Adjective কাকে বলে ? কত প্রকার ও কি কি জেনে নিন বিস্তারিত

ইংরেজি ভাষায় কোনো sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে।sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে। English Grammar সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই  parts of speech সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ৮ প্রকার parts of speech এর তৃতীয় প্রকার Adjective । আজকের আলোচ্য বিষয় Adjective কাকে বলে? Adjective কত প্রকার ও কি কি? Adjective চেনার উপায় এবং বাক্যে Adjective এর অবস্থান। তো চলুন জানা যাক Adjective কাকে বলে

adjective কাকে বলে
যা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ-প্রভৃতি প্রকাশ করে, তাকে Adjective বলে ।

adjective কাকে বলে

যা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ-প্রভৃতি প্রকাশ করে, তাকে Adjective বলে । adjective কে বাংলায় বলে বিশেষণ

adjective চেনার উপায়

■ কোন Word এর শেষে al, ic, ish, id, ile, tive, ian, t, ed, able, ful, less, y, ry, ous -প্রভৃতি Suffix (অনুসর্গ) থাকলে, সে Word টিকে সাধারণত Adjective হিসেবে গণ্য করা হয়।

■ Noun বা Pronoun এর কাছে-কেমন? কত? কতটুকু?-প্রভৃতি প্রশ্নের উত্তরে সহজেই Adjective পাওয়া যায় ৷

Adjective কত প্রকার

Adjective প্রধানত চার প্রকার। যথা :

1. Adjective of quality (গুণবাচক বিশেষণ)

2. Adjective of quantity (পরিমাণবাচক বিশেষণ)

3. Adjective of number (সংখ্যাবাচক বিশেষণ) 

4. Pronominal adjective (সর্বনামঘটিত বিশেষণ)

1. Adjective of quality কাকে বলে

Adjective of quality এর অর্থ গুণবাচক বিশেষণ। যে Adjective কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, অবস্থা বোঝায়, তাকে Adjective of quality বলে।

যেমন : good, bad, red, poor, kind, fat, thin, long, clever, large happy, sunny

2. Adjective of quantity কাকে বলে

Adjective of quantity অর্থ পরিমাণবাচক বিশেষণ। যে Adjective কোনো Noun-এর পরিমাণ বোঝায় তাকে Adjective of quantity বলে।

যেমন: little, some, much, many, few, all, full, whole ইত্যাদি

3. Adjective of number কাকে বলে

Adjective of number অর্থ সংখ্যাবাচক বিশেষণ। যে Adjective কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায়, তাকে Adjective of number বলে।

যেমন: one, two, some all, first, second third, single, thirty, a few

আরো পড়তে পারেন

4. Pronominal Adjective কাকে বলে

Pronominal Adjective এর অর্থ সর্বনামঘটিত বিশেষণ। যেসব word মূলত pronoun হয়ে ও Adjective-এর মতো ব্যবহৃত হয়। সেগুলোকে Pronominal Adjective বলে।

যেমন : This, that, any, my, your, what, which, each, ever

• Pronominal Adjective প্রধানত চার প্রকার। যথা : 

(a) Demonstrative Adjective

(b) Distributive Adjective

(c) Interrogative Adjective

(d) Possessive Adjective

a. Demonstrative Adjective: Demonstrative Pronoun Noun- বসে তাকে বিশেষভাবে নির্দেশ করে তখন তাকে Demonstrative Adjective বলে।

যেমন : (i) This man is honest

(ii) That boy is polite.

(iii) Those horses are very strong. 

উপরের sentence- গুলোতে This, That ও Those - এ Pronoun-গুলো man, boy, horses- এসব Noun-কে বিশেষভাবে নির্দেশ করছে। তাই ‘This’, ‘That' এবং ‘Those' Demonstrative Adjective.

b. Interrogative Adjective: Interrogative Pronoun Noun- যখন কোনো noune এর পূর্বে বসে একে বিশেষিত (qualify) করে এবং সেই সাথে প্রশ্ন জিজ্ঞাসা করা বুঝায় তখন তাকে Interrogative Adjective বলে।

যেমন: (i) Which book did you buy?

(ii) What class do you read in?

(iii) Whose pen is this?

উপরের sentence-গুলোতে Which, What ও Whose Pronoun-গুলো book, class এবং pen— এসব Noun-কে বিশেষভাবে নির্দেশ করছে এবং এদের ব্যাপারে প্রশ্ন করছে। তাই which, what whose Interrogative Adjective.

c. Distributive Adjective: Distributive Pronoun যখন কোনো Noun-এর পূর্বে বসে তাকে বিশেষিত (qualify) করে এবং পৃথক পৃথকভাবে বুঝায় তখন তাকে Distributive Adjective বলে।

যেমন : (i) Each boy bas a pen.

(ii) Every man must die.

d. Possessive Adjective: My, our, your, his, her, their, its ইত্যাদির পরে কোনো Noun অবশ্যই ব্যবহৃত হয়ে থাকে। সে জন্যই এদেরকে Possessive Adjective বলে।

যেমন : (i) This is my garden.

(ii) This is your pen.

(iii) That is her ring.

Sentence এ Adjective এর অবস্থান

(i)Adjective Noun এর পূর্বে। যেমন: He is a good boy.

(ii) Adjective Article এবং Noun এর মাঝে বসে। যেমন: Bangladesh is an agricultural country.

(iii) Adjective Preposition এবং Noun এর মাঝে বসে। যেমন: He suffers from psychological problem.

(iv) Noun এর পূর্বে Demonstrative Adjective হিসেবে বসে। যেমন: (i) This book is very beautiful. (ii)That pen writes well. (iii) These mangoes are very sour.

Note: This, that, these, those - এই Demonstrative Pronoun গুলো যখন Noun এর পূর্বে বসে ঐ Noun কে Modify করে, তখন তাকে Demonstrative Adjective বলে ।

(v) Noun এর পূর্বে Distributive Adjective হিসেবে বসে। যেমন:(i) Each girl has a new pen. (ii) Every boy went to the zoo. (iii) Either of these movies would be interesting to me.

Note: Each, every, either, neither Distributive Adjective Noun এর পূর্বে বসে ঐ Nounকে Modify করে।

(vi) Noun এর পূর্বে Possessive Adjective হিসেবে। যেমন: (i) We should select our diet according to our needs. (ii) Her boyfriend is very friendly. (iii) Our cars are expensive.

Note: My, your, his, her, its, our, your, their- প্রভৃতি Possessive Adjective Noun এর পূর্বে বসে ঐ Noun এর সাথে মালিকানা নির্দেশ করে। এ ধরনের Adjectiveগুলো Noun এর পূর্বে বসে ঐ Nounকে Modify করে।

(vii) Noun এর পূর্বে Interrogative Adjective হিসেবে। যেমন: (i) What recipe did you choose to make this dish? (ii) Which team scored the higher in the last match? (iii) Whose book was that?

Note: What, which, whose- প্রভৃতি Interrogative Pronoun যখন Noun এর পূর্বে বসে ঐ Nounকে প্রশ্ন করতে ব্যবহৃত হয়, তখন তাকে Interrogative Adjective বলে। Interrogative Adjective Pre-modifier হিসেবে Noun পূর্বে বসে ঐ Nounকে Pre-modify করে।

(viii) Noun-Adjective হিসেবে। যেমন: (i) Television programs are very entertaining. (ii) The sea level is rising and many parts of the world are going to be engulfed by the sea in near future.

Note: কোনো একটি Nounকে বর্ণনা করতে উক্ত Noun এর পূর্বে আরেকটি Noun ব্যবহার করা হয়। এক্ষেত্রে, প্রথম Nounটি Adjective এর কাজ করে। Grammar এর ভাষায় একে Noun- Adjective বলে ।

আমাদের শেষ কথা

আশা করি adjective কাকে বলে? জানা তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন