনদী।

গতি : সৃতি, গম্যতা, সরণ, যাত্রা, চলন, অস্থিতি, জঙ্গমতা, বীতি, ঋতি, সঞ্চলন, জঙ্গমত্ব, ব্যবস্থা, অস্তিরত্বা, চলিষ্ণুতা, উপায় ।

গরু : গো, পয়স্বিনী, গাভী, ধেনু।

গাছ : বৃক্ষ, তরু, পাদপ, দ্রুম, পত্রী, স্কন্ধী, শাখী, রুক, পল্লবী, বিটপী, বিরুদ, অটবী, অগচ্ছ, ভূপদ, অঙ্ঘ্রিপ, অংহ্রিপ, উদ্ভিদ, উদ্ভেদ, মহীরুহ, উর্বীরুহ, ক্ষিতিরুহ, ভূরুহ, মহীজাত, মহাদ্রুম, বনস্পতি, তরুরাজ, তরুবর, দ্রুমরাজ, বৃক্ষশ্রেষ্ঠ, বানস্পতা, নিমুট, পর্ণখণ্ড।

গূঢ় : নিগূঢ়, দুর্বোধ্য, নিভৃত, অজ্ঞাত, গুপ্ত, অপ্রকাশিত, গোপন, সংগুপ্ত, প্ৰচ্ছন্ন।

গণ : দল, শ্রেণি, জনসাধারণ, সমষ্টি, সম্প্রদায়, বৰ্গ, সমূহ।

ঘ - দিয়ে সমার্থক শব্দ

ঘৃণা : বিরাগ, বিদ্বেষ, অবজ্ঞা, অশ্রদ্ধা, বিতৃষ্ণা, লজ্জাবোধ, অপমানবোধ, অতুষ্টি, অপ্রসাদ, বিমর্ষতা, বিরক্তি ।

ঘন : ঘোর, নিবিড়, গাঢ়, গভীর, জমাট, অভ্র, মেঘ, বিগাঢ়, সান্দ্র, সংঘাতী, কেলাসিত, পিণ্ডিত।

ঘর : কোঠা, কামরা, রুম, কক্ষ, কুঠুরি, প্রকোষ্ঠ, কোষ্ঠ, কাটরা, কেবিন, কিউবিকল, খোপ, চেম্বার, খাসকামরা, অ্যাপার্টমেন্ট, হল, হলঘর, ঘুপচি ঘুপসি।

ঘোড়া : অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরগ, সৈন্ধব, মরুদ্রথ, টাঙ্গন, তুরঙ্গম, তুরঙ্গ, কীকট, বামী।

চ - দিয়ে সমার্থক শব্দ

চোখ : আঁখি, চক্ষু, নেত্র, লোচন, নয়ন, নয়না, দর্শনেন্দ্রিয়, আঁখ, অক্ষি।

চাষা : চাষী, কৃষক, কিষাণ, কর্ষক, সৈরন্ধ্র, বায়ক, কাস্তকার, সৈরিক, হলভূৎ, পয়কারী, হলধর।

চূড়া : মুকুট, ভূষণ, টিকি, শ্রেষ্ঠ, শিখর, শৃঙ্গ, প্রধান, ঝুঁটি, শীর্ষ, কূট, টুঙি, শির, শিখণ্ড, শেখর, শিয়র, চুড়ো, উপর, আগা, অগ্র, ঊর্ধ্ব, ডগা।

চন্দ্র : বিধু, সোম, নিশাকর, শশধর, সুধানিধি, রাকেশ, নিশানাথ, ইন্দু, মৃগাঙ্ক, দ্বিজরাজ, কলাধর, সুধাংশু, নিশাকান্ত, রাকা, শীতাংশু, সুধাকর, হিমাংশু, রজনীকান্ত, কৌমুদীপতি, কুমুদপতি, তারানাথ, তারাধিপ, তারাপতি, সিতকর, কলানিধি, কলাভৃৎ, পূর্ণেন্দু, অমা, দর্শ, দ্বিজেন্দ্র, চাঁদ, বালেন্দু, হিমকর, নিশামণি, শশাঙ্ক, চন্দ্রিমা, শশী, রাকাপতি, অম্ভোজ, রজনীকর।

চুল : কেশ, অলক, কচ, কুন্তল, চূলক, শিরোজ, শিরসিজ, মূর্ধজ, চিকুর, কৃশলা।

ছ - দিয়ে সমার্থক শব্দ

ছল : প্রতারণা, ভণিতা, ন্যাকামি, কপটতা, ছলনা, প্রবঞ্চনা, ব্যপদেশ, উপলক্ষ, শঠতা, ধোঁকা, ভান, কৌশল, চাতুরী, ছুতা, ওজর।

ছাত্র : শিক্ষার্থী, শিক্ষানবিশ, অধ্যয়নকারী, পড়ুয়া, শিষ্য, জ্ঞানার্থী, বিদ্যার্থী, অধীতি, চেলা, শাগরেদ, শিষ্যা, বিদ্যার্থিনী, অধ্যেতা।

ছবি : আলেখ্য, প্রতিমূর্তি, কান্তি, শোভা, দীপ্তি, পট, চিত্র, প্রতিকৃতি, নকশা।

ছাঁচ : সাদৃশ্য, প্রতিকৃতি, মডেল, ফর্মা, ধরন, আদল।

জ - দিয়ে সমার্থক শব্দ

জ্যোৎস্না : জোছনা, চন্দ্রালোক, কৌমুদী, চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, চন্দ্রকর, চন্দ্রসুধা, চাঁদনী, কৈরবী, শশীকর, চন্দ্রাংশ, দীপিকা।

জেলখানা : শ্রীঘর, কারা, জেল, কারাগার, বন্দিশালা, কয়েদখানা, হাজতখানা, বন্ধন বৈশ্ম, হরিণবাড়ি, হাবুজ খানা, খোঁয়াড়, পিঁজরা, পিঞ্জর।

জলাশয় : দিঘি, জলা, সরোবর, পুকুর, পুষ্করিণী, জলাধার, হ্রদ, লেক, বাপী, সরস, তটাক, তড়াগ, সরস্বান, পগার, গোষ্পদ, পল্বল।

জল : অম্বু, অপ, উদক, পয়ঃ, ইরা, ইলা, পুষ্কর, তোয়, নীর, সলিল, বারি, সুধা, অম্ভঃ, অর্ণ, প্রাণদ, সরঃ, বারুণ, বর্বূর, সম্বর।

ঝ - দিয়ে সমার্থক শব্দ

ঝড় : তুফান, ঝঞ্ঝা, প্রভঞ্জন, ঝড়ি, বাত্যা, ঝটিকা, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত।

ঝংকার : টংকার, ঝনৎকার, গর্জন, ওর্জন, গুঞ্জন, তারস্বর, অট্টরব।

ঝঞ্ঝাট : বিপত্তি, ফ্যাসাদ, গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, জটিলতা, লেঠা, হাঙ্গামা।

ট - দিয়ে সমার্থক শব্দ

ট্যাক্স : রাজস্ব, তোলা, মাশুল, কর, শুল্ক, খাজনা, টোল, তাহুত, সালিয়ানা, কুত, খিরাজ, তহসিল, মালগুজারি, নগদান।

টনক : জ্ঞান, বোধ, হুঁশ, খেয়াল, চৈতন্য ।

টীকা : টিপ্পনী, ব্যাখ্যা, দ্রষ্টব্য, নোট, ব্যাখ্যান, পাদটীকা, ভাষ্য।

টান : মমতা, আকর্ষণ, আসক্তি, ঝোঁক, মায়া, ভালবাসা, স্নেহ, হাঁপানি, চাহিদা, খরা।

ঠ - দিয়ে সমার্থক শব্দ

ঠাট্টা : তামাশা, পরিহাস, রসিকতা, উপহাস, মশকরা, বিদ্রূপ।

ঠোঁট : অধর, চঞ্চু, ওষ্ঠাধর, ওষ্ঠ, সৃক্কণী, সৃক্ক, সৃক্কণ, কশ, রদচ্ছদ।

ড - দিয়ে সমার্থক শব্দ

ডাক : আহ্বান, বুলি, শব্দ, সম্বোধন, চিৎকার, ধ্বনি, বচন, প্রসিদ্ধি ।

ডাকসাইটে : মান্যবর, বিখ্যাত, প্রতিপত্তিশালী, ভদন্ত, প্রভাবশালী, মান্য ।

ডগা : অগ্রভাগ শীর্ষ, আগা, চূড়া, শিখর, শিখরদেশ।

ঢ - দিয়ে সমার্থক শব্দ

ঢিলা : হালকা, দীর্ঘসূত্রী, আলগা, মন্থর, বিলম্বিত, উদ্যমহীন, শিথিল, অমনোযোগী।

ঢের : যথেষ্ট, বেশি, প্রচুর, অনেক, দেদার, খুব, বহুল, আধিক্য, জান্তি, জেয়াদা, অতিরেক, ভূমিষ্ঠ, প্রভূত।

ঢেউ : তরঙ্গ, ঊর্মি, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, মউজ, উৎকলিক, মহাতরঙ্গ, উল্লোল, মহোর্মি, জলতরঙ্গ, জলকল্লোল।

আরো পড়তে পারেন

ত - দিয়ে সমার্থক শব্দ

তৎকাল : সেকাল, আদিকাল, পুরাকাল, সেযুগ, আদিযুগ, অতীত, ভূতকাল, পূর্বযুগ, প্রাক্কাল, পূর্ব ।

তৃষ্ণা : তৃষা, পিয়াসা, পিপাসা, পিয়াস, আকাঙ্ক্ষা, তেষ্টা, উদন্যা, অনুতর্ষ, তিয়াস, পানেচ্ছা।

তুষার : হিম, হিমানি নীহার, শীতল, বরফ, তুহিন, প্রালেয়, করক, মহদ্বিম, হিমসংহতি, হিমাবদাত।

থ - দিয়ে সমার্থক শব্দ

থকা : হাঁপানো, ক্লান্তি, শ্রান্তি, ক্লিষ্টতা, সাদ, বৈক্লব্য কাতরতা, ক্লেশ, যাতনা, দরদ, অবসাদ, অবসন্নতা।

থই : কূল, আশ্রয়, সীমা, গভীরতা, স্থলভাগ, ঠাঁই।

দ - দিয়ে সমার্থক শব্দ

দেহ : তনু, শরীর, অঙ্গ, কায়া, কলেবর, দেহপিঞ্জর, কন্ধ, বপু, গতর, অঙ্গক, ‌গাত্র, গা, দেহযষ্টি।

দক্ষ : কর্মঠ, পারদর্শী, কামিল, কর্মণ্য, সুনিপুণ, পটু, নিপুণ, গুস্তাদ, কুশলী, ধুরীয়া, দক্ষা, পট্বী, সিদ্ধ, প্রগুণ, ক্ষেত্রজ্ঞ।

দৈন্য : অভাব, হীনতা, দীনতা, দারিদ্র্য, অনুদারতা, কাতরতা, দূরবস্থা, অনটন, মন্যু, আকিঞ্চন, অকুলান, রিক্ততা।

দোকান : পণ্যশালা, পসার, আপনি, বিপণি, পণ্যগৃহ, আপণ।

দীন : দরিদ্র, নিঃস্ব, গরিব, হীন, অসহায়, দুস্থ, করুণ, অর্থহীন, নির্ধন।

দিন : দিবস, সাবন, অহ্ন, চব্বিশ ঘণ্টা, আঁপ্রহর, বার, অষ্টপ্রহর, রোজা, বাসর, দিনযামিনী, নক্তন্দিব, অহোরাত্রি, দিনরজনী, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, অহ।

দৃঢ় : কঠিন, মজবুত, অটল, স্থির, কঠোর, অকম্প, আঁট, বলিষ্ঠ, শক্ত।

দলিল : নথি, কাগজপত্র, দস্তাবেজ, পাট্টা।

ধ - সমার্থক শব্দ লিস্ট

ধবল : সাদা, ধলা, সফেদ, সিত, শ্বেত, শুক্ল, শুভ্র।

ধন : সম্পদ, বিত্ত, অর্থ, বিভব, প্রতিপত্তি, নিধি, ঐশ্বর্য, বৈভব, বিভূতি।

ধৈর্য : ধীরতা, সহন, অপেক্ষা, স্থৈর্য, একাগ্রতা, সহিষ্ণুতা, ঠর, পরামর্শ।

ধর্ম : কর্তব্য, হিতকর, সৎকর্ম, সদাচার, পুণ্যকর্ম, প্রকৃতি, স্বভাব।

ধ্বংস : নাশ, উচ্ছেদ, ক্ষয়, বিনাশ, সংহার, শেষ, প্রলয়, ভস্ম।

ন - দিয়ে সমার্থক শব্দ

নর : লোক, মনুষ্য, পুরুষ, জন, মানব, মানুষ ।

নদী : সরিৎ, গিরি-নিঃস্রাব, ধুনী, কল্লোলিনী, তটিনী, তরঙ্গিণী, শৈবলিনী, নির্ধারিণী, সমুদ্রকান্তা, মন্দাকিনী, অপগা, বারি‍ৎ, দরিয়া, দ্রবন্তী, সমুদ্রবল্লভা, পয়স্বিনী।

নকল : ভেজাল, প্রতিলিপি, অনুকরণ, অনুসরণ।

নারী : রমা, রামা, বামা, অঙ্গনা, কামিনী, তন্বী, শুচিস্মিতা, জনি, কান্তা, ভামিনী, সুস্মিতা, বরনারী, তিলোত্তমা, সীমন্তিনী, বনিতা, জেনানা, বালা, শর্বরী, প্রতীপদর্শিনী, যোষিৎ, যোষিতা, আওরত।

প - দিয়ে সমার্থক শব্দ

পতাকা : কেতন, ধ্বজা, ধ্বজদণ্ড, ঝাণ্ডা, ধ্বজ, কেতু, উচ্চুল, নিশান, বৈজয়ন্তী।

পুত্র : তনয়, ছেলে, তনুজ, দারক, পোতক, দুলাল, আত্মজ, নন্দন, তনূদ্ভব, পুত, মুত, স্বজ।

পত্র : পর্ণ, পাত, পাতা, কিশলয়, চিঠি, ফলক, পল্লব।

পৃথিবী : অখিল, মেদিনী, মহি, ক্ষিতি, পৃথ্বী, উর্বী, বসুন্ধরা, অবনী, অরণী, ভূ, মর্তা, ইলা, ধরিত্রী, ধরণি, বসুমতী, ধরাধাম, ধরাতল, ইরা, ভূলোক, ক্ষিতিজ, অদিতি, নৃলোক, ক্ষৌণী, শ্যামা, বরা, রত্নাবতী, মহাকান্তা সমাগরা।

পাথর : প্রস্তর, পাষান, শিলা, শিল, উপল, অশ্ম, কাঁকর, কঙ্কর, শর্করা।

পাহাড় : পর্বত, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, অগ, মেদিনীধর, শৈল, ক্ষিতিধর, পৃথ্বীধর, অবনীধর, শৃঙ্গধর, গোভৃৎ, গিরি, শিখরী, শৃঙ্গী, সানুমান,ভুভৃৎ, ক্ষিতিভৃৎ, মহীধ্র।

পদ্ম : নলিন, নলিনী, উৎপল, অরবিন্দ, কোকনদ, ইন্দিবর, কঞ্জ, কৈরব, তামরস শ্রীপর্ণ, সরোজ, নীরজ, কুবলয়, রাজীব, পুণ্ডরীক, অম্বুজ, বিস- প্রসূন, বিসজ, মৃণাল, অম্ভোজ, পঙ্কজ, কমল, শতদল, নীলোৎপল, সিতাজ, কুচ্ছ, সরসিজ।

পাখি : পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, দ্বিজা, খেচর, খগ, খচর, খগম, গগনগতি, চিড়িয়া পাকপক্ষী, পাখপাখালি, পত্রী, পত্রগ, অগুজ, শকুন্ত, পধর, পতত্রী, পত্ররথ, পক্ষধর, কণ্ঠাগ্নি, পাক, উৎপত, কাণ্ডচারী, নভৌকা, পক্ষিণী, পাখপাখাল।

ফ - দিয়ে সমার্থক শব্দ

ফুল : পুষ্প, কুসুম, প্রসূন, মুঞ্জরি, পুষ্পক, সুমন, মণীবক।

ব - দিয়ে সমার্থক শব্দ

বধূ : পত্নী, অঙ্গনা, কলত্র, জায়া, স্ত্রী, গিন্নি, দারা, বনিতা, গৃহিণী ভার্যা।

বন্যা : প্লাবন, আপ্লাব, বিপ্লাব, প্লাব, জলপ্লাবন, জলোচ্ছ্বাস, সমপ্লাব, জলস্ফীতি, আপ্লাবন, বান।

বাতাস : পবন, মরুৎ, মারুত, অনিল, বাত, প্রভঞ্জন, জগদ্বল, অগ্নিসখ, নভদ্বান, গন্ধবহ, বহ্নিমিত্র, সমীর, সমীরণ, আশুগ, নভঃশ্বাস ।

বন : অরণ্য, জঙ্গল, বনজঙ্গল, বিপিন, দাব, বনানী, কানন, বনী, অরণ্যানী, অটবী, বনবাদাড়, ঝোপজঙ্গল, ঝোপঝাড়, ঝোপ, জঙ্গলাট, বনভূমি, বনাঞ্চল, বনস্থল, বনস্থলী, কান্তার, গহনবন, গহীনবন, গভীর জঙ্গল, মহাবন, মহারণা, নিবিড়, ঘনজঙ্গল, বনগহন, শ্বাপদসংকুল, অরণ্য, বিজনবন, বিজুবন।

বোন : স্বসা, ভগিনী, ভগ্নী, মহোদরা, জামি, বহিন, সোদরা।

বিদ্যুৎ : দামিনী, ক্ষণপ্রভা সৌদামিনী, চিকুর চপলা, চঞ্চলা, শম্পা তড়িৎ, অচির।

বিদ্বেষ : হিংসা, অসূয়া, ঈর্ষা, বৈরিতা, শত্রুতা, শত্রুতাসাধন।

বসন্ত : ঋতুরাজ, মধুকাল, মদন, কামদেব, হিমান্ত, কুসুমাকার।

ভ - দিয়ে সমার্থক শব্দ

ভ্রমর : অলি, শিলীমুখ, ভ্রমরক, দ্বিরেফ, ভোমরা, ভৃঙ্গ, মধুলেহ।

ভাই : ভ্রাতা, সহোদর, একজ, সোদর, ভায়া, একোদর, সগর্ভ।

ভয় : ত্রাস, আতঙ্ক, শঙ্কা, ডর, ভীতি।

ম - দিয়ে সমার্থক শব্দ

মাতা : জননী, অম্বালা, অম্বিকা, অম্বা, প্রসূতি, জনিকা, মা, প্রজনিকা, মাতৃকা, জনী।

মহাজন : ঋণদ, কর্জদাতা, উত্তমর্ণ, উত্তমর্ণী, ঋণদায়ক, ঋপদ, মালিক।

মেঘ : বলাহক, অম্বুদ, বারিদ, নীরদ, জলদ, পয়োদ, পয়োধর, জীমূত, তোয়দ, পর্জন্য, জলধর, তোয়ধর, অভ্র, ঘন, মাহতাব, সুধাকর, হিমকর, নিশাপতি, কুমুদনাথ, কাদম্বিনী, কুহাব, অবোর, নীরধর, বায়ুবাহ, বিদ্যুত্বান, অম্বুবাহী ।

মৌমাছি : মধুমক্ষিকা, মধুকর, মধুপ, মধুপায়ী, মধুব্রত মধুভৃৎ, মধুলিট, মধুজীব, মধুকৃৎ, মধুলেহ, মধুলিহ, মধুলেহী, আর্ঘা, সুকাণ্ডী, পুষ্পলিহ, মধুজ, মধুত্থ, মক্ষিকামল, পুষ্পকীট, মৌচাক, মধুচক্র, মধুকোষ, মধুচ্ছত্র, মধুজালক, চাক, করণ্ড, অলি, ক্ষৌদ্র, ক্ষৌদ্রজ, ক্ষৌদ্রেয় সিক্থ।

মোরগ : কুক্কুট, অগ্নিচূড়, পেরু, টার্কি, বন মোরগ, বন কুক্কুট, কুক্কটী।

য - দিয়ে সমার্থক শব্দ

যুদ্ধ : আহব, বিগ্রহ, সমর, সমীক, যুঝ, সংখ্য, প্রঘাত, রণ, সম্মর্দ, সংযুগ।

র - দিয়ে সমার্থক শব্দ

রাত্রি : অমা, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, আমসী, নিশীথ, তমা, নিশুতি, ত্রিযামা নক্ত, অসুরা, যামবতী, অন্ধিকা, তামসী, ইন্দুকান্ত।

রাবণ : রাঘবারি, লঙ্কেশ, লঙ্কাপতি, রক্ষকুলপতি, নৈকষের, বৈদেহীহর, দশানন লঙ্কনাথ, দশাস্য, দশগ্রীব, বৈশ্রবণ কর্বুরনাথ, রাঘবরিপু, পৌলাস্ত্য, নিকাষানন্দন

রামচন্দ্র : রাঘব, পৌলাস্ত্যরিপু, দাশরথি, কর্বুররিপু, লঙ্কেশরিপু, রঘুনাথ, রঘুপতি, রঘুবর, সীতাকান্ত, রাবণারি, রাজীবলোচন, জানকীবল্লভ, কৌশল্যেয়।

রাজা : ভূপ, মহীপাল, নৃপ, ক্ষিতীশ, অবনীশ অধিপ, ক্ষৌণীশ, রাজন্য, দণ্ডধর, ক্ষিতিপ, মহীশ, প্রজেশ, নৃপবর, নরেন্দ্র, ভূপার, নরেশ, বিশংপতি, ঔষ্ণীক, নৃপমণি, ভূমিপ, ছত্রপতি, অধিভূ।

ল - দিয়ে সমার্থক শব্দ

লঘু : হালকা, লঘিষ্ঠ, অসান্দ্র, অল্পভার, লঘুভার, পাতলা, ভারহীন, লঘীয়ান ।

লোভ : লালসা, আকঙ্ক্ষা, কাম্যবস্তু, কামনা, লিপ্সা, জিঘৃক্ষা, গৃধ্লুতা, লুব্ধতা।

লগ্ন : তিথি, দণ্ড, সময়, কাল, ক্ষণ, মুহূর্ত, ওয়াক্ত।

লজ্জা : শরম, সংশয়, লাজ, সংকোচ, ব্রীড়া, হায়া, সম্ভ্রম, কুণ্ঠা, মন্দাস্য।

শ - দিয়ে সমার্থক শব্দ

শত্রু : বৈরী, অরি, অরাতি, রিপু, দুশমন, অমিত্র, অবন্ধু, অসুহৃদ, প্রতিপক্ষ, বিরোধ ।

শিখর : অগ্র, শীর্ষ, চূড়া, পর্বতশৃঙ্গ, উপরিভাগ, শীর্ষদেশ।

শূন্য : ফাঁকা, অনস্তিত্ব, আকাশ, রহিত, রিক্ত, বিহীন, খালি ।

শরীর : দেহ, অঙ্গ, গা, গাত্র, বপু, তনু, গতর, কন্ধ, অঙ্গক, বর্ষ্ম, অপঘন, ইন্দ্ৰিয়াতন, দেহভৃৎ, দেহযষ্টি, তনুরুচি, প্রত্যঙ্গ, দেহাংশ, উপাঙ্গ, প্রত্যবয়ব, অঙ্গপ্রত্যঙ্গ, শরীরগ্রন্থি, দেগ্রন্থি, দেহপিঞ্জর।

ষ - দিয়ে সমার্থক শব্দ

ষণ্ডা : গুণ্ডা, বলিষ্ট, বলবান, গোঁয়ার, পালোয়ান, বলিষ্ঠ, কাণ্ডজ্ঞানহীন।

ষণ্ড : ষাঁড়, বলদ, বৃষভ, ঋষভ, শাক্কর, শঙ্ক, অনড্বন, বৃষ, দামড়া, গোনাথ ।

স -দিয়ে সমার্থক শব্দ

সূর্য : আফতাব, মিহির, অর্ক, বালার্ক, ভানু, ভাস্কর, মার্তণ্ড, সবিতা, সূর, হরিদশ্ব, বিভাবসু, প্রভাকর, দিবাকর, আদিত্য, অংশুমান, বিভাকর, দিনেশ, সুতপা, বন্দুকবন্ধু, দিনপতি, তপন, অর্যমা, কিরণমালী, অংশুমালী, সবিতৃ, দিনকর, দিনপতি, দিবানাথ, সূরি, ইতু, সুরজ, ময়ুখমালী, তমোহর, চিত্রভানু, বিবস্বান, পূষণ, দিনমণি, অংশুধর ।

সমুদ্র : রত্নাকর, অম্বুধি, জলধি, বারিধি, উদধি, পয়োধি, অর্ণব, জলনিধি, বারীন্দ্র, পারাবার, বারীশ, নীলাম্বু, অম্বুনিধি, প্রচেতা, মকরালয়, জলনাথ, অম্বুপ, জলদলপতি, অম্বুপতি, অম্ভোধি, অম্বুভৃৎ, অম্বুমান, পয়োনিধি, মহার্ণব, ইরাবান, নদীকান্ত, দ্বীপী, ঊর্মিমালী।

সমূহ : নিচয়, চয়, গণ, রাজি, মালা, বর্গ, বৃন্দ, সমুদয়, পুঞ্জ, নিকর, রাশি, দল, পাল, শ্রেণি, সমস্ত, সকল, পটল।

সাদা : শ্বেত, নির্মল, সিত, বিশদ, অরঞ্জিত, শুচি, শুভ্র।

সিংহ : পশুরাজ, হর্যক্ষ, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, কেশরী, রক্তজিহ্, পশুহিংসক, হরি, দ্বিরদান্তক, মৃগপতি, পারীন্দ্র, কলঙ্কষ, সিংহী।

স্বর্গ : স্বর্গলোক, শত্রুভবন, দেবালয়, সুরলোক, সুরপুর, দ্যু, সুরপুরী, সুরসদ্ম, সুরসভা, দপ্তিক, ধ্রুবলোক, সুরালয়, ত্রিদিব, দ্যুলোক, ইন্দ্রসভা, ঋভুক্ষ, অমরালয়, অমর্ত্যালোক, অমর্ত্যভুবন, দ্যো, অমরা, অমরাবতী, অমরলোক, অমরাধাম, অক্ষয়লোক, অক্ষয়ধাম, দ্যাবাপৃথিবী, সুধর্মা, সুধর্মসভা, স্বরাজ্য, নিত্যধাম, ত্রিদশালয়, ত্রিবিষ্টপ, সুখাধার, আনন্দলোক, দিব্যলোক, দিব্যধাম, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, ইন্দ্ররাজ্য, ইন্দ্রালয়, পুণ্যলোক, অমৃতলোক, ঊর্ধ্বলোক।

স্বর্ণ : কাঞ্চন, কনক, হেম, হিরণ্য, সুবর্ণ, হিরণ, কর্বুর, মহাধাতু।

সাপ : সর্প, ভুজগ, ভুজঙ্গ, উরগ, পন্নগ, কাকোদর, আশীবিষ, ফণী, অহি, বায়ুভূক, দ্বিজিহব, কুণ্ডলী, ফণধর, অকর্ণ, ফণাভৃৎ, কুদম্ভীলস, সর্পী, পবনাশ, উল্লম, কঞ্চুকী, উরঙ্গম, দ্বিরসন, ভুজঙ্গম।

সম্মেলন: সভা, জমায়েত, অধিবেশন, সম্মিলন, সমাবেশ, মিটিং, বৈঠক।

সৎ : সত্য, সাধু, উত্তম, বিদ্বান, নিত্য, শুভ, অস্তিত্বশীল।

সত্ব : মালিকানা, অধিকার, স্বামিত্ব, প্রভুত্ব, অংশিত্ব, মাণিকত্ব।

সত্ত্ব : স্বভাব, সত্তা, অস্তিত্ব, সত্ত্বগুণ, আত্মা, প্রাণ, প্রকৃতি, ত্রিগুণের শ্রেষ্ঠ, পরাক্রম।

222222

হ - দিয়ে সমার্থক শব্দ

হস্ত : ভুজ, হস্তক, পাণি, কর, বাহু, হাত।

হরিণ : সারঙ্গ, কুরঙ্গম সুনয়ন, ঋষ্য, মৃগ, কুরঙ্গ ।

হাতি : করী, দ্বিপ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, নাগ, ঐরাবত, ইরম্মদ, পিল, রদী, মাতঙ্গ, গজ, বৃংগল, নশ, বারণ, রদী, মাকলা, বারণ, কুনতি

হত : নাশিত, নিহত, ব্যাহত, মন্দ, অশুভ, নষ্ট, লুপ্ত।

হীন : অবনত, অধম, নীচ, অক্ষম, অতিবিনীত, ক্ষীণ, নিন্দনীয়, দুর্দশাপন্ন, গরিব।

আমাদের শেষ কথা

আশা করি সমার্থক শব্দ গুলো তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন