সংখ্যাবাচক শব্দ কাকে বলে ? সংখ্যাবাচক শব্দ কত প্রকার জেনে নিন বিস্তারিত

আমাদের দৈনিন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি। ব্যবহারের ক্ষেত্র বিশেষে সংখ্যাবাচক শব্দের পার্থক্য পরিলক্ষিত হয়। তাই বাংলা লেখতে, বলতে এবং বুঝতে সংখ্যাবাচক শব্দ কত প্রকার ও কি কি এ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে।

এ আর্টিকেলে সংখ্যাবাচক শব্দ কাকে বলে এবং সংখ্যাবাচক শব্দ কত প্রকার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

সংখ্যাবাচক শব্দ কত প্রকার
সংখ্যাবাচক শব্দ চার প্রকার

সংখ্যাবাচক শব্দ কাকে বলে

যে শব্দ দিয়ে সংখ্যা বা গণনার ধারণা লাভ করা যায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে।

সংখ্যাবাচক শব্দ কত প্রকার

সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যথা:

১. অঙ্কবাচক বা সংখ্যাবাচক শব্দ

২. পরিমাণ বা গণনা বাচক শব্দ

৩. ক্রম বা পূরণবাচক শব্দ

৪. তারিখবাচক শব্দ

১. অঙ্কবাচক বা সংখ্যাবাচক শব্দ

কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে বা সংখ্যায় লিখলে তাকে অঙ্কবাচক বা সংখ্যাবাচক শব্দ বলে। যেমন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭,৮, ৯

২. পরিমাণ বা গণনা বাচক শব্দ

একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। যেমন: সাতটি দিন, ২০টি ঘণ্টা ইত্যাদি।

৩. ক্রম বা পূরণবাচক সংখ্যা কাকে বলে

একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যাক্তি বা বস্তুর সংখ্যার পর্যায় বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয়, তা-ই ক্রম বা পূরণবাচক সংখ্যা। যেমন: তিনি দলের দ্বাদশ ব্যাক্তি

৪. তারিখবাচক শব্দ কাকে বলে

বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়, তাকে তারিখবাচক শব্দ বলে। যেমন: পহেলা বৈশাখ, বাইশে শ্রাবণ

নিচের টেবিলে সংক্ষিপ্ত রূপসহ অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক ও তারিখাবচক সংখ্যা দেওয়া হলো:

অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক ও তারিখাবচক সংখ্যা

অঙ্কবাচক গণনাবাচক ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ তারিখবাচক সংক্ষিপ্ত রূপ
এক প্রথম ১ম পহেলা ১লা
দুই দ্বিতীয় ২য় দোসরা ২রা
তিন তৃতীয় ৩য় তেসরা ৩রা
চার চতুর্থ ৪র্থ চৌঠা ৪ঠা
পাঁচ পঞ্চম ৫ম পাঁচই ৫ই
ছয় ষষ্ঠ ৬ষ্ঠ ছউই ৬ই
সাত সপ্তম ৭ম সাতই ৭ই
আট অষ্টম ৮ম আটই ৮ই
নয় নবম ৯ম নউই ৯ই
১০ দশ দশম ১০ম দশই ১০ই
১১ এগারো একাদশ ১১শ এগারোই ১১ই
১২ বারো দ্বাদশ ১২শ বারোই ১২ই
১৩ তেরো ত্রয়োদশ ১৩শ তেরোই ১৩ই
১৪ চৌদ্দ চতুর্দশ ১৪শ চোদ্দই ১৪ই
১৫ পনেরো পঞ্চদশ ১৫শ পনেরোই ১৫ই
১৬ ষোলো ষোড়শ ১৬শ ষোলোই ১৬ই
১৭ সতেরো সপ্তদশ ১৭শ সতেরোই ১৭ই
১৮ আঠারো অষ্টাদশ ১৮শ আঠারোই ১৮ই
১৯ উনিশ ঊনবিংশ ১৯শ উনিশে ১৯শে
২০ বিশ বিংশ ২০শ বিশেে ২০শে
২১ একুশ একবিংশ ২১শ একুশে ২১শে
২২ বাইশ দ্বাবিংশ ২২শ বাইশে ২২শে
২৩ তেইশ ত্রয়োবিংশ ২৩শ তেইশে ২৩শে
২৪ চব্বিশ চতুর্বিংশ ২৪শ চব্বিশে ২৪শে
২৫ পঁচিশ পঞ্চবিংশ ২৫শ পঁচিশে ২৫শে
২৬ ছাব্বিশ ষড়বিংশ ২৬শ ছাব্বিশে ২৬শে
২৭ সাতাশ সপ্তবিংশ ২৭শ সাতাশে ২৭শে
২৮ আটাশ অষ্টাবিংশ ২৮শ আটাশে ২৮শে
২৯ উনত্রিশ ঊনত্রিংশ ২৯শ উনত্রিশে ২৯শে
৩০ ত্রিশ ত্রিংশ ৩০শ ত্রিশে ৩০শে
৩১ একত্রিশ একত্রিংশ ৩১শ এতত্রিশে ৩১শে
৩২ বত্রিশ দ্বাত্রিংশ ৩২শ বত্রিশে ৩২শে
"বত্রিশ" এর পর তারিখবাচক সংখ্যা নেই

অঙ্কবাচক গণনাবাচক ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ
৩৩ তেত্রিশ ত্রয়স্ত্রিংশ ৩৩শ
৩৪ চৌত্রিশ চতুস্ত্রিংশ ৩৪শ
৩৫ পঁয়ত্রিশ পঞ্চত্রিংশ ৩৫শ
৩৬ ছত্রিশ ষট্ত্রিংশ ৩৬শ
৩৭ সাঁইত্রিশ সপ্তত্রিংশ ৩৭শ
৩৮ আটত্রিশ অষ্টাত্রিংশ ৩৮শ
৩৯ উনচল্লিশ ঊনচত্বারিংশ ৩৯শ
৪০ চল্লিশ চত্বারিংশ ৪০শ
৪১ একচল্লিশ একচত্বারিংশ ৪১শ
৪২ বিয়াল্লিশ দ্বিচত্বারিংশ ৪২শ
৪৩ তেতাল্লিশ ত্রিচত্বারিংশ ৪৩শ
৪৪ চৌচল্লিশ চতুশ্চত্বারিংশ ৪৪শ
৪৫ পয়তাল্লিশ পঞ্চচত্বারিংশ ৪৫শ
৪৬ ছেচল্লিশ ষট্চত্বারিংশ ৪৬শ
৪৭ সাতচল্লিশ সপ্তচত্বারিংশ ৪৭শ
৪৮ আটচল্লিশ অষ্টচত্বারিংশ ৪৮শ
৪৯ উনপঞ্চাশ ঊনপঞ্চাশত্তম ৪৯তম
৫০ পঞ্চাশ পঞ্চাশত্তম ৫০তম
৫১ একান্ন একপঞ্চাশত্তম ৫১তম
৫২ বায়ান্ন দ্বাপঞ্চাশত্তম ৫২তম

আমাদের শেষ কথা

আশা করি সংখ্যাবাচক শব্দ কত প্রকার তা সম্পর্কে জ্ঞান অর্জন তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...
আরো পড়তে পারেন
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন