বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণে প্রত্যয় অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রত্যয় থেকে প্রশ্ন আসে। নিচের আর্টিকেলে প্রত্যয় কাকে বলে এবং বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় উল্লেখ করা হয়েছে। প্রত্যয় - গুলো সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
![]() |
| ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। |
প্রত্যয় কাকে বলে
ধাতু
বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে
সেগুলোই প্রত্যয়।
প্রত্যয় কত প্রকার ও কি কি
প্রত্যয়
দুই প্রকার । যথা— ১. কৃৎ প্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয় ।
১. কৃৎ প্রত্যয় কাকে বলে
ধাতু
বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে- কৃৎ প্রত্যয় বলে । যেমন- রাঁধ + উনি
রাঁধুনি (উনি); /মিল + আই = মিলাই (আই); √ডুব্ + অন্ত = ডুবন্ত (অন্ত)। এখানে ‘উনি’, 'আই' ও 'অন্ত' এগুলো কৃৎ প্রত্যয় ।√
কৃৎ প্রত্যয় কত প্রকার
কৃৎ
প্রত্যয় দুই প্রকার। যথা: ক. সংস্কৃত কৃৎ প্রত্যয় খ. বাংলা কৃৎ প্রত্যয়।
ক.
সংস্কৃত কৃৎ প্রত্যয় : ধাতুর সাথে সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দকে বলে সংস্কৃত
কৃৎ প্রত্যয় । সংস্কৃত প্রত্যয় কিন্তু বাংলা ভাষায়ও ব্যবহৃত হয় যথা : √শ্রু + অক = শ্রাবক।
খ.
বাংলা কৃৎ প্রত্যয় : প্রাকৃত শব্দের পরে ব্যবহৃত প্রত্যয়কে- বাংলা কৃৎ প্রত্যয় বলে
। যথা : হাস্ + ই = হাসি ।
২. তদ্ধিত প্রত্যয় কাকে বলে
শব্দের
সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদেরকে বলে তদ্ধিত প্রত্যয়।
যথা- বর্ষ + ইক = বার্ষিক । বন্ধু + অ = বান্ধব । এখানে ইক, অ-এগুলো তদ্ধিত প্রত্যয়
।
তদ্ধিত প্রত্যয় কত প্রকার
তদ্ধিত
প্রত্যয় তিন প্রকার । যথা- ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, খ. বাংলা তদ্ধিত
প্রত্যয় এবং গ. বিদেশি তদ্ধিত প্রত্যয়
ক.
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় : সংস্কৃত শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করাকে-
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে যথা : শরীর + ইক = শারীরিক । পল্লব + ইত = পল্লবিত।
খ.
বাংলা তদ্ধিত প্রত্যয় : সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাংলা ভাষায় ব্যবহৃত প্রত্যয়
গুলোকে বলে- বাংলা তদ্ধিত প্রত্যয় যথা : চোর + আ = চোরা কান + আই : কানাই।
গ.
বিদেশি তদ্ধিত প্রত্যয় : শব্দের শেষে বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করাকে— বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে । যথা : বাবু + আনা = বাবুয়ানা। বাবু
+ গিরি = বাবুগিরি।
প্রকৃতি কাকে বলে
শব্দ
বা ক্রিয়ার মূলকে বলে প্রকতি।
প্রকৃতি কত প্রকার ও কি কি
প্রকৃতি
মূলত দুই প্রাকার। যথা: ১. নাম প্রকৃতি ২. ক্রিয়া প্রকৃতি
১. নাম প্রকৃতি কাকে বলে
যা
দ্বারা কোনো কিছুর নাম নির্দেশ করা হয় তাকে বলে নাম প্রকৃতি। বিভক্তিহীন শব্দকে বলা
হয় নাম। যেমন: ছেলেটি বড় লাজুক।
২. ক্রিয়া প্রকৃতি কাকে বলে
যেসব
প্রকৃতির সাহায্যে কাজ বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন: চলন্ত = চল+আন্ত এখানে
চল হলো ক্রিয়া প্রকৃতি।
আরো পড়তে পারেন
গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়
১.
অ ~ আ
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| অন্তিম | অন্ত + ইম্ | তদ্ধিত প্রত্যয় |
| অন্ত্য | অন্ত + য | তদ্ধিত প্রত্যয় |
| আগ্নেয় | অগ্নি + ষ্ণেয় (এয়) | তদ্ধিত প্রত্যয় |
| আকস্মিক | অকস্মাৎ + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| আবাসিক | আবাস + ইক | তদ্ধিত প্রত্যয় |
| আত্মীয় | আত্মন্ + ঈয় | তদ্ধিত প্রত্যয় |
| ইতরামি | ইতর + আমি | তদ্ধিত প্রত্যয় |
| ঈপ্সু | √ঈপ্স + উ | কৃৎ প্রত্যয় |
| ঈশ্বর | √ঈশ্ + বর | কৃৎ প্রত্যয় |
২.
উ ~ ও
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| উড়ন্ত | √উড় + অন্ত | কৃৎ প্রত্যয় |
| উক্তি | √বচ্ + ক্তি | কৃৎ প্রত্যয় |
| উক্ত | √বচ্ + ক্ত | কৃৎ প্রত্যয় |
| এঁটেল | আঠা + লো | তদ্ধিত প্রত্যয় |
| একলা | এক + লা | তদ্ধিত প্রত্যয় |
| একুশে | একুশ + এ | তদ্ধিত প্রত্যয় |
| ঐতিহাসিক | ইতিহাস + ইক | তদ্ধিত প্রত্যয় |
| ঐচ্ছিক | ইচ্ছা + ইক | তদ্ধিত প্রত্যয় |
| ওকালতি | ওকালত + ই | তদ্ধিত প্রত্যয় |
| ওষ্ঠ্য | ওষ্ঠ + য | তদ্ধিত প্রত্যয় |
৩.
ক ~ ঘ
| প্রদত্ত শব্দ | প্রকৃতি প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| কর্তব্য | √কু + তব্য | কৃৎ প্রত্যয় |
| কুসুমিত | কুসম + ইত | তদ্ধিত প্রত্যয় |
| কান্না | √কাঁদ + না | কৃৎ প্রত্যয় |
| খেলনা | √খেল + না | কৃৎ প্রত্যয় |
| খেল | √খেল + অ | কৃৎ প্রত্যয় |
| খ্যাতি | √খ্যা + তি | কৃৎ প্রত্যয় |
| গমন | √গম + অন | কৃৎ প্রত্যয় |
| গরিমা | গুরু + ইমন্ | তদ্ধিত প্রত্যয় |
| গাড়োয়ান | গাড়ি + ওয়ান | তদ্ধিত প্রত্যয় |
| গেয়োঁ | গাঁ + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
| গেছো | গাছ + উয়া | তদ্ধিত প্রত্যয় |
| গ্রামীণ | গ্রাম + ঈন্ | তদ্ধিত প্রত্যয় |
| ঘুমন্ত | √ঘুম + আন্ত | কৃৎ প্রত্যয় |
| ঘটকালি | ঘটক + আলি | তদ্ধিত প্রত্যয় |
৪.
চ ~ ঝ
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| চরণ | √চর + অন্ | কৃৎ প্রত্যয় |
| চালাকি | চালাক + ই | তদ্ধিত প্রত্যয় |
| চিরুনি | √চির + উনি | কৃৎ প্রত্যয় |
| ছুটন্ত | √ছুট্ + অন্ত | কৃৎ প্রত্যয় |
| ছাত্র | ছত্র + অ | তদ্ধিত প্রত্যয় |
| ছুটি | √ছুট + ই | কৃৎ প্রত্যয় |
| জীবন্ত | √জীব +অন্ত | কৃৎ প্রত্যয় |
| জলীয় | জল + ঈয় | তদ্ধিত প্রত্যয় |
| জেলে | জাল + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
| জলময় | জল + ময় | তদ্ধিত প্রত্যয় |
| জয় | √জি +অল | কৃৎ প্রত্যয় |
| ঝলক | √ঝল + অক্ | কৃৎ প্রত্যয় |
| ঝরনা | √ঝর্ + না | কৃৎ প্রত্যয় |
| ঝাড়ুদার | ঝাড়ু + দার | তদ্ধিত প্রত্যয় |
৫. ড ~ ঢ
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| ডাকু | √ডাক+উ | কৃৎ প্রত্যয় |
| ডুবন্ত | √ডুব + অন্ত | কৃৎ প্রত্যয় |
| ঢালাই | √ঢাল্ + আই | কৃৎ প্রত্যয় |
| ঢাকাই | ঢাকা + আই | তদ্ধিত প্রত্যয় |
৬.
ত ~ ন
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| তপন | √তপ + অন | কৃৎ প্রত্যয় |
| দর্শন | √দৃশ + অন | কৃৎ প্রত্যয় |
| দর্শনীয় | √দৃশ + অনীয় | কৃৎ প্রত্যয় |
| দিশারি | দিশা + আরি | তদ্ধিত প্রত্যয় |
| দোলনা | √দুল + অনা | কৃৎ প্রত্যয় |
| দৈনিক | দিন + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| ধার্মিক | ধর্ম + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| ধনী | ধন + ইন | তদ্ধিত প্রত্যয় |
| বর্ধমান | √বৃধ্ + শানচ | কৃৎ প্রত্যয় |
| নয়ন | √নী + অন | কৃৎ প্রত্যয় |
| নায়ক | √নী + ণক (অক) | কৃৎ প্রত্যয় |
| নীলিমা | নীল + ইমন | তদ্ধিত প্রত্যয় |
৭.
প ~ ম
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| পবন | √পূ + অন | কৃৎ প্রত্যয় |
| পড়ুয়া | √পড় + ইয়া | কৃৎ প্রত্যয় |
| পাঠক | √পঠ্ + অক | কৃৎ প্রত্যয় |
| পাথুরে | পাথর + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
| ফুলদানি | ফুল + দানি | তদ্ধিত প্রত্যয় |
| ফুটন্ত | √ ফুট + অন্ত | কৃৎ প্রত্যয় |
| ফেনিল | ফেন + ইল | তদ্ধিত প্রত্যয় |
| বার্ষিক | বর্ষ + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| বক্তা | √বচ + তৃচ (তা) | কৃৎ প্রত্যয় |
| বর্ধিষ্ণু | √বৃধ + ইষ্ণু | কৃৎ প্রত্যয় |
| বাঁশি | বাঁশ + ই | তদ্ধিত প্রত্যয় |
| বৈদ্য | বেদ + ষ্ণ্য | তদ্ধিত প্রত্যয় |
| বুদ্ধিমান | বুদ্ধি + মতুপ | তদ্ধিত প্রত্যয় |
| বৈজ্ঞানিক | বিজ্ঞান + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| ভক্তি | √ভজ + ক্তি | কৃৎ প্রত্যয় |
| ভিক্ষা | √ভিক্ষ্+অ | কৃৎ প্রত্যয় |
| ভাড়াটে | ভাড়া + টিয়া | তদ্ধিত প্রত্যয় |
| ভৌগলিক | ভূগোল +ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| মিথ্যুক | মিথ্যা + উক | তদ্ধিত প্রত্যয় |
| মুক্ত | √মুচ + ক্ত | কৃৎ প্রত্যয় |
| মেঠো | মাঠ + উয়া | তদ্ধিত প্রত্যয় |
| মেছো | মাছ + উয়া | তদ্ধিত প্রত্যয় |
৮.
য ~ হ
| প্রদত্ত শব্দ | প্রকৃতি ও প্রত্যয় | প্রত্যয়ের নাম |
|---|---|---|
| যশস্বী | যশঃ + বিন | তদ্ধিত প্রত্যয় |
| রান্না | √রাঁধ্ + না | কৃৎ প্রত্যয় |
| লেখক | √লিখ্ + ণক (অক) | কৃৎ প্রত্যয় |
| লেঠেল | লাঠি + আল | তদ্ধিত প্রত্যয় |
| শৌর্য | শূর + ষ্ণ্য | তদ্ধিত প্রত্যয় |
| শুনানি | √শুন + আনি | কৃৎ প্রত্যয় |
| শৈশব | শিশু + ষ্ণ | তদ্ধিত প্রত্যয় |
| সাপুড়ে | সাপ + উড়িয়া | তদ্ধিত প্রত্যয় |
| সাহিত্যিক | সাহিত্য + ষ্ণিক (ইক) | তদ্ধিত প্রত্যয় |
| সিক্ত | √সিচ্ + ক্ত | কৃৎ প্রত্যয় |
| সূর্য | √সৃ + য | কৃৎ প্রত্যয় |
| সুপ্ত | √স্বপ্ + ক্ত | কৃৎ প্রত্যয় |
| হলদে | হলুদ + ইয়া | তদ্ধিত প্রত্যয় |
| হাতুড়ে | হাত + উড়িয়া | তদ্ধিত প্রত্যয় |
| হাটুরে | হাট + উড়িয়া | তদ্ধিত প্রত্যয় |
| হিমেল | হিম + এল | তদ্ধিত প্রত্যয় |
আমাদের শেষ কথা
আশা
করি প্রত্যয় কাকে বলে এবং গুরুত্বপূর্ণ কিছু প্রত্যয় তোমার সফলতায়
অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে
পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের
সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...
