গুরুত্বপূর্ণ সকল বিপরীত শব্দ

ভাষার গাঁথুনি মজবুত, প্রকাশ ক্ষমতা বাড়ানো ও শব্দভান্ডার সমৃদ্ধিতে বিপরীত শব্দের ভূমিকা যথেষ্ট সহায়ক। বিপরীত শব্দ শব্দজ্ঞানের গভীরতা প্রকাশ করে ও ভাষাকে বিশেষভাবে সমৃদ্ধ করে। এতে শব্দের যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা লাভ জন্মে। সম্পূর্ণ বিপরীতধর্মী মনোভাব প্রকাশ, ভাষার শ্রুতিমাধুর্য এবং শৌকর্যবর্ধনে বিপরীত শব্দ সহায়ক ভূমিকা পালন করে। বাক্য গঠনে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। বিপরীত শব্দ ভাবপ্রকাশের অনুকূল  হওয়ায় ভাষাশৈলী সহজতর হয়।
নিচের আর্টিকেলে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বিপরীত শব্দ গুলো দেওয়া হয়েছে যা এসকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
বিপরীত শব্দ
বিপরীত শব্দ

বিপরীত শব্দ কি

কোনে শব্দের বিপরীত অর্থবোধক শব্দকে সে শব্দের বিপরীত শব্দ বলে। 

বিপরীত শব্দ গঠনে লক্ষণীয় বিষয়

১. শব্দের গঠনগত ও শ্রেনিগত সমতা বজায় রাখা।
২. সংস্কৃত অর্থ্যাৎ তৎসম শব্দের বিপরীত একই শ্রেণির শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা।
৩. আনুরূপভাবে তদ্ভব শব্দের বিপরীত তদ্ভব, দেশি শব্দের বিপরীত দেশি শব্দ ও বিদেশি শব্দের বিপরীত বিদেশি শব্দ ব্যবহার করা।
৪. মূল শব্দ এবং বিপরীত শব্দের লিঙ্গ একই রকম হবে।
৫. মূল শব্দটি যে কারক ও পদ নির্দেশ করে বিপরীত শব্দেও তা অধিকাংশ ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করা

অ,আ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অপ্রতিভ সপ্রতিভ অলস পরীশ্রমী
অনুলোম প্রতিলোম অগ্রিম বকেয়া
অনুরক্ত বিরক্ত অব্যক্ত, গুপ্ত ব্যক্ত
অণু বৃহৎ অপমান মান
অনির্বাণ নির্বাণ অহংকারী নিরহংকারী, বিনয়ী
অধিত্যকা উপত্যকা অশান্তি প্রশান্তি
অন্তরঙ্গ বহিরঙ্গ অভিমানী নিরভিমান
অশন অনশন অদৃশ্য দৃশ্যমান
অবনত উন্নত অমৃত বিষ/গরল
অনুজ অগ্রজ অমর মরণশীল
অনুরাগ বিরাগ অপরাধী নিরপরাধ
অনাবশ্যক আবশ্যক অর্পণ প্রত্যার্পণ/গ্রহণ
অবকাশ অনবকাশ অজ্ঞান সজ্ঞান
অভিপ্রেত অনভিপ্রেত অপযশ/কলঙ্ক যশ
অভ্যস্ত অনভ্যস অন্বয়ী অনন্বয়ী
অসীম সসীম অতিবৃষ্টি অনাবৃষ্টি
অপচয় উপচয় অর্জন বর্জন
অন্ধ চক্ষুষ্মান অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়
অজিত জিত অর্থী প্রত্যর্থী
অক্ষাংশ দ্রাঘিমাংশ অসুর সুর
অনির্বাণ নির্বাণ অনাত্মীয় আত্মীয়
আঁঠি শাঁস আবদ্ধ মুক্ত
আকস্মিক চিরন্তন/স্থায়ী আসামী ফরিয়াদি
আহূত অনাহূত আদৃত অনাদৃত
আস্তৃত অনাস্তৃত আবিল আনাবিল
আসক্তি নিরাসক্তি আপ্যায়ন প্রত্যাখ্যান
আরদ্ধ অনারদ্ধ আবহন বিসর্জন
আকুঞ্চন প্রসারণ আকর্ষণ বিকর্ষণ
আবদ্ধ মুক্ত আগম নির্গম
আগ্রহ উপেক্ষা আসক্ত নিরাসক্ত
আদিষ্ট নিষিদ্ধ আগমন নির্গমন
আর্য অনার্য আয়ত্ত অনায়ত্ত
আবৃত আনাবৃত,উন্মক্ত আবদ্ধ মুক্ত

ই, ঈ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ইতিবাচক নেতিবাচক ইদানীন্তন তদানীন্তন
ইতি শুরু ইন্দ্রিয় অতীন্দ্রিয়
ইহলোকিক পারলৌকিক ইতর ভদ্র
ঈর্ষা প্রীতি ঈপ্সা অনীপ্সা
ঈহা অনীহা ঈষৎ অধিক/প্রচুর
ঈপ্সিত অনীপ্সিত ঈদৃশ তাদৃশ



উ, ঊ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
উক্ত অনুক্ত উদ্ধার হরণ
উৎপত্তি বিনাশ উজাড় ভরপুর
উজান ভাটি উৎকর্ষ অপকর্ষ
উৎকৃষ্ট অপকৃষ্ট উপসর্গ অনুসর্গ
উত্তরণ অবতরণ উদার সংকীর্ণ
উচাটন প্রশান্ত উত্তমর্ণ অধমর্ণ
উঠতি পড়তি উপরোধ অনুরোধ
উপগত অপগত উহ্য স্পষ্ট
উদয় অস্ত উতরানো তলানো
উদ্বৃত্ত ঘাটতি উদ্ধত বিনীত
উৎসুক অনাগ্রহ উত্থিত পতিত
উৎসাহী নিরুৎসাহ ঊষর উর্বর
উষা সন্ধ্যা ঊর্ধ্ব অধঃ/নিম্ন
উত্তল অবতল উষ্ণ শীতল
উদ্বিগ্ন নিরুদ্বিগ্ন উত্তরায়ন দক্ষিণায়ন

এ,ঐ, ও,ঔ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
এঁড়ে বকনা ঋজু বক্র
ঐহিক পারত্রিক ঐচ্ছিক আবশ্যিক
ঐশ্বর্য দারিদ্র্য ঐক্যমত্য মতভেদ
ঔদ্ধত্য বিনয় ঔদার্য কার্পণ্য/অনৌদার্য
আরো পড়তে পারেন
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
করুষ পুণ্য কষ্টলব্ধ মাগনা
কৃপণ বাদন্য কোমল কর্কশ
কৃশ স্থূল কৃষ্ণ শুভ্র
কদাচিৎ সচরাচর কুৎসা প্রশংসা
কুলীন অন্ত্যজ কড়ি কোমল
কর্কশ শ্রুতিমধুর কেলেঙ্কারি সুনাম
কৃতঘ্ন কৃতজ্ঞ কৃশাঙ্গী স্থূলাঙ্গী
কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ কেন্দ্রাভিগ কেন্দ্রাতিগ
ক্রোধ প্রীতি কুঞ্চন প্রসারণ
কৌতূহলী নিস্পৃহ কচি ঝুনা/পাকা
কাপুরুষ বীরপুরষ ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু
ক্ষমা শাস্তি ক্ষুণ্ণ প্রসন্ন
ক্ষিপ্র মন্থর ক্ষিপ্ত শান্ত/প্রকৃতিস্থ
ক্ষনস্থায়ী দীর্ঘস্থায়ী ক্ষীয়মাণ বর্ধমান
ক্ষয় বৃদ্ধি খাতক মহাজন

খ গ,ঘ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
খল সরল খিড়কি সিংহদ্বার
খেদ আহ্লাদ খুচরা পাইকারি
খাটুনি আলসেমি গুপ্ত ব্যাপ্ত/প্রকাশিত
গাম্ভীর্য চাপল্য গুরু লঘু
গৌরব লাঘব গ্রহীতা দাতা
গরল অমৃত গরিমা লঘিমা
গৃহী সন্ন্যাসী/যাযাবর গতি স্থিতি, স্থির
গেঁয়ো শহুরে গুরু শিষ্য
গৃহীত বর্জিত গরিষ্ঠ লঘিষ্ঠ
গম্ভীর চপল/সহাস্য গণ্য নগণ্য
ঘুমন্ত জাগ্রত ঘৃণিত সমাদৃত
ঘাতক পালক চোর, তস্কর সাধু

চ, ছ, জ, ঝ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
চঞ্চল অবিচল চটুল গম্ভীর
চিন্ময় মৃন্ময়/অচেতন চেতন জড়
চিরায়ত সাময়িক চরিত্রবান চরিত্রহীন
ছেঁড়া আস্ত জরা যৌবন
জাগ্রত সুপ্ত জনাকীর্ণ জনবিরল/নির্জন
জলচর স্থলচর জ্ঞানী মূর্খ
জ্বলন নির্বাপণ জরিমানা বকশিশ
জাগরণ তন্দ্রা জ্ঞেয় অজ্ঞেয়
জ্যোৎস্না অন্ধকার ঝি বেটা, চাকর
ঝানু অপটু/আনাড়ি ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট
চক্ষুষ্মান অন্ধ চৌকস হাবা/হাঁদা
চিরকাল ক্ষণকাল/সাময়িক চড়াই উৎরাই

ট, ঠ, ড, ঢ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
টাটকা বাসি টিমটিম জ্বলজ্বল
ঠকা জেতা ভাটা জোয়ার
ঢ্যাঙা খাটো ঢালু সমতল/সমান/উঁচু
ঢিলেঢালা আঁটসাঁট তিমির আলোক

ত - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
তীব্র/উগ্র/প্রবল লঘু/মৃদু তন্ময় মন্ময়
তোয়াজ চটানো তির্যক ঋজু/সরল
ত্বরিত শ্লথ ত্বরা ধীরতা/বিলম্ব
ত্যাজ্য গ্রাহ্য তিক্ষ্ণ ভোঁতা
তামসিক সাত্ত্বিক/রাজসিক তারুণ্য বার্ধক্য
তুহিন উষ্ণতা তিক্ত মধুর/মিষ্ট
তপ্ত শীতল তিরস্কার পুরুস্কার/প্রশংসা
তেজস্বী তেজোহীন ত্রাস সাহস
তেজি মেদা, মন্দ দরদি নির্মম

দ,ধ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
দুরন্ত শান্ত দারক দুহিতা
দীর্ঘায়ু স্বল্পায়ু দুর্বার নির্বার
দ্যুলোক ভূলোক দুর্বিষহ সুসহ
দৈব দুর্দৈব দিবাকর নিশাকর
দুরাত্মা মহাত্মা/নীচাত্মা দিবস রাত্রি/শর্বরী
দৃঢ় শিথিল দস্যু ঋষি
দুষ্কৃতি সুকৃতি দুর্জন সুজন
দুর্যোগ সুযোগ দুরাচার সদাচার
দুর্দান্ত নিরীহ দুর্গম সুগম
দুর্ভাগ্য সৌভাগ্য দান প্রতিদান
দ্রুত মন্থর ধৃত মুক্ত
দেহী বিদেহী/বিদেহ ধনিক নিঃস্ব
ধনী নির্ধন ধনাত্মক ঋণাত্মক
ধার্মিক পাপিষ্ঠ ধন্যবাদার্হ নিন্দার্হ
ধূর্ত সরল নিন্দিত নন্দিত
ধাত্রী ধাতা নির্দোষ দোষ

ন - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
নির্লজ্জ সলজ্জ/লাজুক নির্মল পঙ্কিল
নিরাকার সাকার নবীন প্রবীণ
নৈঃশব্দ সশব্দ নিষেধ অনুমতি
নশ্বর অবিনশ্বর,শ্বাশত নিন্দুক তোষামুদে,স্তাবক
নিগ্রহ অনুগ্রহ ন্যূন অধিক/অন্যূন
নিশ্চয় সংশয় নিরক্ষর সাক্ষর
নিরীহ দুর্দান্ত নৈসর্গিক কৃত্রিম
নির্লোভ লোভী নির্ভীক ভীরু
নিরস্ত্র সশস্ত্র নগণ্য গণ্য
নিরপেক্ষ সাপেক্ষ নিষ্কৃতি বন্ধন
নিশ্চেষ্ট সচেষ্ট নিঁস্ব/ফতুর ধনিক

প, ফ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
প্রাখর্য স্নিগ্ধতা পূজক/পূজারি পূজিত
প্রশস্ত সংকীর্ণ প্রফুল্ল ম্লান
প্রাচ্য প্রতীচ্য/প্রাশ্চত্য পুরুস্কার তিরস্কার
প্রবৃত্তি নিবৃত্তি প্রদোষ প্রত্যুষ
প্রচ্ছন্ন ব্যক্ত প্রসাদ বিষাদ
প্রশান্তি অশান্তি পূজক পূজ্য
প্রাচীন অর্বাচীন, নবীন প্রশংসা/স্তুতি নিন্দা
প্রসারণ সংকোচন প্রশ্বাস নিঃশ্বাস
পতি পত্নী পূর্ণিমা অমাবস্যা
পশ্চাৎ অগ্র পণ্ডিত মূর্খ
প্রকাশ্যে নেপথ্যে, পরোক্ষে প্রকৃত বিকৃত
পাশব মানবিক প্রকৃষ্ট নিকৃষ্ট
পূর্বাহ্ণ পরাহ্ণ/অপরাহ্ণ পালক পালিত
ফতে পরাজয় বাচাল স্বল্পভাষী

ব, ভ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বিশেষণ সংশেষণ বর্ধমান ক্ষীয়মাণ
বিপদ সম্পদ বন্ধন মুক্তি
বিকি কিনি বোকা চালাক
বিস্তৃত সংকীর্ণ বন্দনা গঞ্জনা
বাদী বিবাদী বহির্ভূত অন্তর্ভূত
বৈসাদৃশ্য সাদৃশ্য বিষ/গরল অমৃত/সুধা
বিপন্নতা সফলতা বর্জন গ্রহণ
বিকাশ বিনাশ বিরক্ত অনুরক্ত
বাউন্ডলে সংসারী বিষণ্ণ প্রসন্ন
বিদ্বান মুর্খ বহুল বিরল
বাহির অন্তর বহাল বরখাস্ত
বাস্তব অলীক বাড়তি কমতি
বন্দনা গঞ্জনা বিধি নিষেধ
বিপন্ন নিরাপদ বিজয়ী বিজিত
বিস্তৃত সংক্ষিপ্ত বিয়োগান্ত মিলনান্ত
ভূত ভবিষ্যৎ ভদ্র ইতর
ভুল শুদ্ধ ভূমিকা সমাপ্তি
ভর্ৎসনা প্রশংসা ভুয়া খাঁটি
ভোঁতা ধারালো/চোখা ভাবনা নির্ভাবনা
ভীরু নির্ভীক/সাহসী ভোগ ত্যাগ

ম - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
মরমি নিষ্ঠুর ভোগ ত্যাগ
মধুর অম্ল মূর্ত বিমূর্ত
মসৃণ অমসৃণ মতৈক্য মতানৈক্য
ম্লান/অনুজ্জ্বল উজ্জ্বল মান্য ঘৃণ্য
মহৎ হিন/নীচ মিত্র শত্রু
মুর্ত বিমূর্ত মত্ত নির্লিপ্ত
মজবুত ঠুনকো মস্ত ক্ষুদ্র
মহাপ্রাণ অল্পপ্রাণ মুখর মৌনী

য, র, ল - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
যজমান পুরোহিত মঞ্জুর নামঞ্জুর
যৌবন বার্ধক্য যুক্ত বিযুক্ত
যুগল একক যোজক প্রণালি
রজত স্বর্ণ যোজন বিয়োজন
রামছাগল পাতিছাগল রমণীয় কদাকার
রোগ স্বাস্থ্য রক্ষক ভক্ষক
রদ চালু রিক্ত পূর্ণ
লব হর লেখ্য কথ্য, পাঠ্য
লিপ্সা বিরাগ লৌকিক অলৌকিক
লম্বা/ঢ্যাঙা বামন লাজুক নির্লজ্জ্ব
লেশ যথেষ্ট লিপ্ত নির্লিপ্ত
লুপ্ত অস্তিত্ববান শৌখিন পেশাদার
আরো পড়তে পারেন

শ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
শবল একবর্ণা শ্যামল গৌরাঙ্গ
শাক্ত বৈষ্ণব শৈত্য/নিস্তাপ তাপ
শিষ্ট দুষ্টু/অশিষ্ট শীর্ণ স্থূল
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ শ্রদ্ধা অশ্রদ্ধা
শয়ন উত্থান শাসন সোহাগ
শ্রেষ্ঠ নিকৃষ্ট শুক্ল কৃষ্ণ
শান্ত দুরন্ত শিথিল সুদৃঢ়
শঠ সাধু শোক আনন্দ/হর্ষ
শ্যামল গৌরাঙ্গ শীঘ্র বিলম্ব
শায়িত উত্থিত সচল নিশ্চল

স - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সমতল অসমতল/বন্ধুর সহযোগী প্রতিযোগী
স্বতন্ত্র পরতন্ত্র সদাচার কদাচার
সাম্য অসাম্য/বৈষম্য সুশীল দুঃশীল
সমষ্টি ব্যষ্টি স্থূল সূক্ষ্ম
সমক্ষ পরোক্ষ সবাক নির্বাক
স্থাবর জঙ্গম/আস্থাবর সম্পদ অভাব
সজ্জন দুর্জন সুষুপ্ত জাগরিত
সন্নিকৃষ্ট বিপ্রকৃষ্ট স্থাণু চলিষ্ণু
সন্ধি বিগ্রহ সৌম্য করাল/উগ্র
স্নিগ্ধ রুক্ষ সান্ত অনন্ত
সিক্ত শুষ্ক সচেষ্ট নিশ্চেষ্ট
সভ্য, পোষ্য বন্য স্থল জল
সদর অন্দর সভ্য অসভ্য
সংকুচিত প্রসারিত সজীব নির্জীব
সরল জটিল/কুটিল সচ্চরিত্র দুশ্চরিত্র
সার্থক নিরর্থক/ব্যর্থ সংশয় নিঃসংশয়/প্রত্যয়
সংক্ষিপ্ত বাহুল্য স্ববাস প্রবাস
সাগরেদ ওস্তাদ স্বাতন্ত্র্য সাধারণত্ব/অস্বাতন্ত্র্য
সিত কৃষ্ণ সুগম দুর্গম
সংযোগ বিয়োগ সরস নীরস
সৃষ্টি ধ্বংস/সংহার সুপ্ত ব্যাক্ত/প্রকাশিত
সুধা বিষ/গরল সংহত বিভক্ত/অসংহত
সুলভ দুর্লভ সিদ্ধ নিষিদ্ধ/অসিদ্ধ
সাহসিকতা ভীরুতা স্মৃতি বিস্মৃতি
সহযোগ অসহযোগ স্থিতি গতি
সন্নিকৃষ্ট বিপ্রকৃষ্ট স্ববাস প্রবাস

হ - দিয়ে বিপরীত শব্দ

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
হরদম কদাচিৎ ষণ্ডা দুর্বল
হ্রাস বৃদ্ধি হতবুদ্ধি স্থিত বুদ্ধি
হর্ষ বিষাদ হলাহল অমৃত
হরণ পূরণ হাল বেহাল/সাবেক
হাজির গরহাজির হৃদ্যতা কপটতা
হত, মৃত জীবিত হ্রস্ব দীর্ঘ
হদিস নিখোঁজ হৃদ্য কপট
হূত অনাহূত হাফ ফুল

আমাদের শেষ কথা

আশা করি বিপরীত শব্দ গুলো তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...
আরো পড়তে  পারেন
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন