ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

 ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়
ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

হায় বন্ধু,
আপনি নিশ্চই ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করার উপায়গুলো সন্ধান করছেন। আপনারা নিশ্চই জানেন অন্বেষা.নেট কখনো তার পাঠককে অসম্পূর্ণ বা ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে না । তাই সব সময়ের মতো এবারো অন্বেষা.নেট ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করার ১০০% প্রমাণিত উপায়গুলো  নিয়ে তার পাঠকের সামনে হাজির হয়েছে । তো কথা না বাড়িয়ে চলুন ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করার উপায় গুলো জেনে নেওয়া যাক
ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করার অনেকগুলো উপায় রয়েছে তবে তার মধ্য থেকে শ্রেষ্ঠ কয়েকটি নিয়ে আমাদের আজকের আয়োজন

১. ভিডিও  URL এ www. এরপর SS লিখে 

  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিটারের ব্রাউজারে (www.youtube.com) ইউটিউব-এর ওয়েব সাইটে প্রবেশ করুন । তারপর আপনার কাঙ্ক্ষিত (যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান) ভিডিওটি OPEN করুণ ।
  • এখন আপনার Web Browser এর Address bar এ সেই ভিডিওটির URL Address দেখতে পাবেন ।
  • ভিডিওটির URL Address এ WWW. এরপর SS লিখে কম্পিউটারে এন্টার, মোবাইলে GO বা OK চাপুন । ভালো করে বুঝার জন্য নিচের চিত্রটি খেয়াল করুন
এবার Savefrom.net নামক একটি পেজ আসবে । পেজটির মাঝখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির Quality format Option  সহ ভিডিওটি ওপেন হবে । সেখান থেকে ভিডিও-এর Quality বাচাই করে ভিডিওটি ডাউনলোড করুন । ভালো করে বুঝার জন্য নিচের চিত্রটি খেয়াল করুন
ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

আরো পড়তে পারেন

২.ভিডিও  URL এ  www. এরপর vd লিখে 

উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করে ভিডিওটির URL Address এ WWW. এরপর vd লিখে কম্পিউটারে এন্টার,মোবাইলে GO বা OK চাপুন ।ভালো করে বুঝার জন্য নিচের চিত্রটি খেয়াল করুন
ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়
এবার VDYOUTUBE নামক একটি পেজ আসবে । পেজটির মাঝখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির Quality format Option  সহ ভিডিওটি ওপেন হবে । সেখান থেকে ভিডিও-এর Quality বাচাই করে ভিডিওটি ডাউনলোড করুন ।

৩. www.y2mate.com ওয়েব সাইটের মাধ্যমে ডাউনলোড

১ম স্টেপ Copy YouTube video URL

এ পদ্ধতিটি ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করা আমার সবচেয়ে পছন্দের পদ্ধতি । এ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ইউটিউব-এ আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক কপি করতে হবে । YouTube video URL কপি করার দুটি পদ্ধতি রয়েছে । এখন দেখাবো YouTube video URL কপি করার ১ম পদ্ধতি

YouTube video URL কপি করার ১ম পদ্ধতি 

  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিটারের ব্রাউজার বা ইউটিউব এপস এর মাধ্যমে ইউটিউবে প্রবেশ করুণ ।  তারপর আপনার কাঙ্ক্ষিত (যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান) ভিডিওটি OPEN করুণ ।
  • এখন আপনার OPEN করা ভিডিও-এর নিচে দেখবেন শেয়ার/SHARE করার Option আসবে ।
  •  ভিডিও শেয়ার/SHARE করার Option এ প্রবেশ করুন । ভালো করে বুঝার জন্য নিচের চিত্রটি খেয়াল করুন
ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

  • SHARE করার Option এ প্রবেশ করার পর একটি পেজ OPEN হবে সেখান থেকে ভিডিওটির লিংক কপি করে নিন ।  ভালো করে বুঝার জন্য নিচের চিত্রটি খেয়াল করুন

ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়


নতুন ব্লগারদের জন্য অন্বেষা.নেট এর আয়োজন

YouTube video URL কপি করার ২য় পদ্ধতি

 আমি আগেই বলেছি YouTube video URL কপি করার দুটি পদ্ধতি রয়েছে  এখন ২য় পদ্ধতিটি সম্পর্কে আপনাদের কে বলবো। তো চলুন লিংক কপি করার দ্বিতীয় পদ্ধতিটি সম্পর্কে জেনে আসি
  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিটারের ব্রাউজারে (www.youtube.com) ইউটিউব-এর ওয়েব সাইটে প্রবেশ করুন । তারপর আপনার কাঙ্ক্ষিত (যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান) ভিডিওটি OPEN করুণ ।
  • এখন আপনার Web Browser এর Address bar এ সেই ভিডিওটির URL Address দেখতে পাবেন ।

  • নিচের চিত্রে দেখানো মতো করে Web Browser এর Address bar থেকে ভিডিওটির URL Address  মার্ক করে কপি করে নিন

ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

২য় স্টেপ go to y2mate website 

  • YouTube video URL কপি করা হয়ে গেলে এবার আপনার মোবাইল বা কম্পিউটারে Web Browser এর  Address bar এ www.y2mate.com লিখে সার্চ করুণ ।  এবার নতুন একটি পেজ ওপেন হবে সেখানে চিত্রের মতো দেখানো বক্সে আপনার কপি করা লিংকটি পেস্ট করে START অংশে টাচ/ক্লিক করুন

ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়

  • সব ঠিক মতো করলে এবার আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির Quality format Option  সহ ভিডিওটি ওপেন হবে । সেখান থেকে ভিডিও-এর Quality বাচাই করে ভিডিওটি ডাউনলোড করুন ।
y2mate.com ছাড়াও আরো অনেকগুলো ওয়েব সাইট রয়েছে যেগুলোতে YouTube থেকে উপরের পদ্ধতি অনুসরণ করে ভিডিও ডাউনলোড করা যায় । তার মধ্যে আপনাদের জন্য শ্রেষ্ঠ কয়েকটি ওয়েব সাইটের ঠিকানা নিচে দেওয়া হলো
উপরের পদ্ধিতে গুলো ছাড়াও মোবাইলে vidmate বা Tubemate নামক সফটওয়্যার এর মাধ্যমে Youtube হতে ভিডিও ডাউনলোড করা যায় । এসকল সফটওয়্যার মোবাইলে ইনস্টেল না করাই ভালো । কারণ এসকল সফটওয়্যার এর কারণে আপনার মোবাইলে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন পপ আপ এড চলে আসবে । যা খুবই বিরক্তিকর । 
তবে কম্পিউটার ব্যাবহারকারী বন্ধুরা চাইলে নিচে দেওয়া দুটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টেল করে যেকোন ভিডিও সাইট থেকে ভিডিওর লিংক কপি করে সফটওয়্যারদুটির মাধ্যমে সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন
বন্ধুরা আজ এ পর্যন্তই আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিও ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায় ।

আরো পড়তে পারো
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন