Sequence of tense in bangla

ইংরেজি শেখার জন্য সবচেয়ে জরুরি হলো tense সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা। এর আগের আর্টিকেলে আমরা সহজ পদ্ধতিতে tense এর গঠন প্রণালি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই আর্টিকেলে sequence of tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও অফলাইনে অনুশীলন করার জন্য sequence of tense pdf দেওয়া হয়েছে।

Sequence of tense in bangla
Sequence of tense in bangla

sequence of tense কাকে বলে

Sequence of tense অর্থ হলো Tense-এর ‘ক্রম’। অর্থ্যাৎ, যে সব নিয়ম দ্বারা subordinate clause-এর tense-এর রূপ নির্নয় করা হয় তাকে Sequence of tense বলে ।

sequence of tense rules

নিম্নে sequence of tense rules সঠিকভাবে ব্যাখ্যা করা হলো

Rule-1 : যদি Principal clause-এর verb present বা future tense-এ থাকে তবে Subordinate clause-এর verb যে কোনো Tense-এ হতে পারে। যেমন:

i. He says that he will go.

ii. He says that he killed a snake.

iii. He will say that he will marry a handsome girl.

iv. She says that she is cooking rice.

Rule-2 : Principal clause-এর verb past tense-এ থাকলে subordinate clause-এর verb past tense-এ হয়ে থাকে । যেমন:

i. He said that he did the work.

ii. The man said that he had bought a car.

iii. She remarked that she would not mix with bad boy.

Rule-3 : কিন্তু Principal clause-এর verb যদি past tense এবং subordinate clause-টিতে যদি universal truth বা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য প্রকাশ পায় তবে সেই subordinate clause-এর verb-টি present tense-এ হবে। যেমন:

i. The teacher said that honesty is the best policy.

ii. My grandfather said that birds of a same feather flock together.

Rule 4: Principal clause-এ past tense থাকা সত্ত্বেও যদি subordinate clause-এ could/ might/would/ought to ইত্যাদি থাকে, তবে তাদের পর মূল verb present form-এ থাকবে । যেমন:

i. He said that he would go home.

ii. Ria said that he ought to look after his grandfather.

iii. I knew when he used to read newspaper.

Rule-5: Subordinate clause টি যদি adjective- এর ন্যায় কাজ করে তবে principal clause-এর verb যে কোনো tense- এ হওয়া সত্ত্বেও subordinate clause-এর verb যে কোনো tense-এ হতে পারে। যেমন:

i. This is the school where I lived.

ii. That was the girl whom I love still now.

Rule-6 : Subordinate clause-এ যদি তুলনামুলক কিছু ব্যক্ত হয়, তবে principal clause-এর verb যে কোনো tense হওয়ার সাথে সাথে subordinate clause-এর verb ও যে কোনো tense-এ হতে পারে। যেমন:

i. She is as beautiful as her mother was.

ii. My mother loves me more than she loved my elder brother.

iii. I know it better than you knew.

আরো পড়তে পারেন

Rule-7 : It is high time দ্বারা principal clause শুরু হলে subordinate clause-টি অবশ্যই past tense-এ হয়। যেমন:

i. It is high time we made love.

ii. It is high time she went home.

Rule-8: If যুক্ত বাক্যের principal clause-টি future tense-এ হলে subordinate clause-টি present tense, principal clause-এ would + মূল verb থাকলে subordinate clause-টি past tense এবং principal clause-এ would/might/could+ have + p.p হলে subordinate clause-টি past perfect হবে। যেমন:

i. If you come, I will go.

ii. If you had come, I would have gone.

ii. If you came, I would go.

Rule-9: As if ও As though যুক্ত বাক্যের principal clause-টি present tense হলে subordinate clause- টি অবশ্যই past tense-এ হবে। Be verb-এর ক্ষেত্রে person নির্বিশেষে were বসবে। যেমন:

i. He walks as if he were a leader.

ii. The man speaks as if he went mad.

আবার, As if/As though-যুক্ত বাক্যের ক্ষেত্রে principal clause-টি past indefinite হলে subordinate clause-টি past perfect -হবে। He spoke as though I had not spoken.

Rule-10: Principal clause- এ I wish/I fancy থাকলে subordinate clause-টি অবশ্যই past tense-এ হবে। যেমন:

i. I wish I were your lover.

ii. I wish I became an M.P.

Rule-11: Sentence- এ lest থাকলে principal clause-এ যে কোনো tense থাকুক না কেন subordinate clause-এ should + মূল verb বসে। যেমন:

i. Walk fast lest you should miss the train.

ii. We hurried lest we should fail to go there in time.

Rule-12: Since যুক্ত বাক্যের principal clause-টি present tense (indefinite বা perfect) হলে subordinate clause-টির verb past tense-এ হবে। আবার principal clause-টি past tense থাকলে subordinate clause-টি Past perfect হবে। যেমন:

i. It is five days since he came here.

ii. It was five days since he had gone there.

sequence of tense exercise

1. I fancy I (turn) pale.

2. It is high time they (make) a beautiful garden.

3. Rajon told me that he (go) next day.

4. He went to the town where you (live).

5. He asked me if I (help) him.

6. She says that she (love) me.

7. The leader talked as if he (become) an M.P. 

8. The teacher said that the earth (move) round the sun.

9. They wished that Allah (may) bless me.

10. You will say that you (be) ill.

sequence of tense pdf

আমাদের শেষ কথা

আশা করি Sequence of tense in bangla সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন