অষ্টম শ্রেণির জ্যামিতি ১০০% কমন সম্পাদ্য সৃজনশীল

অষ্টম শ্রেণির জ্যামিতি থেকে যে কোনো পরীক্ষায় ৩টি প্রশ্ন থাকে তার মধ্যে ২টি উপপাদ্য এবং ১টি সম্পাদ্য । জ্যামিতি থেকে ৩টি প্রশ্নের মধ্যে ২টি প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক । এ আর্টিকেলে অষ্টম শ্রেণির জ্যামিতি অংশে থাকা সকল সম্পাদ্য বিশ্লেষণ করে অষ্টম শ্রেণির সকল সম্পাদ্য ধারাবাহিক ভাবে তুলো ধরা হয়েছে ।

অষ্টম শ্রেণির জ্যামিতি
অষ্টম শ্রেণির জ্যামিতি 

এছাড়াও বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসা প্রশ্ন এবং বিগত সালের জে.এস.সি পরীক্ষায় আসা প্রশ্ন বিশ্লেষণ করে সম্পাদ্য সৃজনশীল প্রশ্নগুলো প্রণয়ন করা হয়েছে । যাতে অষ্টম শ্রেণির জ্যামিতি সম্পাদ্য অংশের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত রয়েছে । এর ফলে উক্ত সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করলে শিক্ষার্থীরা যে কোনো পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে ।

অষ্টম শ্রেণির জ্যামিতি

১. পেন্সিল কম্পাসের সাহায্যে ৩০°, ৪৫°, ৬০°, ৭৫°, ৯০°, ১০৫°, ১২০° ইত্যাদি কোণ অঙ্কন।

২. চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে ।

৩. চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে ।

৪. চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে ।

৫. চতুর্ভুজের তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে।

৬. চতুর্ভুজের দুইটি বাহু ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে ।

৭. বর্গের একটি বাহু দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে ।

৮. বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে ।

৯. বর্গের কর্ণ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে ।

১০. সামান্তরিকের দুইটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে ।

১১. সামান্তরিকের একটি বাহু ও দুউটি কর্ণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে ।

১২. সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে ।

১৩. রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে ।

১৪. রম্বসের একটি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে ।

১৫. রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে ।

১৬. আয়তের দুইটি বাহু দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে ।

১৭. আয়তের কর্ণ ও ১টি বাহু দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে ।

১৮. ট্রাপিজিয়ামের দুইটি বাহু ও দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে ।

আরো পড়তে পারেন

অষ্টম শ্রেণির জ্যামিতি সম্পাদ্য অংশের সৃজনশীল

১. একটি সামান্তরিকের দুইটি বাহু a = 6 cm, b = 5, এবং এদের অন্তর্ভুক্ত কোণ ∠x = 75°

ক. প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ কর । কোণ পেন্সিল কম্পাস ব্যবহার করে আঁকতে হবে ।

খ. সামান্তরিকটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. a ও b যথাক্রমে রম্বসের একটি কর্ণ ও একটি বাহু ধরে রম্বসটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

২. ABCD চতুর্ভুজের দুইটি কর্ণ AC ও BD, O বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন OA = 4.6 cm, OB = 6.1 cm, OC = 3.9 cm, OD = 4.6 cm এবং ∠AOB = 110°

ক. আয়তক্ষেত্র কাকে বলে ?

খ. চতুর্ভুজটি আঁক ।  ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. একটি রম্বসের দুইটি কর্ণ যথাক্রমে 4 cm ও 5.2 cm রম্বসটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৩. a = 5 cm, b = 7 cm এবং ∠x = 60°

ক. a কে কর্ণ ধরে একটি বর্গ আঁক ।

খ. a ও b সামান্তরিকের দুইটি কর্ণ এবং ∠x কোণ হলে সামান্তরিকটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. একটি আয়ত আঁক যার দুটি বাহু a ও b । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৪. a = 5 cm, b = 4 cm, ∠x = 80°, ∠y = 85° এবং ∠z = 110°

ক. পেন্সিল কম্পাস ব্যবহার করে 45° কোণ আঁক ।

খ. প্রদত্ত তথ্য ব্যবহার করে চতুর্ভুজ আঁঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. কোনো রম্বসের একটি কোণ x এবং একটি বাহু a হলে রম্বসটি আঁক ।  ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৫. a = 5 cm, b = 7 এবং c = 8

ক. সামান্তরিক কাকে বলে ?

খ. b, c সামান্তরিকের কর্ণ ও a বাহু হলে সামান্তরিকটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. একটি বর্গ আঁক যার পরিসীমা a+b এর সমান । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৬. একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a = 5 cm, b = 4 cm, c = 4.5 cm, এবং দুটি কর্ণ d = 6 cm, e = 7 cm, এবং ∠x = 105°

ক. পেন্সিল ও কম্পাস ব্যবহার করে ∠x কোণ আঁক ।

খ. প্রদত্ত তথ্য ব্যবহার করে চতুর্ভুজ আঁঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

খ. চতুর্ভুজের চারটি বাহু a, b, c, d এবং x  কোণ হলে চতুর্ভুজটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৭. একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 4, 3 এবং দুইটি কোণ 60° ও 75°

ক. পেন্সিল কম্পাস ব্যবহার করে 60° ও 75° কোণ আঁক ।

খ. প্রদত্ত তথ্য ব্যবহার করে চতুর্ভুজ আঁঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

গ. চতুর্ভুজের ৩ বাহুর সমষ্টি একটি রম্বসের পরিসীমা ও একটি কোণ 75° হলে রম্বসটি আঁক । ( অঙ্কনের বিবরণ আবশ্যক )

৮. একটি নির্দিষ্ট রেখাংশ a =6 cm, b = 4.5 cm এবং দুইটি কোণ ∠x = 75° ও ∠y = 85°

ক. পেন্সিল কম্পাস ব্যবহার করে ∠x আঁক ।

খ. রেখাংশ দুইটি সন্নিহি বাহু বিবেচনা করে একটি আয়ত আঁক । ( অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক )

গ. a ও b কে সামান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুইটিকে a  বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়াম আঁক । ( অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক )

আশা করি আর্টিকেলটির মাধ্যমে অষ্টম শ্রেণির জ্যামিতি সম্পাদ্য সৃজনশীল  তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন