class 5 math srijonshil question Chapter 9

পঞ্চম শ্রেণির গণিত বইয়ের নবম অধ্যায়ে শতকরা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিচের class 5 math srijonshil question নামক আর্টিকেলে অধ্যায় ৯ শতকরার প্রশ্ন ও উত্তর প্রদান করা হয়েছে। উক্ত আর্টিকেলে অধ্যায় ৯ শতকরা এর সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত করে প্রশ্নগুলো প্রণয়ন করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা এ প্রশ্নগুলো চর্চার মাধ্যমে পঞ্চম শ্রেণির গণিত নবম অধ্যায় থেকে আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে সক্ষম হয়।

class 5 math srijonshil question
শতকরা

class 5 math srijonshil question Chapter 9

১. সখিপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন । তার মধ্যে ৪০% লোক শিক্ষিত।

ক. গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত ?

খ. গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা কত ?

গ. যদি ৭৫% লোক শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত লোকের সংখ্যা কত?

সমাধান :

ক. ১০০ জনে শিক্ষিত = ৪০ জন

১ জনে শিক্ষিত =  ৪০÷১০০ জন

১২৮০ জনে শিক্ষিত =  (৪০×১২৮০)÷১০০ জন

                                      = ৫১২ জন 

খ. "ক" হতে পাই,

ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা = ৫১২ জন 

ওই গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা = ( ১২৮০-৫১২) জন

                                                                      = ৭৬৮ জন

গ.  ১০০ জনে শিক্ষিত = ৭৫ জন

১ জনে শিক্ষিত = ৭৫÷১০০ জন

১২৮০ জনে শিক্ষিত = (৭৫×১২৮০)÷১০০ জন

                                     = ৯৬০ জন

ওই গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা = ( ১২৮০-৯৬০) জন

                                                                      = ৩২০ জন

২. ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছরে ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো ।

ক. ৮ বছরের মুনাফা কত ?

খ. বার্ষিক মুনাফার হার কত ?

গ. কত বছরের মুনাফা ৩০,০০০ টাকা হবে ?

সমাধান :

ক. ৮ বছরের মুনাফা = (৯৮,০০০-৫০,০০০) টাকা

                                      = ৪৮,০০০ টাকা

খ. দেওয়া আছে,

আসল = ৫০,০০০ টাকা

সময় = ৮ বছর

"ক" হতে পাই,

 মুনাফা = ৪৮,০০০ টাকা

আমরা জানি,

মুনাফার হার = (মুনাফা ×১০০)÷(আসল×সময়)

                          = (৪৮০০০ × ১০০)÷(৫০,০০০×৮)

                          = ১২%

গ. দেওয়া আছে,

আসল = ৫০,০০০ টাকা

মুনাফা = ৩০,০০০ টাকা

"খ" হতে পাই,

মুনাফার হার = ১২%

আমরা জানি,

সময় = (মুনাফা ×১০০)÷(আসল×মুনাফার হার)

           = (৩০,০০০×১০০)÷(৫০,০০০×১২)

            = ৫ বছর

৩. একজন বিক্রেতা ৪০% লাভে ৬৩০০ টাকায় একটি ঘড়ি বিক্রয় করলেন।

ক. ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য কত ?

খ. ঘড়িটির ক্রয়মূল্য কত?

গ. বিক্রেতা কত টাকা লাভ করলেন ?

সমাধান :

ক. বিক্রেতা ৪০% লাভে ঘড়িটি বিক্রি করেন

ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০+৪০) টাকা

                                                                                = ১৪০ টাকা

খ. বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য = (১০০÷১৪০) টাকা

বিক্রয়মূল্য ৬৩০০ টাকা হলে ক্রয় মূল্য = (১০০×৬৩০০)÷১৪০ টাকা

                                                                        = ৪৫০০ টাকা

ঘড়িটির ক্রয় মূল্য = ৪৫০০ টাকা

গ. "খ" হতে পাই,

ঘড়িটির ক্রয় মূল্য = ৪৫০০ টাকা

  বিক্রেতা লাভ করে = (৬৩০০-৪৫০০) টাকা

                                       = ১৮০০ টাকা

৪. জিয়ান ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%।

ক. জিয়ান এক বছরে কত টাকা মুনাফা দিবে ?

খ. জিয়ান ৩ বছর পর কত টাকা পরিশোধ করবে ?

গ. কত বছরের মুনাফা ৬০০ টাকা হবে ?

সমাধান :

ক. দেওয়া আছে,

আসল = ২০০০ টাকা

মুনাফার হার = ৬% 

সময় = ১ বছর

আমরা জানি,

মুনাফা = (আসল×সময়× মুনাফার হার)÷১০০ 

              = (২০০০×১×৬)÷১০০ 

             = ১২০ টাকা

খ. "ক" হতে পাই,

১ বছরের মুনাফা = ১২০ টাকা

৩ বছরের মুনাফা = (১২০×৩) টাকা

                                    = ৩৬০ টাকা

  ৩ বছর পর জিয়ানকে পরিশোধ করতে হবে = (২০০০+৩৬০) টাকা

                                                                                    = ২৩৬০ টাকা

গ. দেওয়া আছে,

মুনাফা = ৬০০ টাকা

আসল = ২০০০ টাকা

মুনাফার হার = ৬% 

আমরা জানি,

সময় = (মুনাফা ×১০০)÷(আসল×মুনাফার হার)

           = (৬০০×১০০)÷(২০০০×৬)

            = ৫ বছর

৫. রবিবার কোনো বিদ্যালয়ে ৮০০ জন শিক্ষার্থীর ৩০% জন অনুপস্থিত ছিলেন।

ক. ঐ দিন কত জন শিক্ষার্থী উপস্থিত ছিল ?

খ. যদি ৭৫% শিক্ষার্থী উপস্থিত থাকে তাহলে অনুপস্থিত শিক্ষার্থী কত ছিল ।

গ. যদি শিক্ষার্থীদের ৫৬% মেয়ে হয় তাহলে ছেলের সংখ্যা কত ?

সমাধান :

ক. ১০০ জনে অনুপস্থিত ছিল = ৩০ জন

১ জনে অনুপস্থিত ছিল = ৩০÷১০০ জন

৮০০ জনে অনুপস্থিত ছিল = (৩০×৮০০)÷১০০ জন

                                                  = ২৪০ জন

ঐ দিন শিক্ষার্থী উপস্থিত ছিল = (৮০০-২৪০) জন

                                                            = ৫৬০ জন

খ. ১০০ জনে উপস্থিত = ৭৫ জন

১ জনে উপস্থিত =৭৫÷১০০ জন

৮০ জনে উপস্তিত = (৭৫×৮০০)÷১০০ জন

                                      = ৬০০ জন

অনুপস্থিত শিক্ষার্থী ছিল = (৮০০-৬০০) জন

                                               = ২০০ জন

গ. ১০০ জনে মেয়ে = ৫৬ জন

১ জনে মেয়ে = (৫৬÷১০০) জন

৮০ জনে মেয়ে = (৫৬×৮০০)÷১০০ জন

                            = ৪৪৮ জন

ছেলে = (৮০০-৪৪৮) জন

               = ৩৫২ জন

আশা করি আর্টিকেলটির মাধ্যমে class 5 math srijonshil question তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে। আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে জিঙ্গাসা করতে পারেন। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে।

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন